আধুনিক পদ্ধতির মাধ্যমে এখন ট্রাক্টর দিয়ে জমি চাষ । steemCreated with Sketch.

in hive-131369 •  last year 

বৃহস্পতিবার,
তারিখঃ ১৪ সেপ্টেম্বর ২০২৩

আসসালামু আলাইকুম,

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির সকল ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরমকরুনাময় আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। "স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটিতে আজ আমি ট্রাক্টর দিয়ে চাষ পদ্ধতিশ নিয়ে পোস্ট উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে।

আধুনিক পদ্ধতিতে জমি চাষ করার কিছু চিত্র ধারণ।
mine.PNGআগের যুগে জমি চাষ পদ্ধতিঃmine.PNG

আগেরকার যুগে সাধারণ গরু বা মহিষ দিয়ে জমি চাষ করা হতো। লাঙ্গল দিয়ে জমি চাষ এটা ঐতিহ্যবাহীর মধ্যে পড়ে। আগের যুগের লোকের চিন্তাভাবনা তেমন উন্নত ছিল না। কিন্তু দিনে দিনে সময় ও কালের বিবর্তন সব কিছু বদলে যাচ্ছে। আগে যে হাল দিয়ে জমি চাষ করা হতো সেগুলো এখন বিলুপ্ত প্রায়। খুবই কম দেখা যায় এই হাল /লাঙ্গল দিয়ে জমি চাষ। তবে লাঙ্গল দিয়ে জমি চাষ করার ফলে মাটির উর্বরশক্তি বৃদ্ধি পায়। মাটির গুনগত মান সঠিক থাকে। এরপর জমি চাষ করার জন্য বাহির হলো পাওয়ার টিলার। এই যান্ত্রিক পণ্যটি ২৫-২৬ বছর আগে আমাদের দেশে আনা হয়। তখন এই পাওয়ার টিলার গ্রামে ২-১ টা লক্ষ্য করা যেত। পরে ধীরে ধীরে এর বিস্তার লাভ করতে থাকে। পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা শুরু হয়। পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে অনেক জমি চাষ,করা যায়। আমাদের গ্রামে সেসময় আমার বাবা সর্বপ্রথম পাওয়ার টিলার ক্রয় করে নিয়ে আসেন। এই পাওয়ার টিলার ডিজেল তেল দ্বারা পরিচালিত হয়।

mine.PNGট্রাক্টর দিয়ে জমি চাষঃmine.PNG

বর্তমানে বিজ্ঞানীরা নতুন নতুন জিনিসপত্র আবিষ্কার করছে। যতই দিন যাচ্ছে ততই আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তি দেখতে পাচ্ছি। আর এই বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার হচ্ছে এটা অনেক। এখন কিভাবে অল্প সময়ে জমি চাষ করা হয় সেটাও আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। পাওয়ার টিলারের পর অল্প সময়ে জমি চাষ করতে এখন ট্রাক্টরের ব্যবহার লক্ষ্য যায়। এটি ডিজেল তেল দ্বারা পরিচালিত। সব জায়গায়,এখন ট্রাক্টর দিয়ে জমি চাষ করা চাষ করা হয়। আমাদের এদিকে ও ট্রাক্টর জমি চাষ করা হয়। তবে আমরা আবার নিজেদের পাওয়ার টিলার জমি চাষ করি। ট্রাক্টর দিয়ে জমি অল্প সময়ে অনেক জমি চাষ করা হয়। ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে যেমন উপকার আছে তেমনি ক্ষতিকর। জমি সমান হয় না উঁচু নিচু হয়ে থাকে। ট্রাক্টর দিয়ে রাতেও জমি চাষ করা হয়। ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে বেশি টাকার ও প্রয়োজন হয় না। আমাদের এদিকে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে ১বিঘাতে ১০০০-১২০০ টাকা নিয়ে থাকে।

IMG-20230728-WA0024.jpg

IMG-20230728-WA0023.jpg

IMG-20230728-WA0027.jpg

আমার লেখায় কোন প্রকার ভুল-ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

ফোনের বিবরণঃ
ক্যামেরাওয়ান প্লাস
পোস্টের ধরণট্রাক্টর দিয়ে জমি চাষ।
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@md-sajalislam
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।


3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদান্তে,
@md-sajalislam

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের মানুষের জীবন জীবিকা নির্ভর করে অধিকাংশ কৃষির উপর। আগের যুগে কৃষি জমি চাষ করার জন্য গরু এর মাধ্যমে লাঙ্গল দিয়ে চাষ করা হতো। বর্তমান যুগে এখন ট্রাক্টর ব্যবহার করা হয়। আধুনিকতার ছোঁয়া বদলে দিয়েছে অনেক কিছু। এটি একটি সহজ মাধ্যম, অল্প খরচে অধিক জমি চাষ করা যায়। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই ।

ধন্যবাদ।

হাল চাষের মাধ্যমে জমি চাষ এখন তেমন দেখাই যায় না আধুনিক এই ট্রাক্টর গুলো বের হওয়ার কারণে খুব কম সময়ে অনেকগুলো জমি চাষ করা যায়। তাছাড়া এগুলো দিয়ে জমি চাষ করার কারণে জমির মাটি অনেকটা মসৃণ হয়ে যায় যেমনটা হাল দিয়ে চাষ করলে হয় না। দ্রুতগতির এই ট্রাক্টরগুলো দিয়ে খুব অল্প সময়ে এবং অল্প টাকায় অনেকগুলো জমি চাষ করা যায়। অনেক সুন্দর লিখেছেন আর ফটোগ্রাফি গুলো বেশ ভালো হয়েছে ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ।

আপনি বেশ একটি কাজের যন্ত্র নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। এই ট্রাক্টর দিয়ে জমি চাষ এখন সবাই করে থাকেন। ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে জমি চাষ ভালো হয় এবং জমির উর্বরতা বেড়ে যায়। আগে গরুর হাল বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হতো যা সময় সাপেক্ষ ছিল। অনেক সময় ধরে জমি চাষ করে তারপরও জমিতে ধান লাগানো হতো এবং অনেক টাকা লেগে যেত এবং ধান লাগাতে অনেক দেরি হতো। কিন্তু এই ট্রাক্টর গুলো যখন মাঠে জমি চাষ করে তখন খুব দ্রুত অনেক জমি চাষ করা যায় এবং চাষ খুব ভালোভাবে করা যায়। এই ট্রাক্টর গুলোর দাম অনেক। এখন এগুলোর দাম প্রায় ২২ থেকে ২৩ লাখ টাকা কিন্তু আগে এগুলোর দাম কম ছিল। এগুলোর ব্যবহার এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। মানুষ এখন এগুলো ছাড়া জমি চাষ করে নিচ্ছে না কারণ এগুলো দিয়ে চাষ বেশ ভালো হয়। আগের পাওয়ার টিলার দিয়ে চাষ তেমন একটা ভালো হয় না গরুর হাল তো এখন দেখাই যায় না। আমি প্রতিবছর আমার জমিতে এই ট্রাক্টর গুলো লাগিয়ে দেই এবং জমি ভালো করে চাষ করে নেই। আমাদের এদিকে সবাই মোটামুটি এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে নেয়। কারণ এগুলো খুব দ্রুত জমি চাষ করে দেয় এবং অনেক ভালোভাবে চাষ করে দেয়। তাই সবাই এগুলো এখন জমিতে ব্যবহার করে। আপনি বেশ চমৎকার একটি যন্ত্র আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ।

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

চমৎকার একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। বর্তমানে কৃষি কাজের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের এদিকেও ট্রাক্টর দিয়ে জমি হাল চাষের জন্য এক হাজার থেকে বারোশো টাকা নেয়া হয়। পাওয়ার টিলার এর ব্যবহারও বর্তমানে প্রায় নেই বললেই চলে। আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ।

আগেকার সময়ে দেখা যেত গরুর হাল দিয়ে জমি চাষ করা হতো। কিন্তু বর্তমান সময়ে কালের বিবর্তন হারিয়ে যেতে বসছে গরুর হাল। এর আদলে আধুনিকতার ছোঁয়ায় চলে এসেছে ট্রাক্টর। এই ট্রাক্টেরর মাধ্যমে অল্প সময়ে জমি চাষ করে থাকে। এতে করে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে।

ধন্যবাদ।

আগে তো লাঙ্গল দিয়ে জমি চাষ হইতো। তবে যত দিন যাইতেছে ততও সবকিছু উন্নতি হইতেছে। ঠিক তেমনি এ আগে লাঙ্গল দিয়ে গরুর পিছনে হেঁটে করতো কিন্তু এখন মেশিন এট মাধ্যমে ট্রাক্টর দিয়ে সেটা চালিয়ে নিতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া বিষয়টি তুলে ধরার জন্য।

ধন্যবাদ।

আধুনিক পদ্ধতিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ নিয়ে চমৎকার একটা পোস্ট উপস্থাপন করেছেন ভাই। আগে লাঙল দিয়ে জমি চাষ করা হতো যেখানে লেগে যেতো অনেক বেশী সময়। এখন ট্রাক্টর এর মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যেই অনেকগুলো জমি চাষ করা যায়। এখন গ্রামের মানুষও ট্রাক্টর দিয়ে জমি চাষ করে। আমাদের এই দিকেও বিঘা প্রতি ১০০০-১২০০ টাকা নিয়ে থাকে।

ধন্যবাদ।

আধুনিক পদ্ধতিতে জমি চাষ নিয়ে অনেক সুন্দর করে বিস্তারিত লিখেছেন।ঠিকই বলেছেন আগের মানুষ সাধারণ গরু বা মহিষ দিয়ে জমি চাষ করতো।আগে যে হাল দিয়ে জমি চাষ করতো তা বিলুপ্ত প্রায়।আপনার পোস্ট পড়ে অনেক অজানা কথা জানতে পেলাম।ঠিকই বলেছেন বর্তমানে বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করছে।ফলে জমিতে কাজ করা মানুষের পরিশ্রম অনেকটা কমে যাচ্ছে।আপনাদের পাওয়ার টিলার কিনার কথাও আমাদের সাথে শেয়ার করেছেন।সব জায়গায় এখন ট্রাক্টর দিয়ে জমি চাষ করে থাকে।আপনি সুন্দর করে জমির চাষে টাকার হিসাব উল্লেখ করেছেন।আপনার পোস্টের উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে।ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ।

আগে সাধারণত লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো। তখন কৃষকদের অনেক সময় লাগতো যার কারণে অনেক সময় অপচয় হতো এবং অনেক কষ্টসাধ্য ছিল সেই কাজগুলো।তবে বর্তমানে বড় বড় ট্রাক্টর হওয়ার কারণে এখন জমি চাষ করা অনেক সহজ হয়ে গিয়েছে। কম সময়ে ও খুব সহজেই অনেকগুলো জমি চাষ করা হচ্ছে। দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই শুভকামনা রইল আপনার জন্য।