ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে মাটির তৈরি ফুলদানি

in hive-131369 •  2 years ago  (edited)
আসসালামু আলাইকুম

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য ও মডরেটরদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও হৃদয় নিংড়ানো ভালবাসা অবিরাম। সকলেই কেমন আছেন? সকলেই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। ঘরকে আকর্ষণীয় করে গড়ে তুলতে মাটির তৈরি ফুলদানি বিশেষ ভুমিকা পালন করে।

png_20230608_181100_0000.png

আমরা সাধারণত ঘরকে সৌন্দর্যময় করে গড়ে তুলতে মাটির তৈরি ফুলদানি নিতে পারি। বেড রুম কিংবা ড্রয়ইং রুমের যেকোন একজায়গায় যদি ফুল সাজিয়ে রাখি তাহলে ঘরের সৌন্দর্য বেড়ে যাবে। আর এই ফুল রাখার জন্য ফুলদানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন উপায়ে ফুলদানি ব্যবহার হয়ে আসছে। তবে সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে ফুলদানিতেও। ফুলদানি যতবেশি আকর্ষণীয় হবে ততবেশি সৌন্দর্য বৃদ্ধি হবে। তবে ঘরকে আকর্ষণীয় করে তুলতে ফুলদানি সংগ্রহ করা হয়। এতে করে অতিথি আসলেই যাতে ঘরের সৌন্দর্য দেখে প্রসংশা করে।

IMG_20230603_112422.jpgIMG_20230603_112359.jpg

টেবিলে ফুলদানি সাজাতে মাঝারি কিংবা ছোট আকারের ফুলদানি বেশি ভাল।তবে ঘরে দেশীয় মাটির তৈরি ফুলদানি ঐতিহ্য বহন করে৷ মাটির ফুলদানি গুলো বেশ সুন্দর এবং ঘরকে আকর্ষণীয় করে তুলবে। যেহেতু অনেকেই নিজের সামর্থ্য অনুযায়ী ঘরকে আকর্ষণীয় করে তুলতে পারে মাটির ফুলদানি গুলো কিনে সস্তায়। আগেকার সময়ে দেখা যেত মেলায় মাটির তৈরি জিনিসপত্র গুলো বেশি পরিমাণে দেখা যেত। সেই সময়ে মাটির জিনিসপত্রের উপর চাহিদা ছিল বেশি। মেলা ছাড়াও গ্রামে গ্রামে করে নিয়ে আসতো মাটির তৈরি অনেক জিনিসপত্র। তবে শখের ব্যাংক, আর মাটির ফুলদানি গুলো নিয়ে আসতো ফেরিওয়ালা। বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় নিত্য নতুন জিনিসপত্র বের হচ্ছে এরফলে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে যাচ্ছে। মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা কমে যাওয়ায় কুমারেরা পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় জড়িত হচ্ছে।

IMG_20230603_112411.jpgIMG_20230603_112405.jpg

মাটির তৈরি ফুলদানি ঘরের সৌন্দর্য দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয়। মাটির তৈরি ফুলদানি আগেকার সময়ে টেকসই ছিল এবং দামে অনেক সস্তা ছিল।আর বর্তমান সময়ে এই ফুলদানি গুলো অনেক হালকা এবং দামে বেশি।মাটির তৈরি ফুলদানি দাম বর্তমান সময়ে ৫০ টাকা করে। এই ফুলদানি গুলো ছোট, বড়, ও মাঝারি আকারে হয় থাকে।মাটির তৈরি ফুলদানি ঘরের সৌন্দর্য বৃদ্ধির করে। আমার ব্লগটি পরিদর্শন করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।

IMG_20230603_112359.jpg

ডিভাইজ সংক্রান্ত তথ্যঃ

ডিভাইসভিভো ওয়াইটুয়েন্টি
ফটোশুটফুলদানি
ক্যামরা১৩ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@rahul989
লোকেশনদোবলগাছী,যশাই হাট,পার্বতীপুর
ফটো তোলার সময়দুপুর ১২ টা
--------

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

মাটির তৈরি ফুলদানি বেশি দেখা যায় না এই সময়ে। এখন এগুলো কাঠের ও কাচের তৈরি করা হয়। আপনি বেশ চমৎকার তুলেছেন ছবি গুলো এবং বেশ ভালো কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ।

মাটির ফুলদানি দিয়ে আমরা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে থাকি। মাটির তৈরি এই ফুলদানি গুলো দেখলে ভাই ছোটবেলার কথা মনে পড়ে যায়। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন ভাই।শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই।

সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাইয়া। সৌখিন এই সৌন্দর্যের জিনিসগুলো ঘরে সৌন্দর্য বাড়ায়। মাটির এই ফুলদানি গুলো ব্যাপক হারে বিক্রি হয়ে থাকে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ সুন্দর হয়েছে প্রশংসা পাওয়ার যোগ্য। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ।

ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে মাটির তৈরি ফুলদানি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন মাটির তৈরি ফুলদানি ঘরে রাখলে অনেক সুন্দর লাগে।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।ধন্যবাদ ভাই।

ধন্যবাদ।

মাটির ফুলদানি এখন ঝুব একটা দেখাই যায় না৷ এগুলো হাত থেকে পরে গেলেই শেষ৷ আমাদের বাড়িতেও হয়তো আছে৷ মাটির তৈরি ফুলদানি নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন৷

ধন্যবাদ।

বাসায় রাখার জন্য এই সকল ফুলদানি অনেক বেশি জনপ্রিয়। আগেকার দিনে গ্রামীন মেলায় এবং ধর্মীয় সভায় এই ফুলদানি গুলো পাওয়া যেতো। বর্তমানে এই ফুলদানি গুলো বিলুপ্ত। আপনি অনেক সুন্দর লিখেছেন ভাই।

ধন্যবাদ।

মাটির ফুলদানি নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট লিখেছেন। ফুলদানি ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। প্রাচীন কাল থেকেই এসব মাটির তৈরি ফুলদানির ব্যবহার হয়ে আসছে। আমাদের বাসায় ও এইরকম একটি মাটির ফুলদানি রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মাটির ফুলদানি নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ।

ফুলদানি নিয়ে আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন। মাটির তৈরি এই ফুলদানি গুলো মেলাতে খুব বেশি দেখা যায়। এগুলো বাংলাদেশের বলা যায় ঐতিহ্যবাহী ডিজাইনে তৈরি করা হয় । ধন্যবাদ আপনাকে এই পোস্ট করার জন্য।

ধন্যবাদ আপনাকে।

ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে ফুলদানি ভূমিকা অপরিসীম। মাটির তৈরি ফুলদানি গুলো পরিবেশ বান্ধব। ফুলদানির দারুন ফটোগ্রাফি করেছেন ভাই। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ।

মাটির তৈরি ফুলদানি নিয়ে খুব সুন্দর একটা পোস্ট লিখেছেন ভাই। মাটির ফুলদানি গুলো ঘরের সৌন্দর্য বাড়াতে অন্যতম ভূমিকা পালন করে। ধন্যবাদ ভাই, সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ।

মাটির ফুলদানি আমার বেশ কয়েকটি রয়েছে। সেগুলো আমি ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য রেখেছি।মাটির ফুলদানি সম্পর্কে খুব সুন্দর লিখেছেন আপনি। দারুন ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

মাটির এই ফুলদানি গুলো মেলাতে বেশি পাওয়া যায়। এগুলো ঘরে থাকলে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। ফুলদানি গুলো দেখতে অনেক সুন্দর। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।