শরৎ এর কাশফুল এ ভরে গেছে বাংলাদেশের নদীগুলো steemCreated with Sketch.

in hive-131369 •  last year 

সবাইকে আদাব
আমি বিপ্লব সরকার



তারিখঃ১০-০৯-২০২৩ ইং



প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি বিশেষ ঐতিহ্য আপনাদের সাথে শেয়ার করব।



কাশফুল

InCollage_20230910_161721341.jpg



বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আমরা ধাপে ধাপে ছয়টি ঋতু দেখতে পাই ।তবে সবগুলো ঋতু আমরা বুঝতে পারি না ।কিছু কিছু ঋতু আমরা যেমন বুঝতে পারি কোনগুলো ঋতু আমরা তেমন একটা বুঝতে পারি না। যেমন আমরা গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটি ঋতু বেশ বুঝতে পারি। গ্রীষ্ম ঋতুতে গরম বেশি হয় শীত এলে ঠান্ডা বুঝতে পারি এবং বর্ষার সময় বৃষ্টি প্রচুর হয় এটি বুঝতে পারি। তবে এখন বর্ষাকালে বৃষ্টি কম হচ্ছে যার কারণে বর্ষাকাল আমরা ভুলে যেতে চলেছি। এছাড়াও আর যে বাকি ঋতুগুলো সেগুলো আমরা প্রাকৃতিকভাবে তেমনভাবে বুঝতে পারি না।

InCollage_20230910_145248430.jpgInCollage_20230910_145214508.jpg

কিন্তু আমরা যদি একটু আমাদের প্রকৃতিতে একটু খেয়াল রাখি তাহলে আমরা বুঝতে পারবো বাকি যে ঋতু গুলো সেগুলো রয়েছে। যেমন আমি আজকে আপনাদের কিছু ছবি শেয়ার করে বুঝিয়ে দিব যে শরৎ ঋতু এখনো রয়েছে। শরতের প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে এবং প্রকৃতি তার সম্পূর্ণ রূপ ঢেলে দেয়। শরতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আকাশে সাদা মেঘ ভাসবে এবং নদীতে পাহাড়ে যেকোন স্থানে কাশফুল ফুটে থাকবে।

InCollage_20230910_145109842.jpg

কাশফুলের সৌন্দর্য্যে ভরে যাবে নদীর আশেপাশের এলাকা। আমার বাড়ির পাশে ছোট্ট একটি নদী রয়েছে যে নদীর নাম হচ্ছে তিলাই নদী। এই তিলাই নদীর পারে আগে প্রচুর পরিমাণে কাজ ফুল হত তবে কয়েক বছর আগে নদী খননের পর থেকে সেই গাছগুলো হারিয়ে গিয়েছিল। কিন্তু এখন আবার সে গাছগুলো আবার নতুনরূপে ফিরে এসেছে এবং অনেক ফুল ফুটেছে। আমাদের এই নদীর পাহাড়ে আমি নদীতে গিয়ে দেখি অনেক ফুল ফুটে আছে।

InCollage_20230910_145432101.jpgInCollage_20230910_145344436.jpg

আমি নদীর পাহাড়ে বসে বেশ কিছু সময় কাটাই এবং সুন্দর সুন্দর কিছু ছবি তুলে রাখি আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রাকৃতি এত সুন্দর আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। কাশফুলগুলো এত সুন্দর ভাবে ফুটেছে যে, যে কারো মন ভালো হয়ে যাবে। যদি কারো মন খারাপ থাকে তারা এখানে আসতে পারেন এক মুহূর্তে তাদের মন ভালো হয়ে যাবে। আমাদের এলাকার সবাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য নদীর পাহাড়ে এসে ভিড় জমায়। ছোট-বড় সবাই এসে পাহাড়ে বসে থাকছে। আমি প্রতিদিন এখানে যাই কেননা নদীর পাশে আমার জমি রয়েছে। আমি জমি দেখতে গেলে নদীর পাহাড়ে গিয়ে সৌন্দর্য উপভোগ করি প্রায় দিনই।

InCollage_20230910_145147227.jpg

InCollage_20230910_145031974.jpg

এই সৌন্দর্য বেশি দিনের স্থায়ী নয় কিছুদিন পর ফুলগুলো শুকিয়ে যাবে এবং নতুন করে কিছু ফুল হবে এরপর আরে ফুল দেখা যাবে না। একবারে পরের বছর আবার এই ফুল ফুটে উঠবে। আমাদের নদীটি ছোট হওয়ার কারণে এর পাহাড়ও বেশি বড় নয় এজন্য এখানে কম ফুল ফুটেছে। তবে যেসব এলাকায় বড় বড় নদী রয়েছে সেইসব এলাকায় অনেক কাশফুল ফুটেছে হয়তো। সেই সব এলাকায় যেতে পারলে আরো ভালো লাগতো হয়তো।

InCollage_20230910_145320931.jpg

বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য।



তথ্যবিস্তারিত
বিষয়ঐতিহ্য
ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি এ ৫২
সম্পাদন করাহ্যাঁ
অবস্থানপার্বতীপুর,দিনাজপুর ,বাংলাদেশ
ফটোগ্রাফার@biplobsarker


ধন্যবাদ সবাইকে



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নদীর ধারে কিংবা রাস্তার ধারে অনেক কাঁশফুল দেখতে পাওয়া যায়। এখন কাঁশফুল যেখানে সেখানে দেখা যাচ্ছে। আমি সেদিন ক্যানেলে গিয়ে লক্ষ্য করেছি ও ফটোগ্রাফি করেছি এই কাঁশফুলের। কাঁশফুলগুলো দেখতে অনেক সুন্দর ও চমৎকার। কাঁশফুল প্রকৃতির সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। এই ফুল বেশি দিন লক্ষ্য করা যায় না। কিছু পরে এই ফুল শুকিয়ে যাবে। তখন কাঁশফুলের গাছ তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

ধন্যবাদ ভাই

শরৎকালে কাশফুল নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আসলে শরৎকালের প্রকৃত সৌন্দর্য ফুটে উঠে এই কাশফুলেই। নদীর দুই ধারে যখন কাশফুল ফোটে তখন সেই দৃশ্য দেখে প্রান জুড়িয়ে যায়। এর আগের বছর আমরা বন্ধুরা মিলে বদরগঞ্জে গিয়েছিলাম কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। চমৎকার সব ফটোগ্রাফি করেছেন।

ধন্যবাদ ভাই

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আমরা ধাপে ধাপে ছয়টি ঋতু দেখতে পাই ।তবে সবগুলো ঋতু আমরা বুঝতে পারি না ।কিছু কিছু ঋতু আমরা যেমন বুঝতে পারি কোনগুলো ঋতু আমরা তেমন একটা বুঝতে পারি না

জি ভাই ঠিক বলেছেন, ষড়ঋতুর দেশ হলেও আমরা বুঝতে পারি না কোন সময় কোন ঋতু চলতেছে। তবে শরৎকালে কাশফুল ফোটে সেটা আমরা বুঝতে পারি। কাশফুল বিশেষ করে নদীর ধারে ফোটে। কাশফুলের সৌন্দর্যে মুখরিত হয়ে যায় চারদিক। কাশফুলের সৌন্দর্য প্রকৃতিকে আরো প্রাণবন্ত করে তুলেছে। সেদিন আমি কাশফুল দেখেছি, গাড়িতে থেকে দেখেছি, তাই কাশফুলের সৌন্দর্য উপভোগ করা হয়নি। আপনি অনেক সুন্দর সময় পার করেছেন। কাশফুলের সৌন্দর্য বেশিদিন থাকে না, কিছুদিন পর এই কাশফুল তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। তাই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে হলে সঠিক সময়ে যাওয়া উচিত। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

বর্ষাকালের শেষে শরৎকালের শুরুতে, নদীর ধার এবং চরগুলোতে সবচেয়ে বেশি কাশফুল দেখা যায়। নদীর পাশে সুন্দর পরিবেশে কাশফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে গত বছর আমরাও গেছিলাম পদ্মা নদীর চরে।সেখানে এত পরিমাণ কাশফুল ছিল আমি তো গিয়ে পুরাই অবাক হয়ে গেছিলাম । তখন পরিবেশটা এত সুন্দর ছিল, নিম নিম করে বাতাস হচ্ছিল, নদীর পাশে কাশফুলগুলো দেখতে অসাধারণ লাগছিল আমার তো আসতেই মন চাচ্ছিল না। আপনি কাশফুলের খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন। শরৎকালের কাশফুল সম্পর্কে অসাধারণ লিখেছেন। আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই

কাশফুল হল শরতের চিহ্ন। এটি আমাদের শরৎ আগমনের বার্তা কে জানিয়ে দেয়। শরৎকালের মূলত আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় আর ঠিক সেসব মেঘের মতোই কাশফুল ফোটে। কাশফুল আমার খুবই ভালো লাগে। তবে এগুলো বেশি দিন থাকে না। ফুটে আবার খুব তাড়াতাড়ি ঝরে যায়। শুধু নদীর পাড় না আমাদের এলাকায় রাস্তার ধারেও খুব সুন্দর কাশফুল ফুটেছে। কিন্তু এই কমিউনিটিতে ফুলের ফটোগ্রাফি দেওয়া নিষিদ্ধ বলে আমি কোনো ছবি তুলিনি। আপনি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি প্রশংসা করার মতো। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

ভাই আপনি বেনিফিশিয়ারি দেন নাই। প্রতি পোস্টে 4% বেনিফিশিয়ারি দেওয়া বাধ্যতামূলক। পরবর্তী পোস্টে অবশ্যই খেয়াল করে বেনিফিসিয়ারি টা দিবেন, ধন্যবাদ।

দিয়েছিলাম ভাই কিন্তু কেন যে হলো না।

আপনি হঠাৎ নদীতে কাশফুল দেখতে গেছেন কারে নিয়ে ভাই। আসলেই ভাই বর্ষা না হওয়ার কারনে প্রায় ভুলে যেতে বসেছি আমরা এই ঋতু। ফুল গুলো অনেক সুন্দর ভাবে ফুটেছে এর সৌন্দর্য উপভোগ করার মতো। আমিও একদিন এই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য যেতে চাই ভাই।

ধন্যবাদ ভাই

অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের এলাকার পাশের তিলাই নদীর তীরে আপনি এই কাশফুল গুলোর ছবি খুব সুন্দর ভাবে তুলে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে শরৎকাল মানেই নদীর তীরে কাশফুল ,আকাশের সাদা তুলার মত ছড়ানো ছিটানো মেঘ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলে। শরৎকালে ফোঁটা কাশফুলের এই সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে। আপনার পোস্টটি দেখে অনেক ভালো লাগলো ভাই ।অনেক সুন্দর লিখেছেন আপনি। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু