স্টিম ফর ট্রেডিশন |
---|
সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি @rahulkazi, #bangladesh. থেকে।
ছবিটি তৈরি করা হয়েছে ক্যানভা দিয়ে। |
---|
গ্রামীণ মেলার বিশেষ আকর্ষণ নৌকার দোলনা
বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গ্রামীণ মেলা দেখা যায়। ঐতিহ্যবাহী এসব গ্রামের মেলার এক বিশেষ আকর্ষণ হল নৌকার তৈরি দোলনা।নৌকা আমরা সাধারণত দেখে থাকি নদীতে কারণ নদীর একমাত্র ছোট বাহন হলো এই নৌকা। দেখা যায় গ্রাম বাংলার নৌকার ব্যবহার সব থেকে বেশি নদীতে। এছাড়া নৌকার আরেক রকম ব্যবহার করা হয় সেটি হল যে গ্রামীণ মেলায় দোলনা খেলানো। এসব দোলনা খেলানোর মাধ্যমে যারা এই খেলাটির আয়োজন করে তারা মুনাফা অর্জন করে।
সাধারণত দেখা যায় গ্রামীণ মেলায় এইসব নৌকার দোলনা নিয়ে আসা হয়। এই নৌকার দোলাগুলোতে বসার প্রায় ১০ থেকে ১২ টার মত সিট থাকে যেখানে বসে যারা টিকিট কাটবে তারা দোলনার আনন্দ উপভোগ করেন।দোলনাটি সাধারণত দেখা যায় যে হাত দিয়ে ঠেলে ঠেলে এদিক-ওদিক দোলানো হয়। অর্থাৎ এক অক্ষ বরাবর দোলনাটি দোলানো হয়।একজন লোক হাত দিয়ে প্রথমে দোলনাটিকে জোরে ধাক্কা দেয় এবং দোলনাটি অপর পাশে উপরে উঠে যায় এরপর আবারও সে ধাক্কা দেয় এরকম করে করে এক অক্ষর বরাবর দোলনাটি দুলতে থাকে।
দোলনাটিতে আরও দেখা যায় যে চড়ার জন্য একটি বড় রকম সিঁড়ি থাকে। যেটি দিয়ে দোলনার উপরে ওঠা হয় আবার অনেক দোলনাতে সিটের সঙ্গে বেল্ট লাগানো থাকে যেন কেউ নিচে না পড়ে যায়।কারণ দেখা যায় যে ছোট বাচ্চারা সবথেকে বেশি এসব পছন্দ করে তারা চড়লে যেন পড়ে না যায় তাই সেফটির জন্য রাখা হয়।
এসব নৌকা তৈরি দোলানাগুলো সব থেকে বেশি আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায় মেলাতে। কারণ ছোট বাচ্চারা এই দোলানাগুলো সব থেকে বেশি পছন্দ করেন।তাদের মন চায় সব সময় উঠতে এসব দোলনায়।
গোয়ালের মেলার নৌকার দোলনা |
---|
গত কয়েক মাস আগে আমি দিনাজপুরের এক ঐতিহ্যবাহী মেলা গোয়ালহাট মেলায় গিয়েছিলাম।সেখানে গিয়ে আমি এই নৌকা তৈরি দোলানা দেখতে পাই সেখানে অনেক ভিড় ছিল মানুষ দোলনায় উঠতে টিকিট কাটতেছিল।অবশ্য আমি এই দোলনায় উঠিনি কোনদিন বিশেষ করে দেখা গেছিল যে ছোট বাচ্চারা এই দোলা গুলো সব থেকে বেশি উঠছিল।বাইরে থেকে অনেক মানুষ দেখতে ছিল।মেলায় বলতে গেলে অন্যতম একটি বিশেষ আকর্ষণ ছিল এই নৌকার তৈরি দোলনাটি।
যাইহোক সেখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখতে ছিলাম যে তারা কেমন আনন্দ করতেছিল সেই নৌকা তৈরি দোলনায় উঠে দেখে অনেক মজায় আমি আমার ছোট ভাইকে একটি টিকিট কাটিয়ে সে দোলনায় উঠিয়ে দিলাম একটু পরে। সে তার আনন্দ অনুভূতির কথাগুলো আমাকে জানিয়েছিল।
যাইহোক শেষে একটি কথাই বলতে চাই এই নৌকা তৈরি দোলনা গুলো হলো আমাদের দেশের এক ঐতিহ্য। যা যুগ যুগ ধরে টিকিয়ে আছে। তবে বর্তমানে মেলাগুলোতেও এই নৌকার দোলানা গুলো দেখা যায় না তেমন।আসলে গ্রাম বাংলার মেলায় এখন তেমন দেখা যায় না আর নৌকা তৈরি দোলনা কেমন করে দেখা যাবে।
সবকিছু প্রস্তুতকারক,
আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি। |
---|
নৌকার দোলনা নিয়ে খুব সুন্দর লেখছেন ভাই, গ্রামের মেলাতে এইরকম নৌকার দোলনা গুলো দেখা যায়, আমিও কোনো দিন নৌকার দোলনায় উঠি না,নৌকার দোলনা হলো ছোট বাচ্চাদের, ছোট বাচ্চারা এই নৌকার দোলনায় উঠতে অনেক ভালো বাসে।তবে এখন আগের মত সব মেলায় এই নৌকার দোলনা দেখা যায় না,আমি একবার গোয়ালহাট মেলায় গেছিলাম এই মেলায় অনেক ভির জমে, অনেক মানুষ দেখতে আসে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করছেন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের মেলাতে এসব নৌকা দোলনা দেখা যায়,এবং ছোট ছোট পার্ক গুলোতে, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য। এসব নৌকা দোলনা বিনোদনের মাধ্যম হয়ে ব্যবহার হয়ে আসছে। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে গ্রামীন মেলার প্রধান আকর্ষণ নৌকা দোলনা নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিভিন্ন মেলার মধ্যে এই নৌকা দোলনা দেখা যায়।ছোট ছোট বাচ্চারা এসব দোলনায় উঠতে অনেক পছন্দ করে।কয়েকদিন আগে বগুড়ার একটা মেলার মধ্যে এরকম দেখেছিলাম। অনেক ভালো লিখেছেন,ফটোগ্রাফি গুলো ভালো হয়েছে শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নৌকার দোলনা ছাড়া গ্রামীণ মেলা এক কথায় অসম্পূর্ণ। এই দোলনায় ওঠার সৌভাগ্য জীবনে আমার একবারই হয়েছিল। প্রথম অবস্থায় অনেক ভয় পেয়েছিলাম। এই নৌকার দোলনা গ্রামীণ মেলার একটি ঐতিহ্য বহন করে। এটি মানুষদের কাছেও অনেক জনপ্রিয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নৌকা দোলনা বেশ জনপ্রিয় একটা মজার খেলনা।গ্রামীণ মেলার সবথেকে বেশি এই নৌকা দোলনা দেখতে পাওয়া যায় । ছোটদের জন্য অনেক বিনোদনমূলক একটি দোলনা হলো নৌকা দোলনা।এই সকল দোলনা গুলো শুধু মেলাতেই দেখতে পাওয়া যায়। অনেক সুন্দর লিখেছেন এবং সুন্দর উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নৌকার দোলনা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এই নৌকার দোলনা গুলো তেমন একটা দেখা যায় না। তবে বিভিন্ন ভ্রমন স্থানে গেলে এই দোলনা গুলো দেখা যায়। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় বিভিন্ন রকমের মেলা ইসলামিক সভা ইত্যাদি অনুষ্ঠানে এইসব দোলনা প্রচুর পরিমাণে দেখা যেতো। ছোটবেলায় দোলনা আমাদের মজার একটা অংশ ছিলো। যেখানেই দোলনা দেখতাম বায়না ধরতাম যে দোলনায় উঠবো। এখন যখন সময়ের সাথে সাথে বড় হয়ে গেছি এখন এই দোলনাকে ভুলে গিয়েছি, যে দোলনায় উঠে হুদায় টাকা নষ্ট না করে সেটা দিয়ে একটা মোগলাই খাই বিষয়টা অনেক হাস্যকর। ধন্যবাদ ভাই এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামীণ মেলায় বিশেষ আকর্ষণ নৌকার হয়ে থাকে। দোলনা গ্রামের মেলাতে এসব নৌকা দোলনা দেখা যায়।তবে বর্তমানে মেলা ছাড়াও বিভিন্ন বিনোদনমূলক স্থানে যেমন পার্কসহ বিভিন্ন বিনোদনমূলক স্থানে এসব দেখতে পাওয়া যায় এখন। এটি মেলা বা বিভিন্ন পার্কের মেন আকর্ষণ বা বিনোদনের প্রধান মাধ্যম হয়ে থাকে। যা বিশেষ করে আকর্ষিতা করে ছোটদের। এই নৌকার দোলনা গ্রামীণ মেলার একটি ঐতিহ্য বহন করে। আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি উপস্থাপন পেশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের মেলায় প্রধানত নৌকার দোলনা ছাড়া যেন মেলা অসম্পূর্ণ থেকে যায়।শুধু মেলায় যে নৌকার দোলনা দেখা শুধু তাই নয় পার্কেও এই নৌকার দোলনা আছে যাতে ছোট ছোট বাচ্চারা নৌকার দোলনা উঠে খেলা করে।আমি ও মেলায় গিয়ে আমার ছোট ভাইকে নৌকার দোলনায় উঠায়,দিছিলাম। আপনার পোস্ট পড়ে ভাল লাগল ভাই। পোস্টটি বেশ সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নৌকার দোলনা নিয়ে আপনার লেখা পোস্টটি সুন্দর হয়েছে। আমাদের গ্রামের মেলাতে প্রায় চার বছর আগে আমি আর আমার চাচাতো বোন মিলে এই নৌকার দোলনায় উঠেছিলাম।প্রথম অবস্থায় একটু ভয় লেগেছিল কিন্তু পরে ঠিক হয়ে যায়। আপনার তোলা নৌকার দোলনার ছবিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। গ্রামীণ মেলার এসব নৌকার দোলনা ছোট ছোট বাচ্চারা চড়তে বেশি পছন্দ করে । আপনার তোলা নৌকার দোলনার ছবিগুলো খুব সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ ও আপনি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit