প্রতিযোগিতার ৭ম সপ্তাহ - চিত্র অংকন (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে)।

in hive-131369 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

png_20230219_075150_0000.png

Photo Edit By Canva Apps

আমাদের আজকের প্রতিযোগিতার বিষয় হচ্ছে চিত্র অংকন। ২১ শে ফেব্রুয়ারি হলো আমাদের দেশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটি বাঙালি জাতির শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সুপরিচিত। এই দিনে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই শহীদ হোন। আজ আমরা একটি ভিন্ন ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করেছি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মঃ
  • স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সদস্য ছাড়াও যে কেউ পোস্ট করতে পারবে। তবে এচিভমেন্ট-১ ভেরিফাইড হতে হবে।

  • কমপক্ষে ২৫০ -৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট গ্রহণযোগ্য হবে না।

  • সমস্ত ভাষা অনুমোদিত।

  • #club5050 #club75 #club100 এর সদস্য হতে হবে।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।

  • পোস্টের শিরোনাম: প্রতিযোগিতার সপ্তাহ-০৭ (আজকের প্রতিযোগিতার মূল বিষয়ঃ চিত্র অংকন (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে)

  • প্রথম ৪টি ট্যাগে #sft-drawing #steemexclusive #yourcountry (উদাহরণ: বাংলাদেশ) এবং প্রতিযোগি #art ট্যাগ ব্যবহার করুন।

  • সহজে সনাক্তকরণের জন্য, পোস্টের মন্তব্য অধিবেশনে আপনার পোস্টের এন্ট্রি লিঙ্কটি রাখুন।

  • পোস্ট এর লিংক শেয়ার করতে হবে৷

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টিম পরিমান
১ম পুরষ্কার৫ স্টিম
২য় পুরষ্কার৪ স্টিম
৩য় পুরষ্কার৩ স্টিম
৪র্থ পুরষ্কার২ স্টিম
৫ম পুরষ্কার১ স্টিম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

১৯-০২-২০২৩ থেকে ২২-০২-২০২৩ তারিখ সকাল ১০ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ২২ তারিখ রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।
প্রতিযোগিতায় সেরা ৫ জন জয়ী ঘোষণা:
ক্রমিক সংখ্যানামপোস্ট লিংকস্টিম
০১@shamimhossain পোস্ট লিংক০৫
০২@aslamarfinপোস্ট লিংক০৪
০৩@nakib07পোস্ট লিংক০৩
০৪@anowarhoussainপোস্ট লিংক০২
০৫@mainunaপোস্ট লিংক০১

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল মেম্বারকে জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। যারা বিজয়ী ঘোষিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই।


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

TEAM MILLIONAIRE

Your post has been successfully curated by @lavanyalakshman at 30%.

Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high quality contests for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote in the weekly list of Top Contests.

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Entry number: 01

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Entry number: 02

Entry number: 03

অনেক সুন্দর একটি contest আয়োজন করেছেন।আমি অবশ্যই এই contest অংশগ্রহণ করব। 🎨🎨🎨🎨🥰

আমি অবশ্যই এটাতে অংশ গ্রহণ করব।

Entry number: 04

Entry number: 05

Entry number: 06

Entry number: 07

Screenshot_20230222-222347~2.png

@shamimhossain, @aslamarfin, @nakib07, @anowarhoussain & @mainuna আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিজয়ীদের মধ্যে স্টিম প্রদান করা হলো। ধন্যবাদ