গ্রামের ঘরোয়া রান্না-বান্না😋

in hive-131369 •  2 years ago 

STEEM FOR TRADITION
traditional blog by @farzanayeasmin

আসসালামু আলাইকুম। আশা করি ভাই-বোনেরা আমার সব ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে পরিবার সহ ভালো আছি। আজ আমি শেয়ার করব আজকের রান্না নিয়ে যা আমি বাসায় রান্না করেছি সবার জন্য। আলু শিম ভাজি আর পটলের ভাজি।

received_659141566000997.jpeg

প্রথমে পটল গুলো কেটে কেটে একটি পাত্রে পানি দিয়ে রেখেছি। এরপর সেগুলো ধুইয়ে একটি পাত্রে লবন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি।

received_554014456178871.jpeg

received_656134392855225.jpeg

এরপর আলু আর শিম এর তরকারীর জন্য গাছ থেকে টাটকা শিম আমার শ্বাশুড়ি তুলে দিয়েছেন। আমি আলুগুলো কেটে একটি পাত্রে রেখেছি আর শিমের শিরা গুলো ফেলে দিয়ে ধুইয়ে নিলাম।

received_1288874371892694.jpeg

এরপর একটি পাত্রে আলু গুলো আর শিম নিয়েছি। তরকারীটি আমি সবকিছু দিয়ে একবারে মেখে রান্না করব। তাই একটি কড়াইয়ে সব তরকারী গুলো নিয়েছি। এরপর মরিচ বেটে দিয়েছি। সাথে পেয়াজ কুচি,রসুন বাটা, জিরা মসলার গুড়ো, স্বাদমতো লবন, আর পীিমান মত তেল দিয়ে একসাথে ভালোভাবে মেখে চুলায় বসিয়ে দিয়েছি।

received_688152792936745.jpeg

এরপর ধীরে ধীরে জাল দিয়ে তরকারির পানি শুকিয়ে এলে ভালোভাবে আরো কিছুক্ষন জাল দিয়ে নেই যাতে কড়াইয়ের নিচে কিছুটা দাগ লেগে যায় আর তেলটা বের হয়। এ পর্যায়ে আরো একটু নেড়েচেড়ে দেই যাতে ভালোভাবে তরকারি টি রান্না হয়ে যায় আর তেলের মধ্যে ভাজা যায়। তারপর কড়াইটা নামিয়ে নেই আর তরকারি গুলো ঢেলে নেই একটি পাত্রে।

received_2303214806508757.jpeg

received_1678846525850141.jpeg

এরপর পটল ভাজির জন্য কড়াইটি ধুইয়ে রেডি করি। এরপর জাল দিয়ে কড়াইটি গরম করে নেই আর তাতে তেল দিয়ে আরেকটু গরম করে নেই। যখন কড়াই থেকে একটা ভাব বের হয় তখন মেখে রাখা পটল গুলো দিয়ে দেই আর ধীরে ধীরে নাড়তে থাকি আর জাল দিতে থাকি।

received_2664512583686221.jpeg

received_1307804643313333.jpeg

প্রায় ১০-১৫ মিনিট পর পটল গুলো যখন শুকিয়ে চুপসে আসে আর ব্রাউন কালার হয়ে আসে তখন নামিয়ে নেই। এভাবে হয়ে গেল আজ সারাদিনের গরীবের রান্না। গাছে একটা পাকা পেপে দেখা যায় তাই একটা পাকা পেপে সবাইমিলে কেটে খাই। ভালো থাকবেন সবাই।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
@sumon247 (Moderator)

  ·  2 years ago (edited)

গ্রামের ঘরোয়া রেসিপি সম্পর্কে আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আমার সব থেকের পছন্দের খাবার হল পটোল ভাজি। আপনি ৩০০ ওর্য়াড লেখার চেষ্টা করবেন। আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা কমেন্ট করার জন্য।

বাহ খুব চমৎকার রান্না করেছেন দেখতে তো ভালো দেখাচ্ছে ।শুধু খাওয়াটাই হয় নাই। ছবিগুলো বেশ সুন্দর হয়েছে ধন্যবাদ।

ধন্যবাদ ভাই এতো সুন্দর কমেন্ট করার জন্য

খুব চমৎকারভাবে আপনি রেসিপিটি তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে