চীনামাটির কারুকার্যে তৈরি ঐতিহাসিক মসজিদ

in hive-131369 •  2 years ago  (edited)
স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি।দিনাজপুরের পার্বতীপুর শহরে দক্ষিণ পাড়া জামে মসজিদটি সম্পূর্ণ চীনামাটি দ্বারা নির্মিত। দক্ষিণ পাড়া জামে মসজিদ নিয়ে আমার আজকের পোস্ট।

IMG_20230330_165548.jpg
চীনামাটির তৈরি মসজিদের সামনের অংশ
দক্ষিণ পাড়া জামে মসজিদ স্থাপনকালঃ

দক্ষিণ পাড়া জামে মসজিদটি সম্পূর্ণ পাথরের আর চীনামাটির দ্বারা কারুকার্য । এই মসজিদটি স্থাপিত হয় ১৯৪৩ সালে। এই মসজিদটি পার্বতীপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মনির উদ্দিন প্রামাণিক। দক্ষিণ পাড়া জামে মসজিদ তিনি প্রতিষ্ঠা করেন।এই মসজিদের সাথে একটি স্কুল রয়েছে। মসজিদের পাশেই মরহুম আলহাজ্ব মনির উদ্দিন প্রামাণিক এর কবর রয়েছে। মসজিদটি অনেক সুন্দর এবং সম্পূর্ণভাবে পাথরের তৈরি।

IMG_20230330_165441.jpgIMG_20230330_165418.jpg
মসজিদটি অবস্থানঃ

দিনাজপুরের পার্বতীপুর শহরে অবস্থিত দক্ষিণ পাড়া জামে মসজিদ। এই মসজিদটি পার্বতীপুরে শহরে রেলস্টেশনের পাশেই। এই মসজিদটি অসাধারণ চীনামাটি কারুকার্য।এই মসজিদ অনেক ধর্ম প্রান মুসলমান নামাজ পড়তে আসে। সত্যি এতো সুন্দর মসজিদ এর আগে আমি কখনো দেখি নি আমাদের পার্বতীপুর উপজেলায়। এই মসজিদের পাশেই রয়েছে একটি স্কুল। সেই স্কুলটিও মরহুম আলহাজ্ব মনির উদ্দিন প্রামাণিক তার দেয়া। তবে মসজিদটি স্টেশন সংলগ্ন বলতে পাশেই অবস্থিত।

মসজিদটিতে আমার পরিদর্শনঃ

দিনাজপুর জেলার পার্বতীপুর থানা আমার বাড়ি। আমার বাড়ি থেকে পার্বতীপুর প্রায় ৩০ কিলোমিটার দুরে চীনামাটির তৈরি মসজিদটি অবস্থিত। এই মসজিদটি দেখার জন্য আমরা দুই বন্ধু সহ দেখতে যাই। এই মসজিদটি অনেক সুন্দর এবং নিপুণ কারুকার্যের সজ্জিত। এই মসজিদ দেখার জন্য দুরদুরান্ত থেকে অনেক ধর্ম প্রান মুসলমান দেখার জন্য ভিড় জমায়। এ ছাড়াও মসজিদে অনেকেই নামাজ পড়ে। আমরা দুই বন্ধু মিলে এই মসজিদটি চারপাশে ঘুরে ঘুরে দেখলাম। এরপর মসজিদের ছবি তোলার সৌভাগ্য হয় আমাদের। আসলেই মসজিদটি অনেক সুন্দর বলে প্রকাশ করা যাবে। আমরা ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করি কিন্তু মসজিদটি বন্ধ থাকায় আর ভিতরে ঢুকার কোন সুযোগ হয়নি।তবে এই মসজিদটির প্রতিষ্ঠাতা তিনি মারা গেছেন। মসজিদের সাথেই তার কবর দেয়া হয়েছে।

মসজিদ থেকে কিছু ছবি সংগ্রহঃ
IMG_20230330_165340.jpgIMG_20230330_165312.jpg
IMG_20230330_165212.jpgIMG_20230330_165021.jpg
IMG_20230330_164919.jpg
IMG_20230330_165541.jpgIMG_20230330_164919.jpg

পার্বতীপুর শহরে দক্ষিণ পাড়া জামে মসজিদটি সম্পূর্ণ চীনামাটি দ্বারা নির্মিত। মসজিদটি সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে। পুরো মসজিদ আমরা ঘুরে দেখেছি তবে আপনার চাইলে এই মসজিদটি দেখতে আসতে পারেন। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চিনা মার্বেল পাথর দিয়ে তৈরি করা এই মসজিদটি অস্বাভাবিক সুন্দর একটি মসজিদ। পার্বতীপুর উপজেলায় একটি ঐতিহ্যবাহী মসজিদ হল এই দক্ষিণপাড়া জামে মসজিদ। এই মসজিদটি উপস্থাপন করেছেন আলহাজ্ব মুনীর চৌধুরী। আপনি অনেক সুন্দর লিখেছেন এবং উপস্থাপন করেছেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...

পার্বতীপুরের দক্ষিণপাড়া চিনামাটির মসজিদ নিয়ে অসাধারন লিখছেন ভাই, আপনার মাধ্যমে চিনামাটির মসজিদ দেখতে পেলাম, এবং জানতে পেলাম এত পুরানো একটি চিনামাটির মসজিদ রয়েছে পার্বতীপুরে। মসজিদের স্থাপনকাল ইতিহাস, অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে

প্রাচীন দক্ষিণপাড়া মসজিদটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। এটি দেখতে অনেক সুন্দর।ছবি দেখলেই বুঝা যায় এটি অনেক প্রাচীন । আমি এই মসজিদটি একবার দেখেছি হলদিবাড়ি যাওয়ার সময়। আমি রাস্তার পাশ থেকে দেখেছি বলে পুরো মসজিদটি দেখতে পারিনি। আপনার পোষ্টের মাধ্যমে পুরো মসজিদটি দেখা হয়ে গেল। আপনি অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

চীনামাটির কারুকার্যে তৈরি ঐতিহাসিক মসজিদ নিয়ে অসাধারণ লেখছেন আপনি, আমি কখনো এইরকম মসজিদ দেখি নাই, সত্যি ভাই আপনার পোস্ট মাধ্যমে মসজিদের ছবি গুলো দেখে খুব ভালো লাগলো, আমি জানতাম না যে পার্বতীপুর শহরে এমন একটা মসজিদ রয়েছে, মসজিদ টি দেখে মনে হচ্ছে এটা অনেক আগের একটা মসজিদ, আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই, আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

পার্বতীপুরের দক্ষিণ পড়ার জামে মসজিদ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

পার্বতীপুরের এই ঐতিহাসিক মসজিদটি সম্পর্কে আপনি খুব সুন্দর লিখেছেন। এই মসজিদের আপনার ফটোগ্রাফি গুলো আমার মন ছুয়ে গেছে ভাই সত্যি কথা।এই মসজিদটি সম্পর্কে আজকে আমি প্রথম জানলাম খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই আসলেই খুব সুন্দর লাগতেছে দেখতে মসজিদে চার-পাঁশটা।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঐতিহাসিক মসজিদ সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়ার জন্য।

মসজিদটি আমি দেখেছি ভাই। অনেক পুরনো মসজিদ এটি। অসম্ভব সুন্দর একটি মসজিদ। মসজিদ এর সাথেই ছিল মনিরিয়া স্কুল। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল ভাই আপনার পোস্টটি দেখে। শুভকামনা রইল ভাই।

চীনামাটির কারুকার্যে তৈরি ঐতিহাসিক এই মসজিদটি আমাদের উপজেলা পার্বতীপুরে অবস্থিত। আমি অনেক কয়েকবার সেখানে গিয়েছিলাম। সুন্দর একটি পোস্ট করেছেন।

পার্বতীপুর দক্ষিণ পাড়ার জামে মসজিদটি সম্পুর্ণ চিনামাটির কারুকার্যে তৈরি। এটি অনেক পুরাতন একটি মসজিদ। মসজিদটি সম্পর্কে আপনি সমস্ত তথ্য আপনার পোস্টে তুলে ধরেছেন। আমি কখনো এই মসজিদটি দেখানি।আপনার পোস্টর মাধ্যমে আমার পুরো মসজিদটি দেখার ও জানার সৌভাগ্য হলো।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমাদের পার্বতীপুর শহরের অতি প্রাচীন একটি মসজিদ এই মসজিদটি অনেক পুরনো দেখতে অনেক সুন্দর কিন্তু কোনদিন সেই মসজিদে ভিতরে নামাজ পড়া হয়নি আগে আমরা রেললাইন দিয়ে হেঁটে এই মসজিদের ভেতর দিয়ে স্টেডিয়াম যেতাম। ধন্যবাদ ভাই এই মসজিদ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য।

ঐতিহাসিক চিনামাটির কারুকার্যে তৈরি মসজিদটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় অবস্থিত। এই মসজিদটি আমিও দেখেছি। এই দক্ষিণপাড়া মসজিদটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন ভাইয়া। মসজিদটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

শুনেও জেনে বেশ ভালো লাগলো এই মসজিদটি আমাদের পার্বতীপুরে অবস্থিত।
চীনামাটির কারুকার্যে তৈরি ঐতিহাসিক মসজিদটি দেখতে অনেক সুন্দর এটি দেখতে মন মুগ্ধ হওয়ার মতো। এটি এত আকর্ষণীয় যে যে কারো দৃষ্টি সে আকর্ষিত করে ফেলতে পারবে। এই মসজিদটি সম্পূর্ণ চীনা মাটির ফলক দিয়ে তৈরি। এই মসজিদটির ভিতর টাও দেখতে খুব সুন্দর। আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করা জন্য।