জীবন মহল পার্ক ও কমিউনিটি সেন্টারে একদিন

in hive-131369 •  2 years ago 
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করব। আপনারা অনেকে জীবন মহলের নাম শুনে থাকবেন। এটি মূলত একটি পার্ক।আজকে আমি এই জীবনমহল পার্ক সম্পর্কে লিখব । চলুন শুরু করি,

GridArt_20230405_145642181.jpg

'GridArt' এর মাধ্যমে তৈরি


জীবন মহল পার্কটি শুধু পার্ক নয় এটি পার্ক এবং কমিউনিটি সেন্টার। এটি দিনাজপুর জেলার বিরল নামক জায়গায় অবস্থিত। দিনাজপুর শহরের পাশেই এই পার্ক এবং কমিউনিটি সেন্টারটি অবস্থিত । এই যে আমি জীবনমহল পার্ক ও কমিউনিটি সেন্টারের গুগল প্লাস কোড শেয়ার করছি আপনাদের সাথে JJJ7+Q8 Dinajpur। জীবন মহল আমার বাসা থেকে অল্প দূরত্বে হওয়ায় আমি বেশ কয়েকবার এই পার্কে গিয়েছি। এটি অত্যন্ত সুন্দর একটি পার্ক এবং এই পার্কটি পরিবেশবান্ধব পার্ক বলা চলে।


20191005_180101.jpg

জীবন মহলে ঢোকার কিছুদূর পরেই হাতের বাম সাইডে দেখতে পারবেন একটি ট্রেন। এটা অবশ্য সত্যিকার ট্রেন না এটি একটি খেলনা ট্রেন বা ডেমো ট্রেন। এই ট্রেনের টিকেট করে আপনি অল্প ভ্রমণ করতে পারবেন। এ ট্রেনটি পার্কের ভিতর অল্প একটি জায়গা জুড়ে চালানো হয়। অত্যন্ত রঙিন এই ট্রেনটি দেখে যে কারো ভালো লাগবে। আমি যখন ছবিটা তুলেছি তখন ট্রেনটি স্থির অবস্থায় ছিল। আপনারা ট্রেনটির ছবি দেখেই বুঝতে পারছেন এটি অত্যন্ত সুন্দর এবং রঙ্গিন একটি ট্রেন। যদিও আমি টিকিট কেটে এই ট্রেনটিতে উঠিনি।


20191005_170622.jpg

ট্রেনটি পার হয়ে অল্প কয়েক পা আগানোর পরে ডান দিকে দেখতে পারবেন একটি নৌকা। এটিকে বলা হয় দোলায়মান নৌকা । এই নৌকাতে আপনাকে টিকিট কেটে উঠতে হবে। আমরা জানি নৌকা পানিতে চলে কিন্তু এই নৌকাটি আপনাকে দোল খাওয়াবে। এই নৌকায় উঠতে আমার খুব ভয় লাগে দেখে আমি নৌকা থেকে উঠি না। আমি জীবনে মাত্র একবার এই নৌকা গুলোতে উঠেছি এবং একবার উঠার পর বেশ ভয় পেয়েছিলাম তাই আর উঠিনি।


20191005_175801.jpg

আপনি আরেকটু সামনে আগালে দেখতে পাবেন অনেক পশু পাখির ভাস্কর্য। এর মধ্যে আমি একটি ভাস্কর্যের ছবি তুলে এনেছি। যেখানে দেখা যাচ্ছে একটি গাছের ওপর বানর বসে আছে। এ ভাস করছে আরো দেখা যাচ্ছে একজন মানুষ বসে আছেন তার পাশে সাদা রঙের একটি ক্যাঙ্গারু এবং মানুষটির মাথায় ঝুলন্ত একটি বানর হাত দিয়ে রেখেছে। ছবিটিতে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন সেখানে একটি মৌচাকের আকৃতিও দেওয়া আছে।গাছের মগডালে দেখা যাচ্ছে কয়েক ধরনের পাখি যার মধ্যে বক পাখিকে আমি চিনতে পেরেছি।


20191005_171405.jpg20191005_172230.jpg

আরেকটু সামনে গিয়ে আমি কিছু মজার জিনিস দেখতে পাই। সেদিন আমার সাথে আবার ভাগিনা ছিল। সে এই আকৃতি গুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে সে কিছু ছবি তুলে। প্রথমে সে একটি দৈত্যর সামনে যায় এবং পরে সে একটি বডিবিল্ডার ডেমোর পিছনে দাঁড়িয়ে বডি বিল্ডার সাজে। সে খুব আনন্দ করে এগুলো দেখে। আমি তার ছবি তুলে রাখি। পার্কে হাটাহাটি করার সময় আমি একটি ছোট্ট বিড়ালের ছানা দেখি। বিড়াল ছাড়া ঠিক ঘাসের উপর দৌড়াদৌড়ি করছিল। আমি সামনে এগিয়ে যায় বিড়ালছানাটি ছবি তোলার জন্য।

20191005_172012.jpg

আপনারা চাইলে ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে এখানে আসতে পারেন। এই পার্কটি সপ্তাহের প্রতিদিন খোলা থাকে এবং এটি খোলার সময় হলে সকালে আটটা থেকে রাত দশটা পর্যন্ত।

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

দিনাজপুরের এই জীবনমহল পার্ক নিয়ে অনেক শুনেছি। তবে এ পার্কে যাওয়া হয়নি কখনো, আপনার পোস্টের মাধ্যমে দেখে যাওয়ার আগ্রহ বেড়ে গেল। পার্কটি দেখতে অনেক সুন্দর।অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপু । অসংখ্য ধন্যবাদ আপনাকে জীবনমহল পার্ক নিয়ে এত সুন্দর তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে।

দিনাজপুরের ভেতরে যারা একটু নিরিবিলি পরিবেশ ও আনন্দ উপভোগ করতে চাই তাদের জন্য জীবনমহল পার্ক হল অন্যতম একটি স্থান।সেখানে অনেক পর্যটক প্রায় সময় ঘুরতে যায়।জীবনমহল পার্কের বিভিন্ন রকম নান্দনিকতা মানুষের মন ছুয়ে যায়।জীবনমহল পাক সম্পর্কে খুব সুন্দর লিখেছেন আপু ফটোগ্রাফি খুব সুন্দর করেছেন ধন্যবাদ আপনাকে আরো সুন্দর একটি পোস্ট করার জন্য।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

জীবন মহল পার্ক অনেক সুন্দর। এই পার্ক শিশুদের জন্য অনেক ভালো একটি জায়গা। বড় মানুষ ও গুরতে পারে মন অনেক ভালো হয়ে যাবে। আপনার পোস্ট দেখে জানতে পারলাম অনেক কিছু। ধন্যবাদ আপনাকে আপু।পার্ক নিয়ে সুন্দর লিখেছেন।

ধন্যবাদ আপনাকেও ভাইয়া

Loading...

Congratulations! Your post has been upvoted by @steemladies (about all women's activities) Community. Let's grow together with us. Join and subscribe here👇.

Steem For Ladies

Manually curated by patjewell

IMG_20221128_163104.jpg

দিনাজপুর জেলায় থাকি কিন্তু বিরলের জীবনমহল পার্কের কথা এখনো শুনিনি। যাইহোক আপু আপনার মাধ্যমে পার্ক সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা পেলাম, আমি অবশ্যই এ পার্কে ভ্রমণ করবো। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

বলেন কি! দিনাজপুরের মত ছোট শহরে থেকেও এই পার্কটির নাম শুনেন নি! যাই হোক, ধন্যবাদ আপনাকে।

হুম আপু

দিনাজপুর জেলায় বিরলে অবস্থিত এই জিবন মহল পার্ক। জিবন মহল পার্কে দুই বার গেছিলাম। খুব সুন্দর একটা পার্ক। ছোটোদের খেলার জন্য অনেক কিছু আছে। এতো সুন্দর করে উপাস্থপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে

আমাদের দিনাজপুরের ভিতরে যে এত সুন্দর একটি পার্ক রয়েছে সেটা আমার জানা ছিল না। আপনার পোষ্টির মাধ্যমে আমি জানতে পারলাম আমাদের দিনাজপুরের ভিতর এত সুন্দর একটি মনোরম পরিবেশে এত সুন্দর একটি পার্ক রয়েছে। এই জীবন মহল পার্ক ছোট্ট শিশুদের জন্য ঘোড়া উপযোগী এবং বড় মানুষরা চাইলে সেখানে অনেকটা সময় কাটাতে পারে। মনমুগ্ধকর নিরিবিলি পরিবেশে এ পার্কটি দেখতে বেশ সুন্দর। আপনার পোস্টটি দেখে আমার আগ্রহ বেড়ে গেল একদিন ঘুরতে যাব এ পার্কটিতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য

ভাইয়া ধন্যবাদ আপনাকে।

দিনাজপুরের জীবন মহল পার্কে আমি গেছিলাম একবার। আমার কাছে বেশ ভাল লেগেছে জীবন মহল পার্কটি। এই পার্কের পরিবেশ বেশ মনোমুগ্ধকর ও নিরিবিলি পরিবেশ যে কারো গেলে মন বসবে। জীবন মহল পার্ক সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।

ধন্যবাদ আপনাকে আপু