হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন আমিও মহান সৃষ্টির কথা রহমত অনেক ভালো আছি। আজ আমি আবারো উপস্থিত হয়েছি আপনাদের সাথে নতুন কিছু নিয়ে। আজ আমি আপনাদের সাথে কমিউনিটি কর্তৃক আয়োজিত ||শেয়ার করুন বৃষ্টির দিনে ঘটে যাওয়া আপনার একটি স্মরণীয় ঘটনা||প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। বৃষ্টিতে ভেজা আমার সুখময় কিছু আনন্দময় স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
বৃষ্টিতে ভিজতে সবাই অনেক পছন্দ করে। বৃদ্ধ থেকে শুরু করে শিশুরা পর্যন্ত বৃষ্টি আসলেই ভেজার জন্য আগ্রহী হয়ে ওঠে। আসলে বৃষ্টির প্রতি মানুষের এক অজানা টান রয়েছে। যার কারণে বৃষ্টির কয়েক ফোঁটা গায়ে পড়লেই ভেজার জন্য মনটা উলুক পুলুক করে। শহরের মানুষ বৃষ্টিতে তেমন একটা মজা করতে না পারলেও গ্রামের মানুষ অনেক মজা করে বৃষ্টিতে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের বৃষ্টি আসলেই আটকানো মুশকিল হয়ে যায়। কয়েকদিন আগে বৃষ্টিতে এত বারণ করার পরে ও আমার ছোট্ট দুই ভাতিজা বৃষ্টিতে ভিজতে থাকে। অতিরিক্ত ভিজার ফলে তাদের জ্বর চলে আসে। তবুও তারা বৃষ্টি আসলে সব সময় ভিজতে চায়।
বৃষ্টিকে আমি ছোটকাল থেকেই ভালোবাসি। বাইরে এক ফোটা দুই ফোঁটা করে বৃষ্টি পড়লেই বৃষ্টিতে ভেজার জন্য পাগল হয়ে যেতাম। যখন ছোট ছিলাম তখন মা বৃষ্টিতে বৃষ্টি দিত না বারবার বলতো বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে শরীর খারাপ করবে। তবুও আমি অনেক বাহানা করে বৃষ্টিতে ভিজতাম।। আর বাড়িতে আসার পর মায়ের বকুনি খেতাম। সেই স্মৃতিগুলো মনে পড়লে সত্যিই অনেক ভালো লাগে। ছোটবেলায় যখন ১ ,২ ফোঁটা করে বৃষ্টি পড়তো আমরা সবাই মিলে বলতাম,
এক খোরা হলদি
পানি আয় জলদি
এই কথায় আত্মবিশ্বাসী হয়ে সবাই জোরে জোরে কথাটি বলতাম। অনেক জোরে দৌড়াতাম।
বৃষ্টিতে আমার কিছু স্মরণীয় কিছু ঘটনা
আকাশ যখন ঘন কালো মেঘে ঢেকে যায় তখন গ্রামের অধিকাংশ মানুষ ব্যস্ত হয়ে পড়ে তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো যেন বৃষ্টিতে না ভিজে সেজন্য যথা সম্ভব চেষ্টা করে সেগুলো আগলে রাখার জন্য। সবাই তখন ব্যস্ত নিজেদের কাজে। একদিন মা কোথায় যেন গিয়েছিল এবং আমাকে যাওয়ার সময় বলে গিয়েছিল যে বাইরে কাপড়সহ কিছু শুকাতে দেওয়া আছে। বৃষ্টি আসলে আমি যেন সেগুলো বাড়িতে নিয়ে আসি। আমি আবার ভুলে গিয়েছিলাম যে মা আমাকে বাইরে থেকে কাপড় নিয়ে আসতে বলেছিলাম। বৃষ্টি আসার ফলে সব কাপড় ভিজে একাকার হয়ে যায়। মা আমাকে যে মারটা মেরেছিল সেটা আমি কখনো ভুলতে পারবো না।
| |
আকাশ যখন একটু অন্ধকার হয়ে আসতো আর কিছুক্ষণের মধ্যেই টিপটিপ করে পানি পড়তো তখন সবাই মিলে একসাথে জড়ো হতাম। আর সবাই মিলে নাচানাচি করে বৃষ্টিতে ভিজতাম আর যখন জোরে বৃষ্টি আসতো তখনই সবাই মিলে চলে যেতাম আমাদের গ্রামের পূর্বপাশের বাগানে। সেখানে কয়েক ধরনের ফল রয়েছে। জোরে বৃষ্টি আসলেই সেখানে চলে যেতাম চুরি করার জন্য। আসলে শৈশবের মজার কাহিনীর মধ্যে মানুষের ফলমূল চুরি করে খাওয়া অন্যতম। একদিন চুরি করতে গিয়ে ধরা খাই। আর সেই চুরির অপরাধ আমার বাবাকে জানাই। তিনি আমাকে যে মারটা মেরেছিল তা বলার বাইরে। সেদিন থেকে আর কখনো চুরি করতে যায়নি কোন জায়গায়।
আকাশ কালো মেঘে ছেয়ে গেলেই সবাই মিলে ফুটবল নিয়ে মাঠে যেতাম। আসলে বৃষ্টি আসলে ই ফুটবল খেলতে অনেক ভালো লাগে। বৃষ্টি যতো জোরে পড়তে থাকে ততই খেলতে অনেক ভালো লাগে। তাছাড়া তখন মাঠ অনেক পিচ্ছিল থাকে এবং সব সময় একটু টোকা লাগলেই ধপাস করে মাঠে পড়ে যায়। এভাবে খেলতে অনেক ভালো লাগে। তো আমরা একদিন সবাই মিলে মাঠে খেলতে যাই। খেলতে খেলতে হঠাৎ করে আমার একজন বন্ধু আমার পায়ে এমনভাবে মারে যে আমি সাথে সাথে সেখানেই পড়ে যাই। আমি আর তখন কোনভাবেই দাঁড়াতে পারছিলাম না। তখন সবাই খেলা বাদ দিয়ে আমাকে নিয়ে বাড়ি এসেছিল।
একদিন স্কুল থেকে বাড়ি আসার সময় হঠাৎ করে খুব জোরো বৃষ্টি আসে। অনেকক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর ভিজে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই। একটু বের হতেই শুরু হয় বিদ্যুৎ চমকানো। আসলে এই বিদ্যুৎ চমকানো কে আমি এত ভয় পাই যে বলার বাইরে। যখনই আকাশে একটু আলোর রেখা জ্বলে ওঠে তখনই আমি দৌড়ে কোথাও না কোথাও আশ্রয় নেই। এমনকি মাঝে মাঝে গাছের গোড়ায় লুকাতাম যাতে আমাকে বিদ্যুৎ চমকানোর আলো স্পর্শ করতে না পারে। আর অনেক দোয়া পড়ে বাড়িতে আসতাম যাতে আমার কোন কিছু না হয়।
বৃষ্টি ভালোবাসে না এমন মানুষকে খুব কমই দেখা যাবে। তাই সবার মত আমিও বৃষ্টি অনেক ভালবাসি। যদিও বৃষ্টিতে ভিজে আমার অনেক অসুখ বিসুখ হয়েছিল। তবুও সর্বদা আমি বৃষ্টিতে ভিজতাম। বৃষ্টির পানি গায়ে পড়লে ই যেন অন্যরকম এক অনুভূতি বয়ে যায়। এইতো সেদিন শুক্রবার জোহরের নামাজ পড়ে এসে খাওয়া-দাওয়া করে শুয়েছিলাম। কিন্তু তারপর শুরু হয় অঝর ঝরে বৃষ্টি। আমিও গায়ের কাপড় খুলে বের হয়ে আসি আর আমার এক ভাইকে সাথে নিয়ে হাটতে বের হয়ে যাই । আসলে বৃষ্টির সময় খুব জোরে পান পড়লে হাটতে আমার অনেক বেশি ভালো লাগে। বিকাল ৪ টা পর্যন্ত দুজন মিলে হাঁটাহাঁটি করে বৃষ্টির শেষ পর্যন্ত ভিজতে থাকি। আর বাড়িতে এসে গোসল করার পর শুরু হয় সর্দি ও কাশি। আর মায়ের সুরু হয় বকা। তবুও বৃষ্টি আসলে আমার মনটা যেন কোন কিছুতেই মানতে চায় না বৃষ্টিতে ভেজা।
বৃষ্টিতে আমার ভাতিজাদের ভেজার দৃশ্য এখাণে রয়েছে।চাইলে আপনারা দেখতে পারেন।
ধন্যবাদ সবাইকে। আমি তিন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @nahela,@suboohi, @ronaldp।ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।
https://twitter.com/Smn97541366047/status/1694219479235125381?t=paniuWHSUiCwHgT4BMS6sQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া। অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আমরাও বৃষ্টির জন্য বিভিন্ন ধরনের কথা বলতাম যেন বৃষ্টি খুব তাড়াতাড়ি চলে আসে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টিতে ভেজার এরকম অনেক স্মৃতি রয়েছে ভাইয়া। যেগুলো চাইলেও আমরা কখনো ভুলতে পারব না। ছোটবেলাট কালো মেঘের বৃষ্টি আমি খুবই ভয় পেতাম। আমার সঙ্গেও এমনটা ঘটছিল স্কুল ছুটির পর এরকম কালো মেঘের বৃষ্টি খুবই ভয়ানক। আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টিতে ভিজতে আমারও অনেক ভালো লাগে। গতকালও আমি বৃষ্টিতে ভিজেছি। একফোটা হলদি পানি আয় জলদি আমিও এই কথা বলতাম ভাই। বৃষ্টি হলেই আমি স্কুল থেকে ভিজে বাসায় আসতাম। বৃষ্টি আসলেই আমার ফুটবল খেলার কথা বেশি মনে পড়ে যায় ভাই। আপনি অনেক সুন্দর পোস্ট করেছেন ভাই। প্রতিযোগিতায় আপনার জন্য শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টি আমার কাছে অনেক ভালো লাগে। বৃষ্টিতে ভিজে ভিজে ফুটবল খেলার অনুভূতিটা অন্যরকম। আমরাও বৃষ্টির দিনে ফুটবল খেলতাম। বৃষ্টি হলেই স্কুলে না যাওয়ার বায়না। স্কুলে গেলেও ভিজে ভিজে বাসায় আসা। কতো স্মৃতি জড়িত। সুন্দর উপস্থাপন করেছেন ভাই।আমিও বৃষ্টিতে ভিজলে সর্দি জ্বর, কাশি হতো। আর মায়ের বকুনি সেটা তো আছেই। আপনার পোষ্টের মাধ্যমে অনেক স্মৃতি মনে পড়ে গেলো। অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টি সবার কাছেই আনন্দের। তবে অতিরিক্ত বৃষ্টিতে ভিজলে গায়ে জ্বর এসে যায়। আর এটাই আপনার সাথে ঘটেছে। তবে আমি বেশি বৃষ্টিতে ভিজতে পারি না। আমার এলার্জি হয়। আপনার মার খাওয়ার ব্যাপারটা আমার কাছে বেশ মজার মনে হলো। বেশ সুন্দর লিখেছেন। শুভকামনা জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টি সম্পর্কে আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লাগলো ভাই। বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে।আমার এখনো মনে আছে ছোটবেলায় যখন আকাশ কালো করে আসতো তখন আমার কিছু বড় ভাই ছিল আমরা সবাই মিলে চলে যেতাম নদীর পাড়ে বৃষ্টিতে ভিজতে। দারুন লিখেছেন আপনি আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৃষ্টিতে ভিজতে কারনা ভালো লাগে। ছোট বেলায় কতই না বৃষ্টিতে গোসল করতাম।আপনি সুন্দর একটা কথা বলছেন। বৃষ্টির দিনে সব থেকে ফুটবল খেলতে ভালো লাগে। আমরাও বৃষ্টির সময় সবাই মিলে ফুটবল খেলি।তবে আগের মত এখন আর মজা হয় না। আপনি সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit