প্রতিযোগিতার ১৩তম সপ্তাহ -01-05-2023 মুসলিম মসজিদ

in hive-131369 •  2 years ago  (edited)

প্রয়ি বন্ধুরা Steem For Tradition সবাইকে স্বাগতম
আমি মো: সুমন
আজ সোমবার দিন, আমি আপনাদের সবার মাঝে প্রতিযোগিতায় আংশ গ্রহন করেছি। আর Steem For Tradition কে আমি ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর প্রতিযোগিতায় আমাদের মাঝে আয়োজন করার জন্য।

WhatsApp Image 2023-05-01 at 12.05.17 PM.jpeg

WhatsApp Image 2023-05-01 at 12.05.18 PM.jpeg

এই মুসলিম মসজিদটির নাম হাজী উমর শাহ জামে মসজিদ, স্থান: বটতলা বাজার বরিশাল সদর, বাংলাদেশ।
এই মসজিদটি স্থাপনা হয়েছে আনুমানিক 70 থেকে 65 বছর যাহা ধারনা করা যায় 1953 সনে নির্ম্মান করা হয়েছে। বর্তমানে মসজিদটি পূর্ন নিম্মান করা হয়েছে, সংস্কার করে নতুনের মতো করে তুলেছে। মসজিদটি চারেদিকে রং করা ও দরজা জানালা নতুন করে পরিবর্তন করা হয়েছে। মসজিদটি এখনও ব্যবহার করলেও বর্তমানে ঝুকি পূর্ন মসজিদটির দ্বিতীয় তলার ছাদ ফাটল ধরেছে তবুও শতশত মানুষ এখানে নামাজ পড়ে কিন্তু এ বিষয় গুরুত্ব ভাবে কেউ পদক্ষেপ নেয়নি। আমিও এই মসজিদে নামাজ পড়তাম কিন্তু যখনই এ বিসয় জানতে পারি তখন থেকে আর এই মসজিদে যাওয়া বা নামাজ পড়া হয় না। মসজিদ এর সাথে একটি মাদ্রারাসা আছে সেখানে অনেক ছাত্র আছে তারা সবাই কোরআন শিক্ষা অর্জন করে আর এই মাদ্রাসার অনেক সুনাম আছে এখানে অনেক ভাল ভাবে কোরআন শিক্ষা করানো হয়।

WhatsApp Image 2023-05-01 at 12.02.12 PM.jpeg

মসজিদটির নিম্মানের সঠিক বছর বলতে পারলাম না আমি আমার বয়েসের সাথে তুলনা করে বলেছি তবে আমি যা বলেছি তার চেয়ে আরও বেশি বছর হবে এটা আমাদের শহর বা এলাকার প্রথম মসজিদ আমার জানামতে। এই মসজিদে ইমাম অনেক ভাল ভাবে নামাজ পড়ান সে ইসলামের অনেক সুন্দর ভাবে দাওয়াত দেন তার নামাজ পড়ানো ও কোরআন পাঠ করা আমার কাছে অনেক ভাল লাগে আমি পছন্দ বোধ করি।

WhatsApp Image 2023-05-01 at 12.02.10 PM (1).jpeg

এই মসজিদটি অনেক সুনাম রয়েছে, এখানে অনেক দূর থেকে বিভিন্ন মহল্লা ও এলাকা থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসেন। কিন্তু বর্তমানে মসজিদটি নতুন করে সংস্কার করা দরকার অনেক মানুষ নামাজ পড়েন। যে কোন সময় দূর্ঘটনা হতে পারে অনেক পুড়ানো মসজিদ আর রাস্তার পাশে থাকার জন্য বিভিন্ন বড় বড় যানবাহন চলাচল করে তখন মসজিদটি র ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। এটা একটা ঝুকিপূর্ন মসজিদ এখানকার কারও এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করেনি। তবুও এখানের মানুষ আল্লাহ ভিরু আল্লাহর উপর ভরসা করে নামাজ পড়ে, আমাদের বাংলাদেশের মানুষ মুসলিমরা অনেক ভাল তারা আল্লাহ ভক্ত তারা প্রতিদিন নামাজ পড়েন।

এখানে মসজিদে অনেক ভাল ভাবে ইসলামের দাওয়াত দেওয়া হয় যাতে সকল মানুষ অপকর্ম বা খারাপ কাজ থেকে সবাই বিরত থাকে আর আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে বিরত থাকে। আমি মনে করি এই মসজিদটি নতুন করে সংস্কার করা প্রয়োজন কিন্তু অনেক টাকা দরকার তাই হয় তোবা মসজিদটি সংস্কার করা হচ্ছে না।

তবুও এখানকার মুসল্লিরা কোন ভয় না করে নিরভয় ভাবে প্রদিতিদিন নামাজ পড়তেছেন। এটাই মানুষের আল্লাহর উপর আস্থা যে মৃত্যু আল্লাহর হাতে সৃষ্টিকর্তা চাইলে যে কোন সময় আমার মৃত্যু হতে পারে আমাদের মধ্যে মানুষের কতো না আত্ববিশ্বাস কারও এই বিষয় নিয়ে কোন মাথাব্যাথা নেই যে আমি এই ঝুকি পূর্ন মসজিদে নামাজ পড়তেছি এতে আমাদের যে কোন সময় একটি দূঘটনা হতে পারে। মসজিদের দু'পাশে বড় রাস্তা এখান থেকে সব রকমের গাড়ি যানবাহন চলাচল করে তখন একটু কর্ম্পন হয় তাই আমার কাছে এটা একটি ঝুকি পূর্ন মসজিদ মনে করি।

আমার দু'জন বন্ধুকে আমন্ত্রন জানালাম! ধন্যবাদ সবাইকে
@vaibhav.k21
@dorothy213

বন্ধুরা অনেক ব্যস্থতার মাঝে প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছি যদি কোন লেখায় ভুল থাকে আমাকে ক্ষমা করবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মসজিদটা দেখতে অনেক সুন্দর। ঠিকই বলেছেন দুটি রাস্তার মাঝখানের মসজিদ একটু ঝুঁকির মধ্যেই থাকে কারণ এখানে যেকোনো সময় এক্সিডেন্ট হতে পারে। ধন্যবাদ ভাইয়া পুরনো এই মসজিদটা নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

mdparvaj (57) প্রিয় বন্ধু আপনাকে স্বাগতম, আমি নতুন আসা করি এর পরে তেমন ভুল হবে না, ক্ষমা করবেন।

সমস্যা নাই ভাইয়া

  ·  2 years ago (edited)

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটিতে আপনাকে স্বাগতম। কমিউনিটির সকল নিয়ম-কানুন মেনে চলার চেষ্টা করবেন। পোস্টে মার্কডাউন ব্যবহার করেন নি।পোস্টে মার্কডাউন ব্যবহার করলে পোস্ট কোয়ালিটি ভাল হবে।আশা করি কমিউনিটিতে নিয়ম-কানুন মেনে চলবেন।আপনার জন্য শুভকামনা রইলো ধন্যবাদ ভাই।

rahul989 (68) প্রিয় বন্ধু আপনাকে স্বাগতম, আমি নতুন আসা করি এর পরে তেমন ভুল হবে না, ক্ষমা করবেন।

কপিরাইট মুক্ত পোস্ট করার চেষ্টা করবেন। কপিরাইট পোস্ট আমাদের কমিউনিটিতে গ্রহনযোগ্য হবে না। আশা করি আপনি আমাদের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করবেন। 💞

rahul989 (68) শুভেচ্ছা আপনাকে
আমি এ্গুরুপে যোগ দিয়ে অনেক আনন্দীত আপনাদের সহযোগিতা আশা প্রকাশ করছি।

অনেক পুরাতন একটি মসজিদ নিয়ে আপনি লিখেছেন। পুরাতন স্থাপনা গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনার পোস্টে মার্ক ডাউনের ব্যবহার করবেন। বেশ কয়েক জায়গায় বানান ভুল আছে। কমিউনিটির নিয়ম কানুন মেনে চলেন। শুভকামনা রইল আপনার জন্য

selimreza1 (68) প্রিয় বন্ধু আপনাকে স্বাগতম, আমি নতুন আসা করি এর পরে তেমন ভুল হবে না, ক্ষমা করবেন।

Loading...

মসজিদটি দেখতে অনেক সুন্দর। অনেক আগের পূরানত মসজিদ নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে মসজিদটি আসলেই অনেক ঝুঁকিতে রয়েছে। আপনার তোলা ছবিগুলো সম্পূর্ণভাবে মসজিদকে ফোকাস করতে পারে নি। আর মার্কডাউন ব্যবহার করুন পোস্টটি দেখতে আরো সুন্দর লাগবে।ধন্যবাদ

মুসলিম মসজিদ নিয়ে অসাধারণ একটা পোস্ট উপস্থাপন করছেন, আমি এই মসজিদ কখনো দেখি নাই, দেখে মনে হচ্ছে অনেক সুন্দর মসজিদ, আপনি মুসলিম মসজিদের অনেক সুন্দর সুন্দর বিষয় উপস্থাপন করেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।

মুসলিম মসজিদ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই মসজিদটি বরিশালে অবস্থিত। তবে এই মসজিদটি আমি নিজ চোখে কখনো দেখেনি আপনার পোস্টের মাধ্যমে আজকে প্রথম দেখলাম। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

মসজিদ মুসলমানদের জন্য ইবাদত করা উত্তম স্থান। আপনি একটি পুরাতন মসজিদ সম্পর্কে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। বরিশালের এই মসজিদটি দেখে আমার অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই, শুভকামনা রইল ।

মসজিদটি দেখে বোঝা যাচ্ছে অনেক পুরনো।আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলোর মাধ্যমে জানতে পারলাম মসজিদের অনেক ঐতিহ্য রয়েছে।খুব সুন্দর লাগতেছে মসজিদ আপনার ফটোগ্রাফি গুলোতে ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

আমাদের কমিউনিটির কিছু নিয়মাবলিঃ-

  • সপ্তাহে ৩-৪ দিন পোস্ট করতে হবে।
  • প্রতিদিনের সকল পোস্ট এ কমপক্ষে ৫-৭ টি কমেন্ট করতে হবে।
  • আমাদের সাপ্তাহিক হ্যাংগ আউট এ উপস্থিত থাকতে হবে। (বুধবার রাত ৮ টার সময়)
  • আমাদের ডিস্কোর্ড সার্ভার এ এড হতে হবে এবং নিয়মিত একটিভ থাকতে হবে। ডিস্কোর্ড লিংক
  • আমাদের কমিউনিটি একাউন্ট @sft-devt.acc ৬% বেনিফিসিয়ার দিতে হবে।