আমার এলাকার একটি পদ্মবিল ||steemCreated with Sketch.

in hive-131369 •  last year 

আমার বাসা থেকে ১ কিলোমিটার দুরেই রয়েছে একটি পদ্মবিল। একটি ফাকা স্থানে বেশ বড় জায়গা মিলে ফুটেছে এই ফুল গুলো। পদ্মফুল প্রায় সারাবছর পাওয়া যায়। তবে বর্ষাকালে সবথেকে বেশি ফুটে পদ্মফুল। প্রিয় মানুষ মানুষকে খুশি করা থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে এই ফুলটি। গতকাল দুপুরে বিল্পব ভাই আমার কাছে আসলে আমরা একটি পদ্মবিল ভ্রমণ করতে যাই। আমার অবশ্য প্রকৃতি অনেক বেশি ভালো লাগে যার কারনে বিল্পব ভাইয়া বলার সাথেই আমি রাজি হয়ে যাই। বিল্পব ভাই বেশ কিছু অফুটন্ত পদ্মফুল বাসায় নিয়ে যায়।



ফুল যে প্রকৃতির সৌন্দর্য আপনারা পদ্মবিল গুলো না দেখলে বুঝতেই পারবেন না। আমি যে পদ্মবিলে গিয়েছিলাম সেখানের বিলে এখনো ফুল গুলো ফুটেনি। কিছুদিনের মধ্যেই ফুল গুলো ফুটা শুরু করবে। ফুল ফুটা শুরু করলেই এখানে অনেক দূর থেকে মানুষ ছবি তোলার জন্য আসে আবার অনেক পাখি এসেও স্থান নেয় এই বিলটিতে। এর আগে এর এই বিলে একটি নৌকা ছিলো কিন্তু বর্তমানে তা আর নেই। এই বিলে শাপলা ফুল অনেক কম হয়। পদ্মফুল সবথেকে বেশি হয়ে থাকে এই বিলে।



বর্তমানে পূজার কারনে অনেকেই এই বিল থেকে পদ্মফুল গুলো সংগ্রহ করতেছে। যার কারনে বিলের মধ্যে থাকা ফুল গুলো ছাড়া কাছের ফুল গুলো তেমন থাকে না। এই বিলটিতে প্রচুর পরিমানে জোঁক রয়েছে। অনেকেই এই ভয়ে নেমে ফুল তোলে না। বিলটিতে আমি বেশ কয়েকবার মাছ ধরেছিলাম। আমি দুপুর ১ টায় সময় গিয়েছিলাম প্রচন্ড রোদের কারনে হয়ত আজকে জোঁক বাহির হয়নি। আমাদের এইলাকার এই বিলটির নাম হলো সড়েয়ার ডাঙ্গা বিল। এইখানে আসার জন্য ভালো রাস্তা রয়েছে।


IMG_20230914_131136.jpg

IMG_20230914_131432.jpg

দুপুরে আকাশ অনেক মেঘলা ছিলো। যার কারনে আকাশের ছবি সুন্দর হয়েছে। বিলটি অনেক বড় হওয়ার কারনে পাড় থেকে আমি তেমন সুন্দর ছবি তুলতে পারিনি। আমি আপনাদের বলতে চাই কারো যদি মন খারাপ থাকে তাহলে এই পদ্মবিল দেখার জন্য আমার এলাকায় চলে আসিয়েন। আমি পদ্মবিল ঘুরে দেখাবো। আজকে অবশ্য আমাকে অনেকেই বলেছে এই পদ্মবিল দেখার জন্য আসবে। পদ্ম ফুল ঝড়ে গেলে একপ্রকার ফল পাওয়া যায়। এই ফল গুলো দিয়ে খৈ ভাজা হয়ে থাকে। এক কথায় বলা যায় এই ফুলটির অনেক গুন এবং কাজ রয়েছে। এই ফুল গুলো ফুটতে শুরু করলেই বিলটিতে ২০-২৫ রকমের পাখি দেখতে পাওয়া যাবে।



Device:-Readme note 10 pro
Location:- HWP5+W8X চৌপথী বাজার

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফিতে আপনার এলাকার এই বিলটি দেখে মনে হচ্ছে অনেক বড়।বাংলাদেশে আগে অনেক বিলে এরকম ফুল ফুটতো বিশেষ করে পদ্মফুল, শাপলা ফুল আরো অনেক ফুলই। কিন্তু বর্তমানে সেসব বিল ধ্বংসের পথে।এছাড়াও বিলগুলোতে নৌকা থাকতো কিন্তু এখন আর তেমন দেখা যায় না যেমনটি আপনাদের এই বিলের কাহিনী পড়ে বুঝলাম।যাইহোক পুজোর সময় এখন তাই পদ্মফুলের চাহিদা একটু বেশি।দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই শুভকামনা রইল আপনার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার বাসা থেকে এক কিলোমিটার দূরে এই সড়েয়ার ডাঙ্গা বিলে তো অনেক সুন্দর পদ্মফুল হয়েছে। এরকম পদ্ম বিলে ঘুরতে গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। ফুল আমাদের সবারই অনেক পছন্দের একটি জিনিস। তবে আমাদের এলাকায় এরকম কোন পদ্মবিল আছে বলে আমার জানা নেই। হ্যাঁ হয়তো দুপুরে গেছেন বলেই জোঁক ছিল না। অন্যথায় এরকম পদ্মবিল গুলোতে অনেক জোঁক হয়। অসাধারণ ফটোগ্রাফি করেছেন। অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ 😊।

☺️😳

পদ্মফুল সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। আসলে আপনি ঠিক বলেছেন এগুলো সারা বছরেই পাওয়া যায় কিন্তু বর্ষার মৌসুমে একটু বেশি দেখা যায় এবং এই ফুলগুলো আসলে অনেকেরই পছন্দ। কারণ ফুলগুলো দেখতে অনেক সুন্দর এবং যে কাউ দেখলে প্রথমবারের মতো ভালো লেগে যাবে। এবং বিলের মধ্যে সবচেয়ে বেশি এগুলো দেখা যায় আমাদের এই দিকেও একটি বিল রয়েছে এখানেও এরকম পদ্মফুল অনেক ফুটে থাকে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাই।

পদ্ম ফুল দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই, অনেকদিন পর পদ্মফুল দেখতে পেলাম। গ্রাম গঞ্জের সৌন্দর্য হচ্ছে বিলের পদ্মফুল। আমাদের বাড়ির পাশে বিল ছিলো। বর্ষাকালে পদ্মফুল বেশি ফুটতো। বর্ষা মাসে পানি বেশি থাকতো, তাই বিলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। আমি নৌকা নিয়ে যেতাম পদ্মফুল তুলতে। আপনার পোষ্টের মাধ্যমে সেই স্মৃতি মনে পড়ে গেলো। দারুন ফটোগ্রাফি করেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাই।

এই বিলটির সৌন্দর্য অসাধারণ এবং মনোমুগ্ধকর। আমি এখানে যেতে পেরে বেশ আনন্দ উপভোগ করেছি। নুর আমিনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জায়গায় আমাকে নিয়ে যাওয়ার জন্য। এখানে গিয়ে আমি একসাথে অনেকগুলো কাজ করতে পেরেছি আমি এখানে গিয়ে ছবি তুলতে পেরেছি এবং সুন্দর একটি পরিবেশ উপভোগ করতে পেরেছি এবং কিছু ফুল আমি বাসায় নিয়ে আসতে পেরেছি। এই ফুলগুলো আমাদের পূজায় কাজে লাগে এই ফুলগুলো প্রতি বছর আমাদের অনেক টাকা দিয়ে কিনে নিতে হয়। কিন্তু এ বছর আমি আগেই নিয়ে রাখলাম যার ফলে আমাদের আর টাকা দিয়ে ফুলগুলো কিনে নিতে হবে না। আমরা প্রতিবছর পাঁচশত টাকা দিয়ে এই ফুলগুলো বাহির থেকে কিনে নিয়ে আসি। যা আমাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে যেত। তবে এ বছর আমি নিয়ে যাওয়াতে সেই টাকা আমাদের লাগবে না। এখানকার পরিবেশ এতটাই সুন্দর যে এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। বিকেলবেলা এখানে আরো বেশি ভালো লাগবে।

সুন্দর মন্তব্য করেছেন।

আমাদের গ্রামের পাশের গ্রামে এই রকম একটি বিল রয়েছে যেখানে সিজন সময় এত পরিমাণ ফুল ফোটে দেখতে অসাধারণ লাগে চারপাশ থেকে। মাঝে মাঝে আমরা বন্ধুরা মিলে ঘুরতে যেতাম সেই বিলে। ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে ধন্যবাদ আপনাকে

  ·  last year (edited)

আপনি পদ্মবিল নিয়ে অনেক সুন্দর লিখেছেন।পদ্মবিলের সৌন্দর্য এতোটাই যে যতই তাকিয়ে থাকি মন ভরে না।আমাদের এলাকাতেও এমন পদ্মবিল আছে তবে নামিনি কখনো জোঁকের ভয়ে।দেখতে অনেক সুন্দর লাগে কাছে থেকে বা দূর থেকে।পদ্ম ফুল থেকে এক প্রকার ফল পাওয়া যায় তা জানতামনা।আপনার পোস্ট পড়ে জানতে পেলাম।আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম।আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

পদ্মাবিল এবং পদ্ম ফুল সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন ভাইয়া। বর্ষার মৌসুমে এই পদ্ম ফুল গুলো বেশি পাওয়া যায়। পদ্মা ফুল গুলো দেখতেও খুবই সুন্দর। বিশেষ করে আপনার পদ্ম ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ হয়েছে। দেখি ভাইয়া যদি কখনো মন খারাপ হয় তাহলে আপনার পদ্মাবিলে অবশ্যই যাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

যখন পদ্মার কলি থেকে হালকা করে পদ্ম বের হয় তখন সেটার পরিবেশ দেখতে অনেক সুন্দর লাগে। তবে আপনি ভাই অনেক সুন্দর ভাবে পদ্ম ফুল এর জায়গা গেছিলা আবার সেখানে অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করে সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

পদ্দ ফুল আমার পছন্দের একটি ফুল। পদ্দ ফুল সারাবছরই দেখা যায়। তবে বর্ষাকালে পদ্দ ফুল বেশি ফোঠে।এই পদ্দবিল দেখার জন্য আপনাদের এলাকায় যেতে হবে ভাই। কারন কাছে থেকে এই পদ্দবিল দেখলে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। পদ্দ ফুল তোলার জন্য বিপ্লব ভাইকে পাঠায় দিছেন মামু।

পদ্মবিল সম্পর্কে দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। সাথে রৌদ্রজ্জ্বল সব ফটোগ্রাফি প্রসংশার দাবিদার। বাড়ির কাছেই এইরকম পদ্মবিল আছে গার্লফ্রেন্ডকে নিয়েই তো সেখানে ঘুরতে যেতে পারেন। যখন ফুলগুলো ফুটবে আর ২০-২৫ রকমের পাখি আসবে তখন জায়গাটা অসম্ভব সুন্দর দেখা যাবে।

এই পদ্ম বিলটি কোথায়? আপনার তোলা প্রথম পদ্মফুলটি আমার কাছে বেশ ভাল লেগেছে। পদ্মফুল সাধারণত সারাবছর পাওয়া যায়। কিন্তু বর্ষাকাল আসলে এই পদ্মফুল নতুন রুপে সাজে সজ্জিত হয়। আমাদের পুকুরে আগে পদ্মফুল ফুটতো কিন্তু এখন আর নেই। পদ্মবিলে বিপ্লব ভাই কি করে। ওনি তো ফুল তোলার কাজে নিয়োজিত।পদ্মবিল নিয়ে অনেক সুন্দর লিখেছেন।