গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মার্বেল খেলা

in hive-131369 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম


আশা করি সবাই ভাল আছেন, আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমাদের দেশে গ্রামে গঞ্জে এক সময় মার্বেল খেলার প্রচলন খুব ছিল। মাঠে-ঘাটে অলিতে গলিতে গ্রামের ছোট ছোট ছেলেরা সকালে বিকালে সব সময় খেলতো আবারো তারা স্কুলে গিয়েও টিফিন সময় অনেকেই মার্বেল খেলতো।

IMG_20221113_120248.jpg

বর্তমান সময়ে মার্বেল খেলাটা এমন একটা চলে না। তবে আমাদের দেশে কোন উৎসবে পার্বণে মার্বেল খেলা জমে উঠতো। তবে এখন আর আমাদের গ্রামগঞ্জে ছেলেরা তেমন একটা মার্বেল খেলা চলে না। আমাদের গ্রামগঞ্জে মার্বেল খেলা সব সময় না চললেও মাঝেমধ্যে ছোট ছেলেদের মার্বেল খেলা দেখতে পাওয়া যায়।

তবে মার্বেল খেলা বিলুপ্তির একমাত্র কারণ হচ্ছে মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপ। বর্তমান সময় মোবাইল ফোন এখন সবাই ব্যবহার করে। ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ছেলে মেয়ে উভয় হাতে মোবাইল ফোন দেখা যায়। তাই বর্তমান সময়ে মার্বেল খেলা বিলুপ্তির পথে। তবে বর্তমানে গ্রামগঞ্জের ছিটে ফোটায় হলেও মার্বেল খেলার প্রজনন দেখা যায়।

IMG_20221113_120500.jpg

তবে এই খেলা অলিতে গলিতে আম কাঁঠালের বাগানে ফাঁকা খোলামেলা জায়গাতেই চলে এই খেলা। মার্বেল খেলা অনেক ভাবেই খেলা যায় নির্দিষ্ট একটা জায়গায় ছোট ঘর করে তার মধ্যে একটু গর্ত করে মার্বেলটি সবাই মারে এবং যার মার্বেল সবথেকে কাছে যার সে প্রথম হয় । এবং তার হাতে সবাই দুই তিন চারটি করে মার্বেল জমা দেয়। এবং সে বাইরে থেকে মার্বেল গুলি আস্ত করে ছকের মাঝ খানে ছেড়ে দেয়। এবং অন্য খেলোয়াড়রা যে কোন একটি নির্দিষ্ট মার্বেল কে বলে বাদ।অর্থাৎ ওই মার্বেল বাদ দিয়ে তার হাতে থাকা মার্বেলটি আস্তে করে ছেড়ে দিতে হবে।

IMG_20221113_120214.jpg

IMG_20221113_115927.jpg

অন্য যে কোন একটি মার্বেল স্পর্শ করতে পারলে সে জিতে যায়। এবং বাদ দেওয়া মাবেল যদি স্পর্শ করে তাহলে তাকে আরো মাবেল ফাইন হয়ে যায়। আর যদি সে কোন টাকে লাগাতে না পারে, অন্য একজন সুযোগ দেওয়া হয়। অন্যজন যদি দান জিতে যায়। খেলা আবার পুনরায় নতুন করে শুরু হয়। এভাবেই খেলা চলতে থাকে যতক্ষণ না প্রতিপক্ষ আত্মসমর্পণ করে। বা খেলোয়াড়দের কাছে মার্বেল শেষ হয়ে গেলে খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই মার্বেল খেলা চলত।

IMG_20221113_120056.jpg

মার্বেল খেলা একটি পুরাতন ঐতিহ্যবাহী খেলা। অনেক সময় দেখা যায় এ খেলায় বড় মানুষ ও এ খেলায় অংশগ্রহণ করত। তবে এখন বেশিরভাগই গ্রামগঞ্জে খুব কম ছেলেরা খেলে মার্বেল খেলে,
তবে আগে রাখাল থেকে শুরু করে স্কুল পড়ুয়া শিশু কিশোর কিশোরী মধ্যে দেখাতে তো মার্বেল খেলার আসক্তি আগে ছোট ছেলেরা স্কুল ব্যাগে বা হাফ প্যান্টের পকেটে সব সময় গুলি নিয়ে ঘুরে বেড়াত। কিন্তু এখনকার দিনে ছেলেরা পকেটে করে মোবাইল নিয়ে ঘুরে বেড়াই। আগের ছেলেদের মার্বেল খেলার এক ধরনের আসক্তি দেখা যেত, তো এখন গায়ে ছেলেদের মার্বেল খেলার এমন একটা কোন আসক্তি নেই।

ধন্যবাদ সবাইকে

Regard's @mahim22

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর একটা খেলা নিয়ে লিখেছেন। আমার খুব পছন্দের একটা খেলা।

ধন্যবাদ 🥰🥰

কপিরাইট ফ্রী ছবিযুক্ত করুন সোর্স সহ।তবে অরজিনাল ছবি থাকা সত্বেও আপনি ইউটিউব থেকে ছবিযুক্ত করেছেন।পোস্ট ইডিট করে অরজিনাল ছবিযুক্ত করুন।

এই খেলা আমি ছোটোতে দেখেছিলাম। এখন আর তেমন চোখে পড়ে নাহ।খুব ভালো লাগল আপনি এই খেলা নিয়ে লিখেছেন।

ধন্যবাদ আপনাকে আমার পোস্টে পড়ার জন্য।

CategoryYes ✅ / No ❌
Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

আপনি খুব সুন্দর একটা পোস্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন 🥰

ধন্যবাদ