আজকে আলোচনা করব আমার ছেলের পিজ্জা খাওয়া ও মেলায় যাওয়া নিয়ে।

in hive-131369 •  last year 

20221224_184345.jpg
20221224_184349.jpg
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভাল আছো। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।আমার ছেলের বয়স পাঁচ বছর ওর নাম হচ্ছে আরাফ।ও একেক সময় একেকটা বায়না ধরে। আজকে ওর বায়নাটা হল বাবা পিজ্জা খাব আমাদের আশেপাশে পিজ্জা পাওয়া যায় না তাই ওকে বিকেল বেলা নিয়ে গেলাম আমাদের জেলা শহর লালমনিরহাটে পিজ্জা খাওয়ার জন্য এর আগেও সেই পিজ্জা খেয়েছে সাগাইবাড়ি রেস্টুরেন্টে তাই আজকেও বললো বাবা চলো সাগাইবাড়িতে পিজ্জা খাব। কি আর করার চলে গেলাম সবাইবাড়ি রেস্টুরেন্টে ।ছেলে আমার নিজেই ওয়েটারকে বললো আমি পিজ্জা খাব ওয়েটার ছেলেকে বলল তোমাকে কত বড় পিজ্জা দেবো। ছেলে বলল আমাকে বড় পিজ্জাটা দাও।ওয়েটার বলল ঠিক আছে। পিজ্জা নিয়ে আসতে দেরি হচ্ছে ছেলে বিরক্ত হয়ে বলল বাবা আর কতক্ষণ লাগবে। ইতিমধ্যে ওয়েটার পিজ্জা নিয়ে হাজির ছেলে ওয়েটারকে ধন্যবাদ দিল খাওয়া শুরু করলো পিজ্জা।
20221224_184412.jpg
খেতে খেতে বলতেসে বাবা পিজ্জাটা অনেক টেস্টি। আমিও বললাম বাবা তুমি একাই পিজ্জা খাচ্ছ মামনির জন্য কিছু নিবেনা ।ছেলে বললো বাবা বাসা যাওয়ার সময় মামনির জন্যও একটা পিজ্জা নিয়ে যাবো। ছেলে আমাকে বলতেসে বাবা তুমি খাবনা আমি বললাম তুমি খাও আমি পিজ্জা খেতে পারিনা। ছেলে বললো বাবা একটু খেয়ে দেখো পিজ্জা অনেক টেস্টি আমি বললাম বাবা আমি খাবোনা তুমি তাড়াতাড়ি খেয়েনেও রাত হয়ে যাচ্ছে বাসায় যেতে হবে দেরি হলে মামনি রাগকরবে। ছেলে পিজ্জা খাওয়া সেস করে বলতেছে বাবা চলোনা একটু মেলায় যাই। আমাদের লালমনিরহাটে একটা ছোটো মেলা সবসময় থাকে। আমি বললাম না বাবা আরেকদিন আসবো রাত হয়ে গেছে মামনি বাসায় একই আছে দেরি করলে অনেক রাগ করবে।ছেলে আর কোনো কোথায় শুনেনা সে মেলায় যাবে। ছেলেকে নিয়ে গেলাম মেলায় সে মেলার চার পাশে ঘুরে আর বলে বাবা এটা নিবো ওটা নিবো ছেলের বায়নার আর সেস নাই মেলায় এটা ওটা নিতে রাত ১০ টা বেজে গেছে।
20220312_184551.jpg
20220312_184644.jpg তাড়াতাড়ি মেলা থেকে বের হয়ে আটো উঠে বাসার দিকে রওনা হলাম বাসায় আসতে ১১ টা বেজে গেলো। আরাফ ওর মামিনিকে বললো আজকে বাবা সহ অনেক মজা করলাম।অমনি বাবা ছেলে দুই জনেই খেলাম বকা বলা সুরু করলো এতোটুকু ছেলেকে নিয়ে এতো রাত মানুষ বাহিরে থাকে আরো ইত্যাদি ইত্যাদি বললো।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ৫ বছরের ছেলে আরাফ হয়তো অনেক দুষ্ট। আসলে এটাই ওদের বয়স দুষ্টুমি ও বিভিন্ন ধরনের আবদার করার। আপনি আপনার ছেলের সাথে কাটানো সময়টা আমাদের সাথে সুন্দর ভাবে গুছিয়ে শেয়ার করেছেন। আশা করি, আপনার ছেলের সাথে এভাবে আরো অনেক ভালো সময় আপনি কাটাবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ

আপনার ছেলেটি খুবই কিউট। আর এটাও বাস্তব কিউট বাচ্চারা অনেক দুষ্ট হয়ে থাকে। পিজ্জা অনেক বাচ্চারেই পছন্দের খাবার। আর মেলায় গেলে বাচ্চারা বায়না ধরবে এটাই স্বাভাবিক। আমিও ছোট বেলায় মেলায় গেলে নানান ধরনের বায়না ধরতাম। যাইহোক মেলায় অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে মুহূর্তের কিছু অংশ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পিজ্জা আমারও অনেক পছন্দের খাবার।আমাদের বাসায় প্রায় পিজ্জা বানায় আমার বড় বোন এবং ভাবি।আপনার ছেলে রেস্টুরেন্টের ওয়েটারের সাথে অনেক সুন্দর করে খাবার অরডার করেছে।৫ বছর অনুযায়ী আপনার ছেলে অনেক চালাক ও বিনয়ী।সাথে বাবা মা কে চিন্তাও অনেক করে।বাচ্চাদের নিয়ে মায়েরা একটুতেই দুশ্চিন্তা করে তাই দেরি হওয়াতে কিছুটা বকেছে।আপনার পোস্টের উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে।শুভ কামনা রইলো।ধন্যবাদ আপনাকে।

আমার ছেলে বেশ কিউট আছে ভাই। পিজ্জা আমারও বেশ ভালো লাগে।সাগাইবাড়ি যে ভালো মানের পিজ্জা বানায় তা দেখে বুঝতে পারতেছি। ছোট ছেলেদের বায়না গুলো অনেক ছোট ছোট হয় ভাইয়া। মেলায় ঘুরতে যাওয়ার বায়না ভালই ছিলো কারন সেখানে ছোটদের জন্য অনেক খেলনা দেখতে পাওয়া যায়।

image.png