দিনাজপুর শিশু পার্ক, বড়মাঠ, গোর-ই-শহীদ ময়দানে ভ্রমণ

in hive-131369 •  2 years ago  (edited)
আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন।আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে দিনাজপুরের বড় মাঠে অবস্থিত শিশু পার্ক নিয়ে লিখব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আমার লিখাটি। চলুন শুরু করি,

20230608_185050.jpg


পার্কে ভ্রমণ সকলের এই অত্যন্ত প্রিয় একটি কাজ। আর শিশু পার্ক হলো শিশুদের নিয়ে আনন্দ করার স্থান। আজকে তীব্র গরমে এবং বাসায় বিদ্যুৎ সরবরাহ না থাকার কারণে সবাই মিলে বড়মাঠে গিয়েছিলাম যেন সেখানার বাতাসে একটু ভালো লাগে। তাই আমরা বিকেলে সবাই মিলে বড় মাঠের শিশু পার্কে যাই। সেখানে যাওয়ার পর দেখি আমাদের মতো অনেকেই এসেছে সেখানে বেড়াতে। আমরা পার্কের ভেতরে একটি গাছের নীচে বসে গল্প করি। সেখানকার পরিবেশ আসলেই অনেক ঠান্ডা ছিল। খুবই ভালো লেগেছে আমাদের সেখানে বসে থাকতে। আমরা সময়টুকু খুব উপভোগ করেছি সবাই মিলে।

20230608_184815.jpg20230608_185124.jpg
20230608_185108.jpg20230608_185102.jpg

20230608_190446.jpg

এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় যে স্থানটি রয়েছে সেটি হল শিশুদের স্কেটিং করানোর স্থান। আমার কাছে এটি আকর্ষণীয় স্থান মনে হয় কেননা সব বাচ্চারা যখন একসাথে খেলে তখন তা দেখতে খুবই চমৎকার দেখা যায়। জায়গাটি চারপাশ থেকে তার দিয়ে সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে যেন সবাই এটি ভেতরে প্রবেশ করতে না পারে। এটির ভেতরে সবুজ রং স্কেটিং এর জন্য আলাদা করে রাস্তা বানিয়ে রাখা হয়েছে। স্কেটিং এর সুবিধার্থে এটি উঁচু-নিচু করে বানানো হয়েছে। এক পাশ দিয়ে উঁচু করে রেখে আরেক পাশ দিয়ে ঢালু করে বানানো হয়েছে। নীচে আমি এই স্থানটির একটি ছবি শেয়ার করছি।


20230608_190614.jpg20230608_190631.jpg
20230608_190639.jpg20230608_190602.jpg

এখন চলুন আপনাদের এই পার্ক সম্পর্কে আরো কিছু বিষয় জানাই। যেহেতু এটি একটি শিশু পার্ক তাই শিশুদের আনন্দ করার জন্য বিভিন্ন ধরনের খেলনা সাজানো রয়েছে। শিশু পার্কে প্রবেশ করার পরে আপনারা দেখতে পারবেন শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার সুযোগ রয়েছে। তার মাঝে উল্লেখযোগ্য হলো নাগরদোলা। এছাড়াও রয়েছে গোল গোল করে ঘুরে এমন দোলনা। রয়েছে আরো একটি নৌকা যেটির সাহায্যে একপ্রান্ত থেকে অপর প্রান্তে দোল দেওয়া হয়। আমি এই পার্কটির আরো কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ছবিগুলো ভালো লাগবে। আমি সন্ধ্যার সময় এই ছবিগুলো তুলেছি তাই এই ছবিগুলোর কালার একটু ফেইড।

20230608_190935.jpg20230608_190825.jpg
20230608_190755.jpg20230608_190743.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

ধন্যবাদান্তে,
@pea07

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
Loading...

দিনাজপুরের বড় মাঠে অবস্থিত শিশু পার্টি তো অনেক সুন্দর। এই শিশু পার্ক সম্পর্কে অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু। ফটোগ্রাফি দারুন হয়েছে। সময় পেলে একবার গুরে আসবো আপু। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট আমাদের শেয়ার করার জন্য

ধন্যবাদ

What a lovely weather . And big place for children for any sports and outdoor games. Amazing scene.

Yes dear, this place is huge. Thank you

You are most welcome dear.

সুন্দর কিছু ফটোগ্রাফার মাধ্যমে, সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর ভাবে পোস্টটি উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

অনেক বার এই জায়গায় গিয়েছিলাম। সেখানে গেলে মনটা অনেক ভালো লাগে। অনেক সুন্দর লিখেছেন আপনি এই জায়গায় সম্পর্কে। অনেক ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ

দিনাজপুর বড় মাঠে এই শিশু পার্কে আমি বেশ কয়েকদিন আগে গিয়েছিলা। পার্ক দেখতে ভালই। শিশুদের বাবা মা নিয়ে আসে এইখানে খেলার জন্য। সেখানে অবশ্য একটি নাগরদোলা আছে। বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে সেখানে। আবহাওয়াটা অনেক সুন্দর দেখা যাইতেছে আপু।

ধন্যবাদ আপনাকে

দিনাজপুরের বড় মাঠের এই পার্কটি অনেক সুন্দর। ছবি দেখে বোঝা যাচ্ছে বেশ খোলামেল।এই পাক সম্পর্কে অনেক সুন্দর বিবরণ দিয়েছেন আপু।ধন্যবাদদিনাজপুরের বড় মাঠের পার্কটি সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

দিনাজপুর বড় মাঠের এই শিশু পার্কটিতে আমি বেশ কয়েকবার গিয়েছি।পার্কটি দেখতে আসলেই অনেক সুন্দর। আপনার তোলা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনাকে ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

দিনাজপুরের এই জায়গা গুলো সবার পরিচিত একটি জায়গা । প্রতিদিন বহু লোক এখানে ঘুরতে আসেন। শুক্রবার বিকেলে বড় মাঠে মনে হয় ঈদ হয়। কারণ অনেক লোক এখানে ঘুরতে আসেন। আমরাও আগে খুবই যেতাম। অনেক ধন্যবাদ আপু।