প্রতিবছর দিনাজপুরে অনুষ্ঠিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট।

in hive-131369 •  last year 


স্টিম ফর ট্রেডিশন

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন।আজকে আমি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে।


Black and White Bold Type Grunge  Homeless Awareness Education Square Homelessness Instagram Post.png

ছবিটি তৈরি করা হয়েছে ক্যানভা দিয়ে



কালকে দিনাজপুর পলিটেকনিক মাঠে আয়োজন করা হয়েছিল মিনিবার ফুটবল টুর্নামেন্ট। ফুটবল খেলা দেখতে আমাদের প্রায় সবাইকেই ভালো লাগে।ফুটবল হলো একটি ঐতিহ্যবাহী খেলা। গ্রাম হোক বা শহর প্রায় সব জায়গাতেই ফুটবল খেলা অতি পরিচিত একটি খেলা। ছোট বড় প্রায় সবাইকে এই খেলা ভালো লাগে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় ফুটবল খেলার আয়োজন করা হয়। বিভিন্ন রকম ক্লাব এর উদ্যোগে,ইউনিয়ন পরিষদের উদ্যোগে,উপজেলা পরিষদের উদ্যোগে ম,সরকারিভাবে এই ফুটবল খেলার আয়োজন করা হয়।


20230609_183412.jpg

MvwLKy3SfvJwXFKCRMDAFrt961JnKbKs2u3aeTo7L.png


ফুটবল খেলা আমরা সাধারণত বড় গোলবারে দেখে থাকি। মিনিবারে ফুটবল খেলা তেমন আমাদের দেখা হয় না। বেশ কয়েকদিন থেকে তড়িঘড়ি করে এই খেলার আয়োজন করা হয়েছিল দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে। কালকে এই খেলার উদ্বোধন করা হয়েছিল।সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনাজপুর শহরের ওয়ার্ডের কাউন্সিলরগণ সেখানে প্রধান অতিথি ছিলেন। বিকেল পাঁচটার দিকে প্রথম উদ্বোধনী ম্যাচ শুরু হয়।সেখানে মোট দুটি দল ছিল।


20230609_183358.jpg20230609_183242.jpg

আমি অবশ্য আমার গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম। আসার পর অনেক মাইকের আওয়াজ শুনতে পেয়েছিলাম বাসায়।তাই বুঝতে পারতেছিলাম যে ফুটবল খেলা শুরু হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি করে কাপড় বদলে চলে গেলাম পলিটেকনিক মাঠে।সেখানে গিয়ে দেখি যে তখনো খেলা শুরু হয়নি। প্রায় পাঁচ মিনিট পর খেলা শুরু হয়ে গেল।প্রতিটি দলে ৬ জন করে মোট ১২ জন খেলোয়াড় ছিল। এর ভিতর একটি দলের গোলকিপার ছিল অনেক মোটা। তাকে প্রায় সবাই দেখতে ছিল।


20230609_183535.jpg20230609_183531.jpg


যেহেতু মিনিবার ফুটবল টুর্নামেন্ট তাই গোলপোস্টের বার গুলো ছিল ছোট ছোট।আর যিনি গোলকিপার থাকবেন তিনি কখনো হাত দিয়ে বল ধরতে পারবেন না।তাকে তার শরীর দিয়ে বল ধরতে লাগবে। কিছুক্ষণ পর খেলা শুরু হলে অনেক জমজমাট অবস্থা হয়ে যায় মাঠে। আশেপাশের অনেক মানুষ আসে সেখানে খেলা দেখতে।ছেলে মেয়ে, বড় ছোট প্রায় সবাই সেখানে খেলা দেখতে যায়।যেহেতু এটি আজকে প্রথম উদ্বোধনী ম্যাচ তাই অনেক জমজমাট হয়েছিল।



3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png



20230609_183543.jpg

20230609_183541.jpg

দল দুটির নাম অবশ্য আমার মনে নেই। তবে একটি দলের নাম মনে আছে ফুলবাড়ী বাস স্ট্যান্ড ফুটবল ক্লাব।শেষ পর্যন্ত যখন দেখা গেল যে কেউ গোল করতে পারলো না তখন ট্রাইবেকারে চার তিন গোলে জিতে যায় ফুলবাড়ী বাস স্ট্যান্ড ক্লাব।তারা ব্যান্ড পার্টি নিয়ে এসেছিল। জেতার সঙ্গে সঙ্গে ব্যান্ড পার্টি গুলো ব্যান্ড বাজাতে শুরু করে।খেলা হয়েছিল ৬০ মিনিটের আমরা বেশ ভালোভাবেই সেই খেলাটা উপভোগ করি। এ সময় চারপাশে অনেক দোকান ছিল আমি একটি দোকানে যাই এবং ঝাল মুড়ি খাই। ঝাল মুড়ি খেতে খেতে ফুটবল খেলাটি দেখি।

20230609_184813.jpg

20230609_183351.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZysREMB8zjUwUs3U28Dgq5...6GDBNJCmAd5JNGWLPSkuM888uyEzyBgMoeFJwAqVPrXj9kr2ZxfAAZ52YNYHTgxako2YfB8eBek887u6aX6V6xSrNFswxpNSqg9oo9aGj9PXQiHCj9R7TnZTvn.png


আপনারা কোথায় কোথায় এই রকম মিনিবার ফুটবল টুর্নামেন্ট দেখেছেন অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHherMXdd7WgN8njYmw78rCTC...923jDPN36y1mC6nREgXLxpVNKY67PEB4YJ8cskAjk61zvxTRrXgaQQvTunA3og4Yf8mwMEEke9xojaKLxamdxm2nQR1Pken3K2jviauVWtn2WPfY4gwfKMThHP.gif



FB_IMG_1673841505965.jpg
আসসালামু আলাইকুম, আমার নাম মোঃ রাহুল কাজী। আমার স্টিমিট ব্যবহারকারীর নাম @রাহুলকাজী। আমি দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার বাসিন্দা। আমি বর্তমানে দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে পড়ছি। আমি আমার পরিবার ও সমাজের মানুষকে খুব ভালোবাসি। আমি খেতে এবং আঁকতে ভালোবাসি। আমি সত্যিই steemit কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মিনিবার ফুটবল। মিনিবার ফুটবল খেলা দেখতে অনেক ভালোই লাগে। মাঝে মাঝে গ্রামে এই রকম খেলা হয়।আপনি মিনিবার ফুটবল নিয়ে খুব সুন্দর একটা পোস্ট শেয়ার করছেন ভাই। ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে।

অবেক সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে। ফুটবল খেলা দেখতে আমার খুব ভালো লাগে। ফুটবল খেলা প্রায় সবারই প্রিয় একটি খেলা। তবে মিনিবার ফুটবল সামনাসামনি আমি কখনো দেখিনি। আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে

Loading...

মানবতার দেওয়াল কমিটির আয়োজনে অনুষ্ঠিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট খেলাটি ভালোই উপভোগ করেছেন। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ আপনাকে।

ফুটবল খেলা আমার পছন্দের একটি খেলা। আগে মাঠে প্রতিদিন ফুটবল খেলতে যেতাম এখন আর তেমন খেলা হয় না।দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বেশ জাঁকজমক একটি খেলার আয়োজন করা হয়েছে। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে

মিনিবার ফুটবল খেলা নিয়ে আপনি অসাধারণ একটি পোস্ট করেছেন।তবে আমি সরাসরি কখনো মিনিবার ফুটবল খেলা দেখিনি। আপনার পোস্টের মাধ্যমে এই খেলাটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ আপনাকে।

আপনার শেয়ার করা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে এই মিনিবার ফুটবল টুর্নামেন্ট টি উপভোগ করার জন্য অনেকে আসেন। দিনাজপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর ভিতরে এই খেলাটি অনুষ্ঠিত হওয়ার ফলে বাহির থেকে খেলাটি সুযোগ থাকে ন। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

ধন্যবাদ আপনাকে।

ফুটবল খেলা দেখে না এমন মানুষ পাওয়া যায় না। ফুলবল একটি ঐতিহ্যবাহী খেলা, দিনাজপুরের মিনিবার ফুটবল টুর্নামেন্ট নিয়ে সুন্দর উপস্থাপন করছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ আপনাকে।

কাজি কি ফুটবল খেলতে পারে? ফুটবল খেলা অনেক বেশি জনপ্রিয় খেলা। প্রতিটি মানুষ ফুটবল খেলা দেখতে অনেক ভালোবাসে। গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত ফুটবলার জনপ্রিয়তা সবার ঊর্ধ্বে। অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ।

আসেন একদিন খেলা হবে।

ফুটবল একটি আন্তর্জাতিক খেলা। এই খেলা সবাই পছন্দ করেন৷ সে যে টাইপেরই ফুটবল খেলা হোক না কেন৷ ফুটবল খেলা দেখতে ভালোই লাগে৷ ৯০ মিনিটের টানটান উত্তেজনা ভালোই লাগে।

ধন্যবাদ আপনাকে।