🌸🍂শিমুল ফুলের সৌন্দর্য। 🥰

in hive-131369 •  last year 

আসসালামু আলাইকুম


IMG_20230414_235504.jpg

সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি। বেশ অনেকদিন যাবত আমি এই প্লাটফর্মের সঙ্গে যুক্ত হতে পারি নাই। এডমিশনের পড়াশুনা এবং পাশাপাশি নিজের ফ্যামিলিগত কিছু কারণবশত প্লাটফর্মের সঙ্গে বেশ মাসখানেক যাবত দূরে ছিলাম। আজকে আমি আপনাদের সামনে আমার বাড়ির পাশের একটি শিমুল ফুলের গাছের ফুল নিয়ে পোস্ট শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

IMG-20230414-WA0003.jpgIMG-20230414-WA0006.jpg

বাংলাদেশের অধিকাংশ স্থানে গাছ পালাতে ভরপুর। গ্রামের মানুষ বেশিরভাগ কৃষি কাজের উপর নির্ভরশীল। কৃষি কাজের উপরে নির্ভর করে তাদের জীবন যাত্রার মান। সুতরাং তারা যেরকম কিছুই কাজে আমাদের এই সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেরকমভাবেই গাছপালা আমাদেরকে আমাদের প্রয়োজনীয় খাদ্য দিয়ে সাহায্য করতেছে।

আমাদের গ্রামে বেশ কিছু সুন্দর সুন্দর গাছপালা এবং ফুল রয়েছে তবে সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। গ্রামে পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে এবং নদীর পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ফলের বাগান সেগুলোর মধ্যে লিচু বাগান এবং আমবাগান অন্যতম। তবে আমাদের গ্রামের সবকিছুর মধ্যে গাছটি আমার বেশ ভালো লেগেছে।

IMG-20230414-WA0007.jpg

IMG-20230414-WA0005.jpgIMG-20230414-WA0004.jpg

শিমুল গাছটি বেশ সুন্দর দেখতে। তবে ফটোগ্রাফিতে গাছটিকে আরো সুন্দর লাগতেছিল। তবে সবথেকে মজার ব্যাপার হলো দিনের বেলা ফটোগ্রাফি করলে একটা বিষয়ে আমি লক্ষ্য করলাম। সেটি হল রোদের আলোয় ফটোগ্রাফি গুলো যেমন সুন্দর হচ্ছিল তেমনি শিমুল ফুলের সৌন্দর্য হাজার গুণ বৃদ্ধি হচ্ছিল।

এই ছিল আজকের আমার। পোস্ট সবাইকে ধন্যবাদ জানাই আমার পোস্টটি পাওয়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বসন্ত মানেই শিমুল ফুলের সমাহার। বসন্তের সময় শিমুল ফুল বেশি দেখা যায়। শিমুলের তুলা বেশ আরামদায়ক বিশেষ করে বালিশ তৈরিতে। আপনি শিমুল ফুলের অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আপনার পোস্টটি অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ

Feedback / Observation

শিমুল ফুলের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। দেখতে সম্পূর্ণ লাল রঙ এর। তবে শিমুল গাছের মূল আর্কষণ হলো দূর থেকে দেখা যায় এবং যখন এই শিমুল ফুল ফোটে তখন গাছে কোনও পাতা দেখা যায় না শুধু ফুল আর ফুল। দারুণ ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ ❤️❤️❤️

IMG-20230413-WA0003.jpg

বসন্ত আগমনের বার্তা হল শিমুল ফুল। শিমুল ফুল টুকটুকে লাল রঙের।এই ফুলের সৌন্দর্য প্রশংসা করার মতো।আবার এই ফুল থেকে নরম ও তুলতুলে তুলা হয়।আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

শিমুল ফুল নিয়ে অনেক সুন্দর হয়েছে পোস্ট। এই শিমুল ফুলগুলো দেখতে অনেক সুন্দর। শিমুল ফুলের গাছ দিন দিন হারিয়ে যাচ্ছে এই গ্রামঅঞ্চল থেকে। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।অসাধারণ হয়েছে পোস্ট। ধন্যবাদ ভাই।

শিমুল ফুলের সৌন্দর্য নিয়ে দারুন ফটোগ্রাফি করছেন ভাই, শিমুল ফুল দেখতে খুব সুন্দর লাগে, শিমুল ফুলের রং লাল টুকটুকে,আপনি দারুণ ফটোগ্রাফি পোস্ট উপস্থাপন করেছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।

শিমুলফুল নিয়ে খুবই সুন্দর একটি পোস্ট করেছেন আপনি। সবচেয়ে চমৎকার লেগেছে যে শিমুল ফুলগুলো এখনো ফোটেনি সেগুলোর। দীর্ঘদিন পর এই ফুলের কলিটি আমি আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে ভাইয়া।