হ্যালো বন্ধুরা
আমি বাংলাদেশ থেকে @mahmudul20
কেমন আছেন আপনারা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
গ্রাম বাংলার অন্যতম একটি সুন্দর মুহূর্ত হলো বর্ষার সময় ঝাঁকি জাল দিয়ে জেলেদের মাছ ধরার দৃশ। প্রতিটি গ্রামে এরকম ছোট নদী-নালা খাল-বিল রয়েছে। আর বর্ষার সময় সেগুলো বৃষ্টির পানিতে ভরপুর হয়ে যায়। সেই সময় জেলেরা এবং গ্রামের সাধারণ মানুষেরা ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে থাকেন। নদী-নালা খাল-বিলে মাছ ধরা অনেক মানুষেরই একটি পেশা, আবার কিছু সংখ্যক মানুষ আছে যারা শখের বসে মাছ শিকার করে থাকেন। মূলত জেলেদের মাছ ধরা একটি পেশা কারণ তারা প্রতিনিয়ত মাছ শিকার করে সেই মাছ বিক্রি করে নিজের প্রয়োজন দূর করেন এবং সংসার চালান। আর গ্রাম অঞ্চলের মানুষেরা শুধুমাত্র নিজে খাওয়ার জন্য এবং শখের বসে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করে থাকেন। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা আমাদের প্রাচীনকালের একটি ঐতিহ্য। এই দৃশ্যগুলো শুধুমাত্র গ্রাম অঞ্চলেই বেশি দেখা যায়।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
আমাদের গ্রামের পাশে ছোট্ট একটি নালা রয়েছে, এই নালাতে শুধুমাত্র বর্ষার সময় পানি থাকে সাধারণ সময়ে জমি গুলোর মত শুকনো হয়ে যায়। এবং এই নালাতে বর্ষার সময় গ্রাম অঞ্চলের সকল মানুষ মাছ শিকার করে থাকেন। তবে আমাদের এই দিকে ঝাঁকি জালের ব্যবহার একটু বেশি। বলতে গেলে কয়েকটি বাড়ি বাদ দিয়ে প্রায় সবার বাড়িতেই একটি করে ঝাঁকি জাল রয়েছে। কারন আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে যমুনেশ্বরী নদী, তাই গ্রামের সকল মানুষ ফ্রী সময় হলে যমুনেশ্বরী নদীতে ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করতে যান। তাই আমাদের গ্রামের অধিকাংশ মানুষের বাড়িতে ঝাঁকি জাল রয়েছে।
![]() | ![]() |
---|
![]() |
---|
আপনারা ফটোগ্রাফিতে দেখতে পারতেছেন একজন ব্যক্তি ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করতেছেন। তবে এই ব্যক্তি কিন্তু প্রফেশনাল জেলে নয়। শুধুমাত্র ফ্রি সময় পেয়েছি বলে ঝাঁকি জাল নিয়ে মাছ শিকার করতে বের হয়েছেন। তেনার প্রতি সাবে দুই তিনটা করে পুটি মাছ এবং গড়াই মাছ জালে আটকা পড়ে। তবে এই ছোট নালাতে সেরকম বড় কোন মাছ পাওয়া যায় না। হঠাৎ করে ছোট ছোট চালানি মাছ জালে উঠে পড়ে। আমিও আগে এরকম ফ্রী সময় ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করতে বের হতাম। তবে আমি কোনদিনও সেরকম মাছ পাইনি। শুধুমাত্র শখ মেটানো হয়েছে।
এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো রয়েছে সেটি হল ঝাঁকি জাল দিয়ে কিন্তু সব ধরনের মানুষ মাছ শিকার করতে পারেন না। এমনিতে সাধারণ জাল দিয়ে তো মাছ ধরা খুবই সহজ তবে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে হলে প্রথমে জাল ফেলানো শিখতে হয়। আর ঝাঁকি জাল সঠিক ভাবে ফেলানো খুবই কঠিন। তবে কিছুদিন ট্রাই করলে এমনিতেই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা সম্ভব, তবে শর্ত হলো আপনাকে অবশ্যই ঝাঁকি জাল ফেলানো শিখতে হবে। যাদের নিজস্ব পুকুর রয়েছে তারা কিন্তু ঝাঁকি জাল ফেলাতে পারে। কারণ পুকুরে বেশিরভাগ সময়ে ঝাকি জাল দিয়ে মাছ ধরা হয়।
এই ঝাঁকি জাল গুলো দুই ধরনের কিনতে পাওয়া যায়। ১/ মেশিনের তৈরি ঝাঁকি জাল। ২/ হাতে তৈরি করা ঝাঁকি জাল। মূলত মেশিনের তৈরি ঝাঁকি জালের থেকে হাতে তৈরি ঝাঁকি জালের দাম বেশি। এছাড়াও হাতে তৈরি ঝাঁকি জাল অনেক মজবুত হয়ে থাকে। তাই মেশিনের তৈরি ঝাঁকি জালের থেকে হাতে তৈরি করা ঝাঁকি জাল কিনা বেশি উত্তম। যদিও একটু দাম বেশি নেয় তবে সেটা কোন ব্যাপার না। কারণ ভালো জিনিস কিনতে হলে একটু দাম দিয়ে কিনতে হয়। প্রিয় বন্ধুরা এই ছিল আমার ঝাঁকি জাল দিয়ে মাছ শিকার করা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমার আলোচনায় কোন ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
বিষয় | ঐতিহ্যবাহী ঝাঁকি জাল |
---|---|
ক্যামেরা মডেল | Realme C55 |
ফটোগ্রাফার | @mahmudul20 |
লোকেশন | কিশোরগঞ্জ নীলফামারীর |
❤️-আল্লাহ হাফেজ-❤️
❤️-আল্লাহ হাফেজ-❤️
Best Regards:-
@mahmudul20
গ্রামের বেশিরভাগ বাড়িতেই ঝাঁকি জাল রয়েছে। গ্রামে বাড়িতে কমবেশি সবার ই ছোট্ট একটি পুকুর রয়েছে সেই পুকুরে নিজেরাই মাছ চাষ করে আর সেই মাছ তোলার জন্য ব্যবহার করা হয় ঝাঁকি জাল। কিন্তু দুঃখের বিষয় হলো আমি এই জাল চালাতে জানিনা একবার চালাতে গিয়ে পুকুরে পড়ে গিয়েছিলাম তখন থেকে আর কখনো হাতে নেই এই জাল। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপনার ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুইটার লিংক:-
https://twitter.com/mahmudul20m/status/1700339086849089542?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঝাঁকি জাল সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপনি। আসলেই আপনি ঠিক বলেছেন যে বর্ষার মৌসুমে মাছ ধরা অনুভূতি অন্যরকম এবং এই জাল দিয়ে অনেক বড় বড় মাছ ও পাওয়া যায়। এবং আপনি যেটিকে ঝাঁকি জাল বলতেছেন আমাদের এই দিকে এই জালকে হাত জাল বলা হয়। কারণটা হলো এই জাল হাত দিয়ে ফিকমেরে ফেলানো হয় এরপর ধীরে ধীরে টেনে উপরে উঠানো হয় এবং ভিতরে দেখা হয় মাছ আটকেছে কিনা। এবং আমিও মাঝে মাঝে এই জাল ব্যবহার করার চেষ্টা করি কিন্তু হয় না কারণ এটার কৌশলটি অন্যরকম যে কেউ সহজে এই জাল ব্যবহার করে মাছ ধরতে পারবেনা। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝেই উপস্থাপন করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা মারছি ভাতে বাঙালি, মাছ আমাদের প্রধান খাবার। মাছ ছাড়া বাঙালি ভাত খেতেই পারে না। ঝাঁকি জাল হচ্ছে মাছ ধরার অন্যতম একটা মাধ্যম। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার অভিজ্ঞতা আমার রয়েছে, আমি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পারি। গ্রামের বাড়িতে আমাদের ঝাঁকি জাল রয়েছে, গ্রামে গেলেই পুকুর থেকে অথবা নদী থেকে মাছ ধরার জন্য ঝাঁকি জাল নিয়ে বেরিয়ে পরি। তবে এই ঝাঁকি জাল দিয়ে সবাই মাছ ধরতে পারে না, এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে হলে প্রথমে জাল ফেলা শিখতে হয়। তারপর জাল নিয়ে মাছ ধরতে যাওয়া হয়। তবে আমি ছোট সময় থেকেই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পারি। আমাদের দেশে বর্ষাকালে বেশি মাছ পাওয়া যায়। বলা চলে বর্ষাকাল মাছ ধরার সুবর্ণ সময়। এই সময় অনেকেই মাছ ধরতে যায়। তবে গ্রাম গঞ্জের প্রায় সবাই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পারে। বর্ষাকালে দলে দলে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে দেখা যায় গ্রাম অঞ্চলের নদীতে বা বিলে। আপনি সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই,সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন, আপনার মাছ ধরার দৃশ্য দেখে মাছ ধরতে ইচ্ছে করতেছে। গ্রামে থাকলে এখনই মাছ ধরতে চলে যেতাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঝাঁকি জাল নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন। ঝাঁকি জাল আমাদের বাসাও আছে। পুকুরে মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও গ্রামের প্রায় অনেকের বাসায় এই ঝাঁকি জাল দেখতে পাওয়া যায়৷ অনেকে নদীতে কিংবা খাল-বিলে মাছ ধরার কাজে ঝাঁকি জাল ব্যবহার করে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। ঝাঁকি জাল কে আমাদের এলাকায় ভরি যার বলা হয়। এই জাল দিয়ে বিভিন্ন ধরনের জলাশয়ের মাছ ধরা যায়। বর্তমানে বাজারে এক একটি ঝাঁকি জালের দাম আড়াই থেকে তিন হাজার টাকা করে। তবে আমার বাবা বাড়িতেই এই জাল বুনতে পারেন। যাকে জাল দিয়ে মাছ ধরা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্ষার সময় এরকম প্রতিটি গ্রামে ঝাঁকি জাল দিয়ে মাছ মারার দৃশ্য উপভোগ করা যায়। কারণ প্রতিটি গ্রামে ঝাঁকি জাল অবশ্যই রয়েছে। কারণ গ্রাম অঞ্চলের মানুষরা পুকুর থেকে মাছ তোলার জন্য ঝাকি জাল ব্যবহার করেন। এই নালাতে ঝাঁকি জাল দিয়ে আমিও মাছ ধরেছি। তবে আপনি ঠিকই বলেছেন ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে হলে প্রথমত ঝাঁকি জাল ফেলানো শিখতে হয়। আপনার পোস্টেট ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। এছাড়াও ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঝাঁকি জাল নিয়ে আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মধ্যে শেয়ার করেছেন।আমাদের এলাকায় এটিকে পাক জালও বলা হয়। মূলত পুকুর বা নদীতে এই ধরনের জাল দিয়ে মাছ ধরা হয়। আমাদের বাড়িতে এমন দুইটি পাক জল রয়েছে। এই জালগুলো দিয়েই আমরা আমাদের পুকুর থেকে মাছ তুলি। এই ধরনের জালে মূলত বড় বড় মাছগুলো উঠে। ছোট মাছ এই ধরনের জলে খুবই কম ওঠে। তবে এই জালটি নিক্ষেপ করার একটি বিশেষ কায়দা রয়েছে। অনেকেই সঠিকভাবে জাল নিক্ষেপ করতে পারেন না। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য অনেক সুন্দর লাগতেছে ভাই। গ্রামের আশেপাশে এমন ডোবা এবং নালা গুলোতে বর্ষা কালে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে দেখতে পাওয়া যায়। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে আমারও অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন ভাই। জেলদের এই পেশা মাছ ধরা আর মাছ বিক্রি করেই তাদের পরিবার চলে তাই বর্ষাকাল জেলেদের জিন্য অনেক ভালো সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমত আমি বলতে চাই ভাই আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা গ্রাম বাংলার একটি ঐতিহ্য বিশেষ করে যারা জেলে তারা এসব জাল দিয়ে মাছ ধরে বেড়ায়। এছাড়াও গ্রামের পুকুর গুলোতে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয়।মাঝে মাঝে জাল দিয়ে মাছ ধরা হয় আমারও।দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঝাকি জাল দিয়ে মাছ ধরা নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। বর্ষাকালে গ্রামাঞ্চলে ঝাকি দিয়ে মাছ ধরার দৃশ্য খুব বেশী দেখা যায়। এইসময় মানুষ নদীতে ও বিভিন্ন ধরনের ডোবাতে এই ঝাকি জাল দিয়ে মাছ ধরে। ছোটবেলা থেকেই আমি নদীতে মাছ ধরার দৃশ্য দেখে আসছি। চমৎকার সব ফটোগ্রাফি করেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য বেশ সুন্দর। তবে গ্রামঞ্চলে এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য প্রতিনিয়ত দেখা যায়।এছাড়াও বর্ষাকাল আসলে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা দেখা যায় নদীতে। ঝাঁকি জালের মূল্য ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। আমি ও পুকুরে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit