প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দরা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি,আজকে কামার শিল্প নিয়ে কিছু কথা বলবো।আশা করি আমার পোস্ট পরে আপনাদেরকে সবাইকে ভালো লাগবে।
আমাদের সমাজে অনেক রকমের ঐতিহ্যবাহী শিল্প কাজ আছে।তার মধ্যে একটি হচ্ছে কামার শিল্প। কামারের কাজ হলো লোহা পিটিয়ে হাতিয়ার তৈরি করা।।কামাররা লোহা পিটিয়ে অনেক রকমের হাতিয়ার তৈরি করে থাকে। কামাররা অনেক রকমের জিনিস তৈরি করে থাকে।যেমন দা, কুড়াল, বোটি,ছুরি ইত্যাদি তৈরি করে থাকে।যা আমরা নিত্য নতুন কাজে ব্যবহার করে থাকি। আগের যুগে রাজা মহারাজারা কামারদের দিয়ে অনেক হাতিয়ার তৈরি করতো।এটি শুরু হয়েছিল মিসোরে।পরে এটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। কামাররা নিত্য নতুন জিনিস তৈরি করতো।
তাঁরা সারা বছর কম কাজ করে থাকে। কিন্তু তাঁরা ঈদে অনেক কাজ করে থাকে।।কোরবানির পশু জবাই করার জন্য বা মাংস কাটার জন্য দা, ছুরি, বোটি ইত্যাদি তৈরি করে থাকে।কয়লার দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে তৈরি করে নানান রকমের জিনিস।কেউ কেউ কামারের কাছে যায় ছুরি, বোটি,দা ধার দিতে।কেউ কেউ যায় দা, কুড়াল, বোটি,ছুরি ইত্যাদি বানাতে দিতে।কেউ কেউ যায় নতুন নতুন জিনিস কিন্তে।
কামাররা ভোর থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত কাজ করে থাকে।তারা তাদের জীবন এভাবেই শুরু করে। তাদের জীবন যাপন অনেক কষ্টের। কামাররা তাদের তৈরি জিনিসপত্র হাটে,মেলায়, বাজারে,বা বাসায় গিয়ে গিয়ে বিক্রি করে থাকে। তাদের আয় অতি অল্প ও সাধারণ। তাঁরা আয় করে থাকে বেশি ঈদে।তখন তাঁরা অনেক পরিশ্রম করে থাকে।
কামার একটি প্রাচীন পেশা যার কাজ লোহার জিনিসপত্র তৈরি করা। এটি অনেক ঐতিহ্যবাহি শিল্প।লোহা পিটিয়ে অনেক যন্ত্রপাতি বানানো হতো।প্রতিটি বাড়িতেই কামার এর তৈরি যন্ত্রপাতি অনেক কাজে ব্যাবহার করা হয়।কামাররা পেশাগতভাবে গৃহস্থালির কাজে ব্যবহার্য লৌহজাত সামগ্রী তৈরি করে।বিশেষ করে কামারের তৈরি যন্ত্রপাতি কৃষি কাজে বেশি ব্যবহার বেশি হয়। কামাররা যদি এসব তৈরি না করতো তা হলে কৃষকরা চাষাবাদ করতে পারতো না।এই জাতি পাওয়া যায় ভারতে।কামার অনেক প্রাচীন শিল্প। আদিম যুগের মানুষরা পাথর দিয়ে লোহা পিটিয়ে অনেক জিনিস পএ বানায় তারা জীবন যাপন করতো।আজকের আলোচনা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,,,
প্রাচীনকাল থেকে আমাদের ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করে আসে কামার। তারা হাতুর দিয়ে পিটিয়ে অনেক কষ্ট করে বানায় অস্ত্রপাতি। তারা কয়লার আগুনে প্রথমে লোহাকে পুড়িয়ে তারপর হাতুর পিটিয়ে তৈরি করে। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামার শিল্পের আসবাবপত্র আমাদের ঐতিহ্যের সাথে মিশে আছে। কামার শিল্পের প্রতিটি জিনিস অনেক কষ্ট করে হামাড় পিটিয়ে কামারেরা তৈরি করে, এর মধ্যে দা,বটি, কুড়াল, কোদাল, হামানদিস্তা, উল্লেখযোগ্য। আপনি কামার শিল্প নিয়ে অনেক সুন্দর লিখছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের সমাজে অনেক রকমের ঐতিহ্যবাহী শিল্প কাজ আছে।তার মধ্যে একটি হচ্ছে কামার শিল্প। কামারের কাজ হলো লোহা পিটিয়ে হাতিয়ার তৈরি করা।।কামাররা লোহা পিটিয়ে অনেক রকমের হাতিয়ার তৈরি করে থাকে।এটা প্রাচীন কাল থেকে চলে আসতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামার শিল্প এখনো টিকে রয়েছে কিন্তু বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে তাদের চলতে অনেক কষ্ট হচ্ছে। আপনি লিখেছেন ভালো। নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং পোস্ট কোয়ালিটির উন্নতি করতে হবে।শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামার শিল্প নিয়ে ভালোই উপস্থাপন করছেন। তবে আপনার পোস্ট কোয়ালিটি তেমন ভালো না। মার্কডাউনের উন্নতি করুন। তাছাড়া কখনো ভালো কিছু করতে পারবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামার শিল্প নিয়ে অসাধারণ লেখছেন আপনি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হলো কামার শিল্প, কারন তারা যদি কিছু না করতো তাহলে আমাদের জন্য অনেক ক্ষতিকরন হয়ে দারাতো আর কামার শিল্প হলো আমাদের দেশের এক পুরনো দিনের কামার শিল্প, আমাদের প্রচীনকাল থেকে কেউ কেউ এই কামার শিল্পের কাজ করতেছে।তবে আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো, কামার শিল্পরা সেই আদিম কাল থেকে হাতুরি পিটিয়ে পিটিয়ে তারা কাজ করে, তবে এখন অনেক কামার শিল্প এই কাজ ছেরে দিয়েছে। যারা এখনো এই কাজ করে তারা শুধু তাদের বংশ পরিচয়ের জন্য কাজ করে থাকে।তবে তারা কিন্তু হাতুড়ি পিটিয়ে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এগুলো যারা কাজ করে তাদের কখনো বেশি উপার্জন আসে আবার কখনো উপার্জন আসে না, তখন তারা অনেক কষ্ট করে জীবন যাপন করে।বিশেষ করে আমাদের কুরবানীর আগে তাদের ব্যবসা ভালো চলে কারন কুরবানির আগে অনেক মানুষ দা বটি ছোরা ইত্যাদি এগুলো জং তারানোর জন্য নিয়ে আসে।আপনি অনেক সুন্দর লেখছেন, আপনার পোস্ট পরে আমি অনেক কিছু জানতে পারলাম। আপনি যেগুলো ছবি আমাদের মাঝে শেয়ার করছেন সব জিনিস গুলোই আমাদের কাজে লাগে।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামরেরা হলো আমাদের দেশের সম্পদ। তারা হাতুড়ি পিটিয়ে লোহার জিনিসপত্র তৈরি করে থাকে আমাদের সুবিধার্থে। তাদের তৈরিকৃত জিনিসপত্র ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়েছে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে একটা পোস্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কামারের কাজ হলো লোহাকে পিটিয়ে জিনিসপত্র তৈরি করা। প্রাচীনকাল থেকেই আমরা সকলেই জানি যে হিন্দু সম্প্রদায়ের লোকদের পেশা ছিল কামারশিল্প। আগেকার সময়ে দেখা যেত কামারের তৈরি ঘরবাড়ি বা কৃষিকাজের যন্ত্রপাতি ব্যবহার করা হয়।গ্রামগঞ্জের কোন একটি নিদিষ্ট স্থানে কিংবা পাড়ায় বসে লোহার কাজ করে জীবন যাপন করে। কামারেরা এখন ছড়িয়ে ছিটিয়ে সবখানেই।আপনার পোস্টটি পড়ে ভাল লাগল অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit