নববর্ষের উদযাপনের এক বাস্তব চিত্র ফুটে উঠেছে। নতুন বছর নতুন সম্ভাবনা, নতুন আশা। নতুনভাবে বাঁচার প্রেরনার কথা বলা হয়েছে। নববর্ষের
Source:pixels
“পান্তা ইলিশ”
প্রধান আকর্ষন “পান্তা ইলিশ”-এর কথা চমৎকারভাবে উঠে এসেছে। বন্ধুদের সাথে মেলায় ঘোরা, মাটির ব্যাংক কেনা, নাগরদোলা ইত্যাদি বিষয়গুলো স্মৃতি হয়ে এখানে বিধৃত হয়েছে। প্রত্যেকেই তার নিজের শৈশবের স্মৃতিকে লালন করে , তেমনি এখানে আমার প্রিয় শুভ্রর বৈশাখী উদযাপনের স্মৃতি সুন্দরভাবে ফুটে উঠেছে।