গ্রামের ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব

in hive-131369 •  2 years ago  (edited)
জাল দিয়ে মাছ ধরা

গ্রামের ঐতিহ্যবাহী একটি পেশা হলো মাছ ধরা। গ্রামে ছোটো ছোটো পুকুর গুলোতে স্থানীয় জেলেরা মাছ ধরেন। আমাদের গ্রামে আমাদের বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধারার দৃশ্য। আমাদের গ্রাম বাংলায় এখনো এই দৃশ্য দেখা যায়। গ্রাম গুলোতে বর্ষা করলে মাছ ধরার ধুম পরে।

কসময় খাল-বিল, পুকুর-ডোবা আর ক্ষেত-খলা শুকিয়ে এলে থালা-বাটি দিয়ে চলে সামান্য পানি সেচের কাজ। আর পুকুর-ডোবার পানি সেচা হয় পাম্প মেশিন দিয়ে।কিছু কিছু গভির পুকুর ও নালা গুলোতে বর্ষার পরে মাছ ধরা হয়। এরপর চলে মাছ ধরার উৎসব। রীতিমতো আনন্দ উল্লাস করে লোকজন পুকুর-ডোবা, খাল-বিলের শূন্য পানির কাদার ভেতরে হাত ঢুকিয়ে তুলে আনে একের পর এক মাছ। সেচ দেয়া পুকুরে চাষ করা মাছের পাশাপাশি পাওয়া যায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ। আর ডোবায় মেলে শোল, টাকি, পুঁটি, খলসে, , মাগুর, শিং, ট্যাংরাসহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ।

.

বর্তমানে বিদেশি প্রজাতির মাছের পালনের ফলে দেশি মাছ গুলো বিলুপ্তর পথে। আমাদের গ্রাম অঞ্চলের পূর্ব পুরুষরা যে ভাবে মাছ ধরত, সেই রিতি এখন আর নেই। তবে কিছু কিছু গ্রামে মাছধরার উৎসব এখনো দেখা যায়। আমাদের গ্রামের একটা পুকুরে প্রতি বছর এই উৎসব পালিত হয়।

এক সময় গ্রাম বাংলায় বর্ষা শেষে নিচু জমি খাল-বিলে পানি সেচে মাছ ধরা হতো। মাছ ধরার সে দৃশ্য সচরাচর এখন আর চোখে পড়ে না। দিন দিন হারিয়ে যাচ্ছে এসব উৎসব। ভাদ্র মাসের তীব্র গরম আর রোদের তেজে নদ-নদীর পানি কমে যাবার সাথে সাথে শুকিয়ে যেতে থাকে ডুবে থাকা ক্ষেতখলা। পানি শুকিয়ে গেলেও এসব স্থানে আটকা পড়ে নানা দেশীয় মাছ। আর সে সময় কাদা পানিতে নেমে হাত দিয়ে মাছ শিকার করত গ্রামের মানুষ।

বর্তমানে মাছ ধরার প্রথা আগের মতো দেখা যায় না। কিছু কিছু গ্রাম এই ঐতিহ্য এখনো ধরে রেখেছে। বর্তমানে জেলে সম্প্রদায় গুলো নদী ও সাগরে মাছ ধরে জীবন যাপন করেন। তবে গ্রামের ঐতিহ্যবাহী রিতি গুলো আজ প্রায় বিলুপ্ত, আধুনিকতার ছোয়ায় আজ জেলেরাও আধুনিক হচ্ছে, তারা তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছে, তারা তাদের আদি পেশা থেকে অবসরে যাচ্ছে। এ ভাবেই হয়তো হারিয়ে যাবে আমাদের এই আতীত ঐতিহ্যটি।


Vote for @bangla.witness

ধন্যবাদ
@naeem0

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রীতিমতো আনন্দ উল্লাস করে লোকজন পুকুর-ডোবা, খাল-বিলের শূন্য পানির কাদার ভেতরে হাত ঢুকিয়ে তুলে আনে একের পর এক মাছ।

তাহলে সবাই বেশ আনন্দের সহিত মাছ ধরেছেন। ছোটবেলায় আমাদের এলাকার এক পুকুরে এভাবে মাছ ধরেছিলাম। এরপর আর এভাবে মাছ ধরা হয়নি। সবাই মিলে মাছ ধরার প্রচুর আনন্দ।

বর্তমানে বিদেশি প্রজাতির মাছের পালনের ফলে দেশি মাছ গুলো বিলুপ্তর পথে

দেশি মাছগুলো বিদেশি মাছের তুলনায় বেশি সুস্বাদু। তাই দেশি মাছ পালনে আগ্রহী হতে হবে।

ধন্যবাদ ভাই

খুব সুন্দর একটা বিষয়। তবে অনেকজন মাছ ধরতেছে 🤭
ভালোই লাগল আপনার পোস্ট দেখে। চেষ্টা করবেন আরো ভালো করার এবং বেশি করে লেখার এবং মার্কডাউন ব্যবহার করার। ধন্যবাদ ভাই

ধন্যবাদ।

জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা । আমি পারি জাল দিয়ে মাছ ধরতে। এখনো বাড়িতে গেলে নদী থেকে মাছ ধরি। অনেক সুন্দর লিখছেন। ধন্যবাদ ভাই

Thanks

Thanks

গ্রামের ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব আমাদের গ্রামেও হয়। আমাদের গ্রামে একটি সরকারি পুকুর রয়েছে এখানে সবাই একসঙ্গে মাছ ধরে। সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

মাছ ধরার দৃশ্য দেখতে বেশ চমৎকার লাগছে।ছবি গুলো বেশ চমৎকার তুলেছেন। মাছ ধরতে আমার বেশ ভালো লাগে। পুকুরে জাল দিয়ে মাছ ধরা মজা লাগে আমার। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

গ্রামে এমন ভাবে মাছ ধরার মজাই আলাদা। আমাদের পুকুরে যখন পানি কম হয়ে যায় তখন সবাই মিলে এই ভাবে মাছ ধরি। দেশি মাছের মজাই আলাদা।

ধন্যবাদ ভাই

পুকুরে মাছ ধরা দেখতে খুব ভালো লাগে, আমাদের গ্রামের পার্শে একটা পুকুর আছে ঐ পুকুরে মাছ ধরলে সবাই এক সঙ্গে মাছ ধরে, আর মাছ ধরার দৃশ্য গুলো দেখতে খুব ভালো লাগে আপনি অনেক সুন্দর একটা পোস্ট করেছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই

সুন্দর একটা বিষয় নিয়ে উপস্থাপন করেছেন। গ্রামের পুকুরগুলোতে যখন কীটনাশক ব্যবহারের ফলে মাছ প্রায় মরে যাচ্ছে এই সময় কম বেশি সবাই তাদের নিজ নিজ জাল নিয়ে আসে মাছ ধরে। আপনি ভালো লিখেছেন।আপনার জন্য শুভকামনা রইল ।আশা করি আগামীতে আরো ভালো কিছু করবেন ।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই

বাড়িতে গেলে প্রায় এরকম মাছ ধরি নিজের পুকুরে।চাচ্চুর সঙ্গে চলে যায় পুকুরে মাছ ধরার জন্য।সত্যি কথা বলতে আমার নিজের মাছ ধরতে খুব বেশ ভালই লাগে।ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

কয়েক মাস আগে এভাবে একটি বিলে মাছ ধরার উৎসবে গিয়েছিলাম। অনেক মজা হয় সেখানে। আমি কয়েকটি মাছ ধরতে পেরেছিলাম কিন্তু শিং মাছের কাঁটা পায়ে বিধে গিয়েছিল। সেটা অনেক যন্ত্রণার। ভালো লিখেছেন। শুভকামনা রইল

ধন্যবাদ।