ঐতিহ্য বলতে আমরা যা বুঝি

in hive-131369 •  2 years ago  (edited)
4N7u1ckX2rqpV3R2NtB6sQ3Ebe7Ccci3Bs7Y69YWThVL6rMgMFFAqPCxF81JmuLxTRsrqtcDGH6JFASfU79noYEsMDHn83WRC9V6MrHtZr...BbHfXkY7tXrJK7SpHti55jHvfrtYqid7n578iWe9FqfzLpZxdFtFq3okE6dMpNBjC1m2nuiwjSGrBuHcFYmZPXT4L5TdeFAh5c56b5shNgyySo4USKKpPJHjZp (2).png

প্রিয় পাঠকবৃন্দ,
আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভাল আছি। স্টিম ফর ট্রেডিশন কমিউনিটির সকল সদস্য আপনারা সকলেই এই পোস্ট ফলো করতে পারেন।

আমরা যা তা-ই আমাদের ঐতিহ্য। এটি সাধারণ ভাষা।ঐতিহ্য শব্দটা তিন অক্ষরের মধ্যে সীমাবদ্ধ একটি ছোট্ট শব্দ হলেও এটি একটি ব্যাপক অর্থ বহন করে। ইতিহাস,ঐতিহ্য এবং সংস্কৃতি এই তিনটি বিষয় পারস্পরিকভাবে সম্পৃক্ত। এগুলো একটিমাত্র ধারা বহন করে সেটি হলো ঘটমান কোনো বিষয় বা বস্তু যার পেছনে বংশগত একটা কারণ থাকে যা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের পরিচয় বহন করে চলে। যাইহোক, আমি এখন সরাসরি চলে যাচ্ছি ঐতিহ্য নিয়ে কিছু আলোচনায়।আমি আগেই বলেছি ঐতিহ্য নিয়ে আলোচনা করা মানেই হলো অতীত স্মৃতিচারণ করা।যেমন হতে পারে এটি স্বাভাবিক কোনো ঘটনা, অভ্যাস বা রীতি, অনুষ্ঠান,প্রথা, বিনোদনমূলক কর্মকাণ্ড।ঐতিহ্যের নির্দিষ্টভাবে কোনো সংজ্ঞা নেই। তবে এটির সাথে অতীতের একটা কোনো প্রকারের সম্পর্ক বিদ্যমান আছে। যেমন ধরা যায়,

  • বাংলাদেশের প্রধান খেলা হাডুডু। এটি এক প্রকারের ক্রীড়ামূলক বিনোদনের বিষয়। যা থেকে মানুষ মননশীল তৃপ্তি ঘটায়।যদিও এটি এক ধরণের খেলার বিষয় কিন্তু এই হাডুডু খেলার সাথে একটি জাতির সম্পর্ক রয়েছে যেমন বাংলাদেশের জাতীয় খেলা এই হাডুডু খেলা।এছাড়া ও রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গুলো যেমনঃ কানামাছি, গোল্লাছুট, লুকোচুরি, গাদন, মার্বেল খেলা, ইত্যাদি খেলা গুলো হচ্ছে ঐতিহ্য।

  • তার মানে হাডুডু খেলার সাথে বাঙালি জাতির একটি সম্পর্ক আছে। আর এই খেলাটি বাঙালি জাতির একটি ঐতিহ্য ধরে রেখেছে।বিভিন্ন রীতিও কোনো কোনো জাতির ঐতিহ্য আঁকড়ে ধরে রাখে।বলা যায়, আদিম যুগের মানুষদের কোনো একটি বিশেষ ব্যাবহারিক আচরণ যা বংশ পরম্পরায় চলতে থাকে এমন বিষয়গুলোকে রীতি বলা হয়।যেমনঃকন্যার বিয়েতে পণ হিসেবে কোনো বস্তু বা জিনিস দেয়া।যেটিকে এখন আমরা যৌতুক হিসেবে জানি। যদিও আইন অনুযায়ী এই বিষয়টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবুও পণ দেয়ার কাজটি আগে থেকেই বিস্তার লাভ করে এসেছে। যেটি এখন রীতি হিসেবে পরিচালিত হচ্ছে।

  • প্রথাঃপ্রথা আর রীতি অনেক অংশে মিল খুঁজে পাওয়া যায়। তবুও প্রথা প্রাচীন প্রচলিত এমন একটি মতবিশ্বাস যা কোনো একটি সম্প্রদায়ের মানুষের মাঝে সীমাবদ্ধ এবং যা তাদের সকল কিছুুুর ঊর্ধ্বে। অবশ্যই পালন করা অপরিহার্য হয়ে যায়। যেমনঃপ্রাচীন যুগে সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে একটি প্রথা প্রচলিত ছিলো সেটি হলো সতীদাহপ্রথা। অর্থাৎ,সতীদাহপ্রথা বলতে সেসময়কার হিন্দু জনগোষ্ঠীর মানুষেরা তাদের মধ্যে কোনো মহিলার স্বামী মারা গেলে তার সাথে সাথে স্ত্রী কেও জীবন্ত পুড়িয়ে মারা হতো। এটিই তখন তাদের প্রথা ছিলো। যদিও পরবর্তী সময়ে এই প্রথাটিকে সংস্কার করা হয়।বাংলাদেশের প্রথাগুলো ঐতিহ্য ও বিচিত্র রকমের যা আর্কষণীয় করে তোলে। বাংলাদেশ অনেক যুগ যুগ ধরে বহন করে আসছে তবে অধীবাসীদের সংস্কৃতি ও বসবাস।

  • রীতিঃ রীতি হচ্ছে অনেক আগে থেকে চলে আসা বা সুদীর্ঘকালের যে ধরনের ধর্মীয় আচার -আচরন অনুষ্ঠান, নিয়ম-নীতি, নিয়ম-কানুন, বিধি-নিষেধ , বিশ্বাস অনেক কর্মকাণ্ড যা গুলো প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত পালন করা হয় ও এইসব কঠোরভাবে মেনে চলা।

  • অনুষ্ঠানঃ বাংলাদেশে প্রাচীনকাল থেকেই চলে আসছে ঐতিহ্যবাহী অনুষ্ঠান। ঐতিহ্যেবাহী অনুষ্ঠান গুলো এখন আর চোখে পড়ে না। যেমনঃ শুভ নববর্ষ,শুভ হালখাতা, বিয়ে অনুষ্ঠান, মেলা উৎসব ইত্যাদি।

  • বিনোদনমুলক কর্মকাণ্ডঃ বাংলাদেশ বিনোদনমুলক কর্মকাণ্ড গুলো প্রাচীনকাল থেকেই এখন পর্যন্ত চলে আসছে । তবে বিনোদনমুলক কার্মকান্ড আমাদের দেশের সকল মানুষের ঐতিহ্য বহন করে। পল্লীগিতি,লোকগিতি, ভাটিয়ালি গান, জারিগান, সারিগান ইত্যাদি।

  • ঐতিহ্যবাহী খাবারঃ আমরা ঐতিহ্যগত দিক হতে যদি খেয়াল করি তাহে ঐতিহ্যবাহী খাবার বলা যেতে পারে সেই ধরনের খাবারকে যা প্রাচীনকাল থেকে বা প্রজন্মের হাত ধরে এখনো ঠিকে আছে সেব খাবার গুলি। এই ঐতিহ্যবাহী গুলো সাধারণত বাড়িতে কিংবা রেস্টুরেন্টে পাওয়া যায় সেসব খাবার। যেমনঃ ভাপাপিঠা,খুচুরি,মিষ্টি, হাট-বাজারে থাকা নিমকি,নিমকপরা, খাগড়াই,বাতাসা ইত্যাদি।

পরিশেষে, যুগ যুগ ধরে কোন জনগোষ্ঠীর মধ্যে এখনো ঠিকে আছে যা এখনো প্রচলন তাই ঐতিহ্য। তবে ঐতিহ্য হতে পারে কোনো ঘটনা, অভ্যাস বা রীতি, অনুষ্ঠান,প্রথা, বিনোদনমূলক কর্মকাণ্ড।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়
IMG_20211213_135300.jpg
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ রাহুল । আমার স্টিমিট ইউজার নেম @rahul989। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়াশোনা শেষ করছি এখন ব্যবসার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ফটোগ্রাফি অনেক ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। অংকন করতে ভালবাসি এবং তাছাড়া আমি ও নিজেই ভাল ভাল রান্না রেসিপি করি।সকলেই ভাল থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

বাহ্ ঐতিহ্য নিয়ে আপনি অনেক সুন্দর লিখছেন ভাই। আপনার পোস্ট এর মাধ্যমে আমরা অনেক ঐতিহ্য নিয়ে জানতে পারলাম, আপনার পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ । অসংখ্য ধন্যবাদ ভাই, আজ অনেক কিছু জানলাম। আবারো ধন্যবাদ ভাই

অসংখ্য ধন্যবাদ।

Loading...

ভাই অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন আমাদের কমিউনিটির জন্য। আমাদের কমিটির মেম্বাররা এই পোস্ট দেখে তাদের টপিক নির্বাচন করতে অনেক সুবিধা হবে। আপনাকে অনেক ধন্যবাদ অসাধারণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল ভাই

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।💞💞

ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের মাঝে একটি পোস্ট করেছেন।আসলেই আমাদের অনেক কিছুই যানা ছিল না । আপনার পোস্টির মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। সুন্দর একটি পোস্ট করেছেন।ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে।

ঐহিত্য সম্পর্কিত তথ্যবহুল একটি পোস্ট করেছেন আপনি। আশা করি এই পোস্টটি পড়ে নতুন ইউজার এমনকি পুরাতন ইউজারাও অনেক উপকার পাবে। ধন্যবাদ আপনাকে এই উপকারী পোস্ট টি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকুন।

খুব সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আসলে আমরা এখন জানতে পারবো যে কোনটি ঐতিহ্য আর কোনটি ঐতিহ্য না সে সম্পর্কে বিবেচনা করতে পারব আপনার পোষ্টের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

ধন্যবাদ সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। এই পোস্টের মাধ্যমে মেম্বাররা ঐতিহ্য বিষয় নিয়ে ভালো ভাবে জানতে পারবে।

আপনি অনেক সুন্দর একটা কনটেন্ট তৈরি করেছেন ঐতিহ্য নিয়ে। আরও অনেক ভালো লেগেছে হাডুডু খেলা নিয়ে অনেক সুন্দর মন্তব্যের কারার জন্য। সত্যি সত্যি অসাধারণ সুন্দর লিখেছেন আপনি অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।