শরীরকে সতেজ রাখার অন্যতম মাধ্যম হলো আখের রস।

in hive-131369 •  2 years ago 


স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন?আশা করছি ভাল আছেন। আজকে আমি আখের রস সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে।

InCollage_20230709_113131743.jpg

ছবিটি তৈরি করা হয়েছে ক্যানভা দিয়ে



তীব্র গরমে শরীরকে সুস্থ রাখার জন্য আখের রসের কোন বিকল্প নেই। আখের রস আমরা প্রায় সবাই চিনে থাকি। আখ জমি থেকে কেটে নিয়ে আসা হয় তারপর সেগুলোকে পরিষ্কার করা হয়।পরিষ্কার করার পর আখ গুলোকে একটি আখের মেশিন দ্বারা ভালো করে পিষে আখের রস গুলোকে বাইর করা হয়।আখের রস খেতে অনেক মিষ্টি হয়। ছোটবেলায় আমরা মানুষের আখ খেত থেকে আখ চুরি করে খেতাম।আমাদের বাজারে আখ পাওয়া যায়। বাজারে গেলে আখের রস খাওয়া হয়।বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই ও সব জেলাতেই এই আখের রস বিক্রি করা হয়।


20230709_112828.jpg20230709_112808.jpg

আখের রস আমাদের দেহের জন্য অনেক উপকারী। কারণ গরমের সময় আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয়।তখন আখের রস খেলে অনেকটা পানি শূন্যতা দূর হয়ে যায়। শরীরকে সতেজ রাখে। আপনারা যে আখের রসের দোকানটি দেখতে পাচ্ছেন সেটি হল চিরিরবন্দর উপজেলার কারেন্টের হাটে অবস্থিত একটি দোকান।কোরবানির আগে আমরা সে হাটে গিয়েছিলাম গরু কেনার জন্য তখন হাটের পাশে এই দোকানটি আমরা দেখতে পাই। তখন বেশ তীব্র গরম ছিল তাই আমরা সেই আখের রসের দোকানে যাই এবং মামা আমাদেরকে আখের রস করে খাওয়ায়।


3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png



20230709_112847.jpg

তিনি দুইটি আখ মেশিনের ভেতর দেন এবং একটি প্যাডেল দিয়ে সেই আখগুলো থেকে রস বের করে নেন। এরপর একটি ফাঁকুনি দিয়ে সেগুলোকে ছেকে নেন এবং একটি গ্লাসে আমাদের পরিবেশন করেন। পরিবেশন এর আগে তিনি লেবু দিয়ে দিয়েছিলেন লেবু দিলে অনেকটা স্বক বেড়ে যায় এবং লেবুতেও ভিটামিন সি থাকে যা শরীরের জন্য অনেক উপকারী। যেহেতু তখন অনেক তীব্র গরম ছিল মানুষের অনেক ভিড় ছিল সেখানে। অনেক মানুষই আখের রস খাওয়ার জন্য এসেছিল।

20230709_112954.jpg

20230709_112906.jpg


আমাদের বাজারে প্রায় প্রতিদিন এই আখের রস বিক্রি করা হয়। আখের রস কেউ কেউ প্লাস্টিকের বোতলে করে নিয়ে যায়। বাড়িতে ফ্রিজে ঠান্ডা করে যদি খাওয়া হয় আখের রস তাহলে আরো হয়তো ভালো লাগে। তবে আমি কখনো এইরকম করে খাইনি। আখের রসে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে যা শরীরকে শক্তি যোগায় কাজ করতে শক্তি পাওয়া যায় তখন। বিশেষ করে গরমের সময় এই আখের রসের চাহিদা অনেক বেড়ে যায়।


20230709_113017.jpg20230709_112929.jpg

আপনারা কোথায় কোথায় আখের রস খেয়েছেন তা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য অবশ্যই মন্তব্য করবেন।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHherMXdd7WgN8njYmw78rCTC...923jDPN36y1mC6nREgXLxpVNKY67PEB4YJ8cskAjk61zvxTRrXgaQQvTunA3og4Yf8mwMEEke9xojaKLxamdxm2nQR1Pken3K2jviauVWtn2WPfY4gwfKMThHP.gif



FB_IMG_1673841505965.jpg
আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শরীরকে সতেজ রাখার অন্যতম মাধ্যম হলো আখের রস নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।আখের রস শরীরের জন্য অনেক উপকারী। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

আখের রস শরীরের জন্য বেশ উপকারী। জন্ডিসের চিকিৎসা এই আখের রস খাওয়া হয়। আখের রস মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুন্দর উপস্থাপন করেছেন ভাই ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে।

আখের রস আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আখের রস লিভার সুস্থ রাখতে সহায়তা করে। জন্ডিস রোগীর জন্য আখের রস বেশি প্রয়োজন। ধন্যবাদ ভাইয়া আখের রস নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য

ধন্যবাদ আপনাকে।

আখেড় রস নিয়ে সুন্দর আলোচনা করছেন ভাই।আখেড় রস খেতে আমি খুব পছন্দ করি।শরীরের জন্য আখেড় রস অনেক উপকার।এক গ্লাস আখের রস খেলে মন ঠান্ডা হয়ে যায়।আপনি সুন্দর ভাবে লেখছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে।

আখের রস আমি কিছুদিন আগে প্রথম খেলাম। কারণ বাইরের এগুলো খাবার খেতে আমার কেমন জানি লাগে। কারণ এসব খাবারে দেখি মাছি পড়ে। আবার অনেকেই কাচের গ্লাস ব্যবহার করে থাকে। যেগুলো ভালোভাবে ধোয়া হয় না। অনেক সুন্দর লিখেছেন ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

Loading...

আখের রস আমাদের শরীর এর জন্য অনেক উপকারী একটি খাদ্য। তীব্র গরমের আরাম দায়ক খাবার এটি। তবে আখের রস বর্তমানে সব জায়গায় পাওয়া যায়। সুন্দর লিখেছেন। ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে।

  ·  2 years ago (edited)

গরমকালে রাস্তাঘাটে বিশেষ করে স্কুল কলেজের সামনে আখের রসের দোকান বসতে দেখা যায়। আখ থেকে রস বের করার জন্য এরা বিশেষ একটি মেশিন ব্যবহার করে থাকে। আখের রস প্রতি গ্লাস হিসেবে বিক্রি করা হয় এবং এটি খেতে গরম দিনে অত্যন্ত প্রশান্তিজনক। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে।

তীব্র গরমে তৃষ্ণা মেটাতে আখের রসের জুড়ি নেই। এখন শহরের রাস্তাগুলোতে আখের রসের দোকান খুবই দেখা যায়। তবে এগুলো সাস্থ্যকর খাবার নয়। এগুলো পরিহার করাই উত্তম। আখের রস নিয়ে সুন্দর লিখেছেন।

ধন্যবাদ আপনাকে।

গরমের সময় প্রচুর ক্লান্তি দূর করতে আখের রসের কোন জুড়ি নাই। আখের রস আমাদের শরীরে প্রচুর পরিমাণে শক্তির যোগান দেয়। বিশেষ করে ক্লান্ত শরীরকে ইনস্ট্যান্ট শক্তি যোগায়।কিন্তু এখন এই আখের রসে ছ্যাকারিন মেশায় কাজী।

ধন্যবাদ আপনাকে।

গ্রীষ্মকালীন সময়ে আখের রস অনেকটাই স্বস্তি প্রদান করে। আখের রস খেতে আমার বেশ ভালোই লাগে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আখের রস আমাদের শরীরের জন্য খুব উপকারি। কিন্তু বাজারে যে পরিবেশে আখের রস তৈরি হয় তা দেখে কিছুটা বিরক্ত লাগে। আর আখের রস বিক্রেতাদের গ্লাসগুলো পরিষ্কার করা দেখলে আখের রস পান করতেই মন চায় না। তবে আখের রস খাওয়া ভাল এবং বাইরে ওয়ান টাইম গ্লাসগুলোতে আখের রস খাওয়া উচিত।

আখের রস আমাদের সকলের খাওয়া উচিত। এটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী একটি খাদ্য।