আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। তো আজকে আমি আলোচনা করবো গ্রাম বাংলার নদীর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে , আমাদের এই বাংলাদেশ তেরশত নদীর দেশ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদ- নদী, খাল- বিল,বাংলাদেশের প্রকৃতি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মধ্যে দিয়ে অসংখ্য নদী আঁকাবাঁকা জালের মত বয়ে গেছে।
বাংলাদেশে অসংখ্য এঁকেবেঁকে যাওয়া নদী প্রকৃতির রূপ ও বৈচিত্র অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যেদিকে তাকাই প্রকৃতির রূপ ও বৈচিত্র অপরূপ সমাহার। আমাদের এই নদীগুলো জনজীবনে মানুষের জীবিকা ও যোগাযোগ মাধ্যমের অনেক অবদান রাখে। আমাদের দেশে সবুজ গাছ পালা,বন জঙ্গল, নদী নালা খাল বিল আকাশ বাতাস নিয়েই আমাদের এই অপরূপ প্রকৃতি।
বর্তমানে নদী-নালা খাল বিল ইত্যাদি, আমাদের প্রাকৃতিক সৌন্দর্য তবে বর্তমানে আমাদের নদী-নালা খাল বিলতে বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হতে দেখা যায়। এবং বর্তমানে আমাদের দেশে অনেক পরিবার আছে যারা মাছ ধরে তাদের নিজের জীবিকা নির্বাহ করে। তবে এখন শীতকাল নদী নালা খাল বিলের পানি অনেকটাই কমে গেছে। নদীর পানি শুকিয়ে গেছে, নদীতে মাছের পরিমাণও প্রায় খুব কম।
বর্ষাকালে আমাদের দেশের নদী নালা খাল বিল গুলোতে প্রচুর পরিমাণে পানি জমা হয়। এবং নতুন প্রাণীর সাথে নদী নালা খাল বিল গুলোতে প্রচুর পরিমাণে মাছ দেখা যায়। নদী নালা খাল বিলগুলোতে বর্ষাকালে বিভিন্ন ধরনের মাছ দেখা যায়।
বাংলাদেশ ছয় ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম প্রকৃতির রূপ ও বৈচিত্র দেখা যায়। বাংলাদেশের প্রকৃতির অপরূপ এই রূপের সমাহার। রূপের যেন কোন শেষ নেই বিভিন্ন রকম ঋতুতে বিভিন্ন রকম প্রকৃতির রূপ দেখা যায়। আমাদের প্রায় ছোট ছোট গ্রাম গুলিতে ছোট বড় নদী বা খাল বিল দেখা যায়। সেগুলোতে প্রতিবছর বর্ষাকালে প্রচুর পরিমাণে মাছ হয়ে থাকে। যা আমাদের দেশের মাছের চাহিদা পূরণ করে।
আমাদের দেশের ঋতু ভেদে বিচিত্র ফল ও ফুলের সমাবেশ ঘটে। গাছপালা বন জঙ্গল নদী নালা আমাদের এই পৃথিবীটাকে সহজ করে রাখে। বর্ষাকালে প্রকৃতি ও গাছপালা যেন নতুন করে রূপ পায়।
বর্ষাকালে আমাদের প্রকৃতি ও গাছপালা নতুন করে রূপ ধারণ করে। বর্ষাকালের নদী নালা খাল বিল ডোবা পানিতে ভরে যায়। বর্ষাকালে নতুন পানি পেয়ে ব্যাঙ ডাকে। বাংলাদেশের প্রকৃতির রূপ ও বৈচিত্রের কোন শেষ নেই অফুরন্ত সুন্দর আমাদের এই প্রকৃতি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Regard's @mahim22
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথম ছবিটা অসাধারণ হইছে। মনে হচ্ছে দুটি সূর্য উঠছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit