দিনাজপুর পৌরসভা ও এর পুরাতন ভবন

in hive-131369 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম


দিনাজপুর পৌরসভা


  • ২রা মার্চ ২০২৩
  • রোজ বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আমি আপনাদের সামনে দিনাজপুরের ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনা দিনাজপুর পৌরসভা সম্পর্কে আলোচনা করব।

1.png


ছবি ইডিট করা হয়েছে কেনভা দিয়ে


দিনাজপুরে কিছু ঐতিহ্যবাহী স্থানগুলার ভেতর দিনাজপুর পৌরসভা হলে অন্যতম এর ঐতিহ্যপূর্ণ স্থাপনা গুলো দেখেই বোঝা যায় যে এটি অনেক আগের পুরাতন একটি সংস্থা দিনাজপুর পৌরসভা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার ব্যবস্থার একটি অংশ পাকিস্তান আমাল থেকেই এসব স্থাপনা গুলো নির্মাণ করা হয়েছিল তবে আগে দিনাজপুর আদালতের অংশ ছিল পরে এটিকে দিনাজপুর পৌরসভায় রূপান্তরিত করা হয়।
দিনাজপুর পৌরসভা তার নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা ও সুযোগ-সুবিধা প্রদানের জন্য খুব ভালো কাজ করে।যার মধ্যে রয়েছে রাস্তা ও সেতু রক্ষণাবেক্ষণ, বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানীয় সরবরাহ। এটি নতুন ভবন, পার্ক এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ সহ শহরের উন্নয়ন তত্ত্বাবধানের জন্য কাজ করে থাকে। পৌরসভার একজন মেয়র যিনি শহরের নাগরিকদের দ্বারা নির্বাচিত হন। মেয়র পৌরসভার দৈনন্দিন কাজকর্মের তত্ত্বাবধানের জন্য নিয়োগ হয়ে থাকেন। যার মধ্যে ধরেন বিভিন্ন রকম বাজেট পরিচালনা করা, পরিষেবাগুলি দক্ষতার সাথে এবং কার্যকরভাবে সরবরাহ করা হয়েছে তা নিশ্চিত করা এবং শহরের বাসিন্দাদের ভালো জীবন যাপনে উন্নীত করে এমন নীতিগুলি বিকাশ ও বাস্তবায়ন করা।
এটি হলো দিনাজপুর পৌরসভার মূল স্থাপনা ভেতরে ঢুকতেই এটি প্রথমে চোখে পড়ে সবার এই স্থাপনার ভেতরে পৌরসভার মেয়র বসেন ও বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করেন এর পাশে রয়েছে আরেকটি পুরাতন বিল্ডিং পুরাতন বিল্ডিংটি পৌরসভার অন্যান্য অফিসার ও কর্মজীবী মানুষেরা বসেন সেখানে তারা পৌরসভার অংশ হিসেবে বিভিন্ন রকম সেবা মানুষকে প্রদান করেন এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো, গণপূর্ত বিভাগ শহরের রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য দায়ী, যেখানে স্বাস্থ্য ও স্যানিটেশন বিভাগ শহরটি পরিষ্কার এবং রোগমুক্ত রয়েছে তা নিশ্চিত করার জন্য দায়ী। ।


20230302_120601.jpg20230302_120846.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png



দিনাজপুর পৌরসভা দিনাজপুরে মানুষের জন্য অনেক কিছুই করেছে।তবুও আরো অনেক কিছু করা দরকার দিনাজপুরে মানুষের জন্য।যেমন, অনেকে বেকার রয়েছে বেকারত্ব দূর করতে এটি ব্যর্থ হয়েছে।আবার দেখা যায় অনেক দারিদ্র্য রয়েছে মানুষ দিন আনে দিন খায় এমনও মানুষ রয়েছে তাদেরকে ভালো কিছু করার পরামর্শ উদ্যোগ গ্রহণ করলে আরো ভালো হয়।পৌরসভার বিভিন্ন রকম ড্রেন নালা,খাল বিল পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে আরো উদ্যোগী হওয়া দরকার দিনাজপুর পৌরসভা কে।


দিনাজপুর জেলার উন্নয়ন ও অগ্রগতিতে দিনাজপুর পৌরসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রকম সেবা প্রদান এবং তার নাগরিকদের মঙ্গল কামনার প্রতিশ্রুতি দিয়ে, পৌরসভা দিনাজপুরের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করতে সহায়তা করছে।
তাই আমার পক্ষ থেকে দিনাজপুর পৌরসভা কে অনেক ধন্যবাদ।এত ভালো কাজ করার জন্য ও সামনে আরো ভালো কাজ করবে এই আশা করি।


20230302_120527.jpg

20230220_205332.png


FB_IMG_1673841505965.jpg
আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness




Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিনাজপুর পৌরসভা নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কাজে যায়।অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনাকে

সব টাইটেল এই ঐতিহ্য কথাটা ব্যবহার করা বন্ধ করুন৷ টাইটেল স্বাভাবিক রাখার চেষ্টা করুন।

দিনাজপুর এর ঐতিহ্যবাহী স্থাপনা মধ্যে দিনাজপুরের পৌরসভার স্থাপনা অনেক ভালো লাগলো দেখো। অনেক সুন্দর করে উপস্থাপন করছেন সকল বিষয় নিয়ে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে

দিনাজপুর পৌরসভায় একটি কাজে আমি একবার গিয়েছি তখন দেখেছি। আবার আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেলাম খুব ভালো লাগলো। পৌরসভা অনেক নাগরিক সেবা দিয়ে থাকে। নানান ধরনের উন্নয়ন মূলক কাজ করে থাকে। আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন।

ধন্যবাদ আপনাকে

CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

দিনাজপুর পৌরসভা এটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজের জন্য মানুষ উপস্থিত হয়। আপনি দিনাজপুর পৌরসভা নিয়ে অনেক সুন্দর একটি উপস্থাপনা করেছেন। দিনাজপুর পৌরসভার গুরুত্বপূর্ণ কিছু বিষয় গুলো তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

দিনাজপুর পৌরসভা নিয়ে অসাধারণ লেখছেন ভাই, পৌরসভা আমাদের অনেক কাজে সাহায্য করে, আমি যখন দিনাজপুরে ছিলাম তখন এই পৌরসভার অনেক নাম শুনছি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে

দিনাজপুর পৌরসভা অনেক কয়েকবার দেখেছি।

ধন্যবাদ আপনাকে