পার্বতীপুর রেলওয়ে জংশন

in hive-131369 •  last year 

সবাইকে আদাব
আমি বিপ্লব সরকার



তারিখঃ২৭-০৬-২০২৩ ইং



প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব।



পার্বতীপুর রেলওয়ে জংশন

InCollage_20230627_154204881.jpg



পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশন একটি ঐতিহ্যবাহী স্টেশন। অনেক বছর আগে নির্মাণ করা হয় এই স্টেশনটি। আমাদের দেশ বিভিন্ন ঐতিহ্যের সাথে জড়িত। এটি বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে জংশন। এই জংশন নিয়ে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। যা আপনারা জেনে উপকৃত হবেন।

20230307_182032_lmc_8.4.jpg20230608_181414.jpg

পার্বতীপুর রেলওয়ে জংশন চার লাইন বিশিষ্ট একটি স্টেশন। এই স্টেশন থেকে চারদিকে ট্রেন যাওয়া আসা করে। মূলত একটি স্টেশন থেকে তিন দিকে ট্রেন যাওয়া আসা করলেই তাকে জংশন বলা হয়। কিন্তু আমাদের স্টেশনটি চারদিক থেকে ট্রেন যাতায়াত করে। এর জন্য এটিকে বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে জংশন বলা হয়। এই জংশনটিতে মোট পাঁচটি প্লাটফর্ম রয়েছে। পাঁচটি প্লাটফর্মে দিনে অনেকগুলো ট্রেন যাতায়াত করে।

20230608_181409.jpg20230307_181854_lmc_8.4.jpg

উত্তরের পঞ্চগড় নীলফামারী এবং পূর্ব দিক থেকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকার কয়েকটি ট্রেন এই পার্বতীপুর জংশন দিয়ে চলাচল করে। এই পার্বতীপুর জংশনে সবগুলো ট্রেন থেমে তারপর এখান থেকে তাদের উদ্দেশ্যে রওনা দেয়। পার্বতীপুরে এত বড় একটি জংশন হওয়ার কারণে এখানে একটি লোকোসেড রয়েছে। এখানে ইঞ্জিনের কোন সমস্যা হলে খুব দ্রুত ইঞ্জিন মেরামত করে আবার তার উদ্দেশ্যে চলে যেতে পারে।

20230307_181819.jpg

পার্বতীপুর রেলওয়ে জংশনটি অনেক বড় হলেও এর অবকাঠামের তেমন কোন উন্নতি এখন পর্যন্ত হয়নি। আমাদের এই স্টেশনটির উন্নতি করনের জন্য কয়েকবার বাজেট পাস করা হয়। কিন্তু সেই বাজেটগুলো প্রতিবারই অন্য কোন স্টেশনে চলে যায়। কেননা আমাদের এখানে এত বড় মাপের স্টেশন করতে গেলে আমাদের পার্বতীপুর শহরে প্রায় মূল কেন্দ্রের স্থল গুলো ভেঙ্গে ফেলতে হবে। এজন্য এই স্টেশনের কাজ করা সম্ভব হয় না। তবে আশা করা যায় কয়েক বছরের মধ্যে আবার নতুন করে তৈরি করা হবে এবং আধুনিকতার ছোঁয়ায় তৈরি করা হবে।

20230102_212802.jpg20230102_212646.jpg

পার্বতীপুর রেলওয়ে জংশন টি নতুন ভাবে এবং আধুনিক করে তৈরি করার জন্য আমাদের পার্বতীপুরের মেয়র মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান এবং আমাদের মাননীয় সংসদ সদস্য বিশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় কয়েক বছরের মধ্যেই এই স্টেশনটি আমরা নতুন রুপে দেখতে পাবো এবং আমরা আধুনিকতার ছোঁয়া পাবো।

বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।



তথ্যবিস্তারিত
বিষয়ঐতিহ্য
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি এ ৫২
সম্পাদন করাহ্যাঁ
অবস্থানপার্বতীপুর,দিনাজপুর ,বাংলাদেশ
ফটোগ্রাফার@biplobsarker


ধন্যবাদ সবাইকে



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পার্বতীপুর রেলওয়ে জংশন নিয়ে দারুণ লেখছেন আপনি।পার্বতীপুর রেলওয়ে স্টেশন আমাদের সবার পরিচিত একটা স্টেশন।আপনি দারুণ ভাবে ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

পার্বতীপুর রেলওয়ে জংশন টি নতুন ভাবে এবং আধুনিক করে তৈরি করার জন্য আমাদের পার্বতীপুরের মেয়র মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান এবং আমাদের মাননীয় সংসদ সদস্য বিশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় কয়েক বছরের মধ্যেই এই স্টেশনটি আমরা নতুন রুপে দেখতে পাবো এবং আমরা আধুনিকতার ছোঁয়া পাবো।

আগের থেকে কিছুটা উন্নত হয়েছে৷ তবে একটি রেলওয়ে জংশন হিসেবে আরও উন্নায়ন করা প্রয়োজন।

ধন্যবাদ ভাই

পার্বতীপুর রেলওয়ে জংশন নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। এই পার্বতীপুর রেলওয়ে জংশন আমাদের বাসা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

ধন্যবাদ

অনেক ভালো লিখেছেন পার্বতীপুর রেলওয়ে জংশন সম্পর্কে। আর ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে শেষের দুইটা ছবি অসাধারণ হয়েছে। সব মিলিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

পার্বতীপুর রেলওয়ে জংশন বাংলাদেশের সর্ববৃহৎ একটি জংশন। পার্বতীপুর রেলওয়ে জংশনে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। পার্বতীপুর গেলেই স্টেশনে আড্ডা দিয়ে বাসায় রওনা দেই। পার্বতীপুর রেলওয়ে জংশন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

ধন্যবাদ

Loading...

পার্বতীপুর রেলওয়ে জংশনে অনেক সময় কাটিয়েছি।জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই রেলওয়ে জংশন ঘিরে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো। চমৎকার ফটোগ্রাফি করেছেন।শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই

পার্বতীপুর রেলওয়ে জংশন নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। এটি বাংলাদেশের সব থেকে বড় রেলওয়ে জংশন। এখানে আমাদের প্রায়ই যাওয়া হয়। অনেক ধন্যবাদ সুন্দরভাবে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে জংশন হলো পার্বতীপুর রেলওয়ে জংশন। এই রেলওয়ে জংশনে আমি অনেক কয়েকবার গিয়েছি। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। তবে আমার সবচেয়ে রাতের তোলা ছবিগুলো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া পার্বতীপুর রেলওয়ে জংশন নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

আমি বইয়ে পড়েছিলাম যে পার্বতীপুর রেলওয়ে জংশন বাংলাদেশের সব থেকে বড় জংশন। এটা আপনি ঠিক বলেছেন আমাদের রেল স্টেশনের জন্য বরাবর এরকম বরাদ্দ দেখা যায় কিন্তু তা কখনো কাজে আসেনি বরং অন্য কোথাও চলে যায়। রাতে ছবি অনেক সুন্দর হয়েছে ভাই।

ধন্যবাদ

পার্বতীপুর রেলওয়ে স্টেশন নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন দাদাভাই। রাতের বেলা পার্বতীপুর রেলওয়ে স্টেশনে সৌন্দর্য অপরূপ অপরদিকে বেশ ভয়ঙ্কর। হ্যাঁ ভাই আমরাও আধুনিকতার ছোয়া দেখতে চাই এই রেলওয়ে স্টেশনে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ

বাংলাদেশের কিছু বিখ্যাত রেলওয়ে জংশন এর ভেতর পার্বতীপুর রেলওয়ে জংশন হল অন্যতম প্রাচীন।এ রেলওয়ে জংশন উত্তরবঙ্গ কে দক্ষিণবঙ্গ ও ঢাকার সঙ্গে যোগাযোগ করে দিয়েছে। খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ ভাই আপনাকে।