সমুদ্রের তীরে মালবাহী ট্রলারের চিত্রা অঙ্কন

in hive-131369 •  2 years ago  (edited)


হ্যালো

আমার প্রিয় বন্ধুরা

আমি @mdparvaj 🇧🇩 বাংলাদেশ থেকে

আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহতালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি আমার অঙ্কন করা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হল:--মালবাহী ট্রলার

তাহলে চলুন চিত্রঅঙ্কনের ধাপগুলো জেনে নেয়া যাক:---------------------

IMG20230324103800.jpg

আর্ট@mdparvaj
ডিভাইসrealme c15

🎨উপকরণ🎨

IMG20230324093343.jpg

উপকরনপরিমান
পেন্সিল2B HB
স্কেল১টি
কলম১টি
রাবার১টি
কাটার১টি

🚢ধাপ:০১🚢

সবার প্রথমে আমরা সাদা পেজটিতে একটা লম্বা লাইন টেনে নিবো। সমান্তরাল লাইনটির উপরে আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড় এবং একটি অর্ধবৃত্ত সূর্য অঙ্কন করে নিব।

🚢ধাপ:০২🚢

IMG20230324094514.jpg

তারপর ট্রলারের সামনের অংশ কাঠের স্তম্ভটি অঙ্কন করে নিব। কাঠের স্তম্ভটিতে মোট তিনটি লাইন টেনে নিতে হবে এবং উপরে একটি চতুর্ভুজ তিনটির উপরে বসিয়ে দিতে হবে।

🚢ধাপ:০৩🚢

IMG20230324095929.jpg

এবার আমরা ট্রলারের বডির অংশ সুন্দরভাবে অঙ্কন করে নিব এবং সেই বডিতে পেন্সিল দিয়ে এমন ভাবে দাগ টানবো তা দেখে যদি মনে হয় কাঠের তক্তা দিয়ে ট্রলারটি বানানো হয়েছে।

🚢ধাপ:০৪🚢

IMG20230324101913.jpg

ট্রলারের বডি অংকন করার পর বডির ওপরে সুন্দর একটি ছাউনি এবং কালো ধোয়া নিহত হওয়ার জন্য একটি পাইপ অঙ্কন করতে হবে। কালো কালো ধোয়া নিগত পাইপটিতে উপরে ধোঁয়া অঙ্কন করে দিতে হবে।

🚢ধাপ:০৫🚢

IMG20230324102704.jpg

ট্রলারের উপরে বেশ কয়েকটি উড়ন্ত পাখি অঙ্কন করে দিতে হবে। ট্রলারের উপর কয়েকটি পাখি অঙ্কন করে দিয়ে বেশ সুন্দর দেখা যাচ্ছে।

🚢ধাপ:০৬🚢

IMG20230324103909.jpg

সর্বশেষে ট্রলারের চারপাশে সুন্দরভাবে পেন্সিল দিয়ে ঘষে ঘষে কালার করতে হবে যাতে করে চিত্রাংকনটি দেখতে অনেক সুন্দর দেখায়। ট্রলারের পিছনে পলিথিন মোড়ানো মালামাল গুলোতেও পেন্সিল দিয়ে ঘষে কালার করতে হবে। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড় এবং সমুদ্রের বালিতে পেন্সিল দিয়ে ঘষে দিতে হবে। সর্বশেষে চিত্রাঙ্কনটি ফুটে উঠবে এবং দেখতে সুন্দর দেখা যাবে।

IMG20230324104222.jpg

বন্ধুরা এই ছিল আমার আজকের সামুদ্রিক ট্রলারের চিত্রাংকন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকালে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি সকলে ভালো থাকবেন।

🙏সবাইকে ধন্যবাদ🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিয়ানের সুন্দর আর্ট করেন আপনার আর্টের প্রশংসা করতেই হয়।আমি অনেক সুন্দর হয়ে প্রতিটি ধাপে ধাপে আর্ট করার বিষয়টি তুলে ধরেছেন । আপনার আর্ট জীবন্ত মনে হইতেছে। আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

আপনাকেও ধন্যবাদ

বাহ্ চমৎকার আর্ট করেন আপনি। অনেক সুন্দর হয়েছে আপনার আর্ট, আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভ কামনা রইলো

আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনি অনেক সুন্দর চিত্র অঙ্কন করেছেন। অঙ্কন করতে আমার ও অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনি সত্যি অসাধারণ সুন্দর অংকন করতে পারেন। আপনার অংকন দেখে আমার মন জুড়ে গিয়েছে। এবং অংকন নিয়ে খুব ভাল কিছুই আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

Loading...

সমুদ্রের তীরে মালবাহী ট্রলার আঁকানোর কনসেপ্টটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। সমুদ্রের তীরে অসংখ্য মালবাহী ট্রলার দেখা যায় যারা বিভিন্ন ধরনের বাণিজ্যিক উদ্দেশ্যে সমুদ্রের তীরে অবস্থান করে। আপনি সমুদ্রে কিছু গাঙচিলের ছবি এঁকেছেন যা আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ

আপনি তো অনেক সুন্দর ভাবে চিত্র আর্ট করতে পারেন, আপনার আর্ট দেখে খুব ভালো লাগলো, আমিও মাঝে মাঝে বসে থাকলে বিভিন্ন ধরনের চিত্র আর্ট করি।তবে একটা বিষয় কি যানেন ভাই যারা ছবি বা কোনো চিত্র আর্ট করতে পারে তারা কিন্তু সব সময় আর্ট নিয়ে পরে থাকে মনে তাদের জন্য এটা একটা পেশা।আপনি কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারেন আপনি প্রতিটা ধাপ সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই আপনাকে

নদীর বা সমুদ্রের তীরের মালবাহী জাহাজের চিত্র আপনি অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। ছবি অংকন এর প্রতিটি ধাপ পূর্ণাঙ্গরূপে উপস্থাপন করেছেন। ছবিগুলো ধাপে ধাপে সেট করেছেন। এতো সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

ধন্যবাদ আপু

সমুদ্র তীরে মালবাহী ট্রলারের ছবিটি খুব সুন্দর এঁকেছেন ভাইয়া।আমার খুব ভালো লেগেছে আপনার আকাঁ ট্রলারের ছবিটি। প্রতিটি ধাপ ও আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

সমুদ্রের তীরে মালবাহী ট্রলারের চিত্রা অঙ্কন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আপনি কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারেন। আপনি প্রতিটা ধাপ সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। অসাধারণ হয়েছে পোস্টি।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

বাহ খুব সুন্দর অঙ্কন করেছেন ভাই।দেখে খুব ভালো লাগলো ট্রলারের চিত্রটি খুব সুন্দর হয়েছে আপনার বেশ ভালই অঙ্কন করেছেন মোটামুটি। খুব সুন্দর পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।