প্রতিযোগিতার মূল বিষয়ঃ মাছের তৈরি রেসিপি

in hive-131369 •  2 years ago 
রোজ মঙ্গলবার

১৮-০৪-২০২৩

আসসালামু আলাইকুম
সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালো আছি। সবার প্রিয় কমিউনিটি কতৃক আয়োজিত মজাদার মাছের রেসেপি প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা চলুন দেরী না করে শুরু করা যাক:-------

IMG_20230418_154516.jpg

মাছ রান্নার উপকরণ ও পরিমান :--

উপকরণপরিমান
মাছ৮০০-৯০০ গ্রাম
আদা১ টুকরা
রসুন৩ টা
পেয়াজপরিমাণ মতো
লবনপরিমাণ মতো
মসলাগুঁড়াপরিমাণ মতো
জিরা১ চামচ
তেলপরিমাণ মতো
ধাপ:-০১

IMG_20230418_140511.jpg

প্রথমে আমরা মাছটাকে ভালোভাবে আঁশ মুক্ত করে নিবো। তারপর মাছটাকে সুন্দর ভাবে পরিস্কার করে পিচ পিচ করে কেঁটে নিবো।
ধাপ:-০২

IMG_20230418_140607.jpg

আদা, রশুন, মরিচ, পেয়াজ সুন্দরভাবে কুচি কুচি করে কেঁটে নিবো। তারপর সেগুলোকে ভালোভাবে মিহি করে বেটে নিবো
ধাপ:-০৩

IMG_20230418_140713.jpg

পরিমান মতো মাছে হলুদ দিতে হবে। বেশি হলুদ ব্যবহার করলে তরকারির সাধ নষ্ট হয়ে যাবে।
ধাপ:-০৪

IMG_20230418_140919.jpg

যেহেতু দুইটা ছোট মাছ সে অনুযায়ী দেড় চামচ গরম মসলার গুঁড়া দিতে হবে। গরম মসলা সাধারণত তরকারির সাধ বাড়ায় এবং আমাদের খাওয়ার রুচি বাড়ায়।
ধাপ:-০৫

IMG_20230418_140953.jpg

পরিমান মতো লবন দিতে হবে যাতে করে লবন বেশি না হয়। তরকারি হওয়ার আগে লবন চেকে নিবো, লমন কম বেশি হলে আবারো লবন দিয়ে নিবো।
ধাপ:-০৬

IMG_20230418_141102.jpg

পরিমান মতো আমরা মাছের উপর তেল দিয়ে নিবো। তেল বেশি দিলেও সমস্যা কম দিলেও সমস্যা। তাই কম দেওয়ায় ভালো পরে আবার তেল যোগ করাও যাবে।
ধাপ:-০৭

IMG20230418123122.jpg

এবারে আদা রশুন মরিচ পেয়াজ বাটা গুলো মাছের উপর দিবো। আবারো পুনরায় মেখে নিয়ে পানি ঢেলে দিবো।
ধাপ:-০৮

IMG_20230418_141250.jpg

তারপর চুলায় আগুন দিয়ে ১০-১৫ মিনিট সিদ্ধ করে নিতে হবে।
ধাপ:-০৯
১৫-২০ মিনিট যাওয়ার পর লবন, ঝাল, হলুদ চেক করে নিবো। সব যদি পরিমান মতো থাকে তাহলে চুলা থেকে মাছের কড়াই নামিয়ে নিবো।
আমার মতে

IMG20230418150641.jpg

ডিভাইসরিয়ালমি ছি১৫
ফটোগ্রাফার@mdparvaj
ঠিকানাপার্বতীপুর
আমরা মাছে ভাতে বাঙালী। আমাদের দেশের হাওর-বাওড়, নদী-নালা, খাল-বিল,পুকুর-ডোবায় চাহিদা মতো মাছ সংগ্রহ করতে পারতাম। আজ থেকে ১৫-২০ বছর আগে কমবেশি সারাবছর পানি থাকতো। এখন জলবায়ু পরিবর্তনের গরমের সময় বৃষ্টিপাত হয়না যার কারনে আমারা মাছে ভাতে বাঙালী মাছ ক্রয় করে খাইতে হয়। এখন বাংলাদেশের যা অবস্থা মাছে ভাতে বাঙালী বলতেও লজ্জাবোধ করি। আমার কাছে বাঙালি মানে আলু ভাতে বাঙালী।
তো বন্ধরা এই ছিলো আমার আজকের প্রতিযোতিতা মূলক পোস্ট। সকলের সুস্বাস্থ এবং মঙ্গল কামনা করি সবাই ভালো থাকবেন।

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আকতার, আমার স্টিমিট ইউজার আইডির নাম @mdparvaj. আমি পড়ালেখার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলায় পার্বতীপুর থানায় জমিরহাট তোকেয়াপাড়ায় বসবাস করি। আমি খেলাধুলা এবং ভ্রমণ করতে অনেক ভালোবাসি।


Vote for @bangla.witness

Steemit thank you card.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মাছ আমার অনেক পছন্দের একটি খাবার। আমি মাছ খেতে খুব ভালোবাসি। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।বলতে গেলে অসাধারণ হয়েছে ভাই।সুন্দর একটি পোস্ট করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই

Loading...

মাছ আমার খুবই পছন্দের একটা খাবার, মাছ খেতে আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর রান্না করেন মাছ রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ এতো সুন্দর রেসিপি শেয়ার করার জন্য ভাই

ধন্যবাদ ভাই

বাহ চমৎকার লাগল আপনার পোস্ট। তবে রান্না দেখে খেতে ইচ্ছে করছে ভাই। 😀।
আপনার পোস্ট কোয়ালিটি খুব ভালো লাগল। তবে সাজানো গোছানো উপস্থাপন দেখে ভালোই লাগতেছে। 💞

ধন্যবাদ ভাই

মাছ আমাদের প্রিয় একটি খাবার। আমরা সবাই কম বেশি মাছ পছন্দ করি। আর আপনি দারুণ ভাবে মাছের রেসিপি শেয়ার করেছেন। সেটা দেখে তো লোভ লেগে গেলো। সুন্দর রান্না করেছেন আপনি।

  • পোস্ট এ একটু মার্কডাউন ব্যবহার করুন তাহলে পোস্ট এর কোয়ালিটি অনেক বৃদ্ধি পাবে। ধন্যবাদ

ঠিক আছে ভাই

আপনি বেশ চমৎকার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। মাছ মানে বাঙালি আমরা মাছ খেতে সবাই পছন্দ করি। আমাদের দেশে অনেক ধরনের মাছ পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে প্রতি টি ধাপ আমাদের কাছে তুলে ধরার জন্য।

ধন্যবাদ ভাই

ওয়াও আপনি তো খুব সুন্দর রেসিপি তৈরি করতে পারেন। মাছ আমার খুব পছন্দ। আমাদের বাসায় মাঝে মাঝে মাছ রান্না হয়।আপনি প্রতিটি ধাপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপাস্থপনা করেছেন। অনেক ধন্যবাদ ভাই

ধন্যবাদ ভাই

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটিতে মাছের রেসিপি প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করেছে আপনিও খুব সুন্দর ভাবে মাছের রেসিপি উপস্থাপন করেছেন।মাছ খেতে আমাদের উপর সবাইকে ভালো লাগে।শুভকামনা রইল ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

ধন্যবাদ ভাই

আপনার মাছের রেসিপিটি অসাধারণ হয়েছে ভাইয়া। রেসিপি দেখে মনে হচ্ছে আপনি বেশ ভালোই রান্না করতে পারেন। রান্নার প্রতিটি ধাপ ও আপনি সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপু