সৈয়দপুর শহরের অন্যতম "রংধনু" পার্ক ভ্রমন।

in hive-131369 •  2 years ago 

আমি @riyan1020
বাংলাদেশ থেকে।

০৫ ই ফেব্রুয়ারী ২০২৩ খ্রিষ্টাব্দ ।


আজ রোজ রবিবার

সসালামু আলাইকুম,প্রিয় স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির ব্লগারবৃন্দগন সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সকলে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।



IMG_20230221_143404.jpg

ভ্রমন করতে কার না ভালো লাগে। ভ্রমন করতে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। তেমনি ভাবে আমিও ভ্রমন করতে ভালোবাসি। আমি অবসরে যখনি সময় পাই তখনি বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন ও আত্মীয় স্বজনদের নিয়ে ভ্রমনে বাহির হওয়ার চেষ্টা করি। তবে বন্ধুদের সাথে ভ্রমন করার মজাই অন্য রকম। তাই আজ হঠাৎ করেই আমরা বন্ধুরা মিলে ট্রেনে করে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেই। সৈয়দপুর শহরে এসেই আমরা সর্বপ্রথমে তাজিরউদ্দিন হোটেল দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর আমরা একটু বিশ্রাম নিয়ে একটি অটো ঠিক করে শহরের বাহিরে ঐতিহ্যের বিষয় খুঁজতে বের হলাম। কিছু দূর পথ অতিক্রম করার পর আমাদের একজন বন্ধু শহরে ফিরে যাওয়ার জন্য অটো ভ্যানকে বলে। পরে আমরা শহরে প্রবেশ করার আগে সিদ্ধান্ত নেই রংধনু পার্কে ভ্রমন করতে।

IMG_20230221_143443.jpg
রংধনু পার্ক :

আমরা রংধনু পার্কের সামনে এসে অটো থেকে নামলাম। এরপর কয়েকজন মিলে পার্কের প্রবেশ পথের কাছে এসে সর্বপ্রথম ২০ টাকা করে ৫ টা টিকেট কেটে নিলাম। টিকেট কাটা শেষ করে আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে একটি লোহার তৈরি ব্রীজ। এই ব্রীজের উপর দিয়ে দর্শনার্থীরা পাড় হয়ে তারা মুল পার্কটি ভ্রমন করেন। রংধনু পার্কের ছায়ানিবিড় পরিবেশ ও প্রাকৃতিক দৃশ্য মানুষকে মুগ্ধ করে। পার্কের ভিতরে কয়েকটি দোকান পাট রয়েছে।

IMG_20230221_143524.jpg

পার্কটি মুলত শিশুদের বিনোদন ও আনন্দ উপভোগ করার জন্য তৈরি করা হয়েছে। এখানে ছোটদের দোল খাওয়ার জন্য দোলনা রয়েছে। বাচ্চারা সেখানে বসে বসে দোল খায়। এছাড়াও বাচ্চাদের দোলনার পিছনে একটি ট্রেন ও রয়েছে। অবশ্য ট্রেনে বসে ৩ রাউন্ড ঘুরলে ২০ টাকা টিকিট কেটে উঠতে হবে।

IMG_20230221_145302.jpgIMG_20230221_145209__01.jpg
IMG_20230221_145456.jpg

এছাড়াও এমন অনেক রাইড রয়েছে যেখানে বসে দোলা খাওয়ার জন্য ও বসে কয়েকটি রাউন্ড ঘোর পাক খাওয়ার
জন্য রাইড গুলো ব্যবহার করা। এখানে ছোট বাচ্চারা অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারবে। তবে পার্কটির কাজ এখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। স্বয়ং সম্পূর্ণভাবে কাজের পরিসমাপ্তি করতে এখনো অনেক সময় লাগবে।

IMG_20230221_145433.jpg
IMG_20230221_145339.jpg
IMG_20230221_145331.jpg

রংধনু পার্কটি যেহেতু ছোটদের বিনোদনের একটি জায়গা সেক্ষেত্রে আমরা সরকারি ছুটির দিনে গিয়ে ও তেমন কোন লোকজনের আনাগোনা দেখা যায় নি। এখান কার রংধনু পার্কটিতে গোসল করার জন্য সুইমিং পুল রয়েছে।

IMG_20230221_145311.jpg
IMG_20230221_145253.jpg

তবে এই পার্কটিতে পরিবারের সাথে প্রবেশ না করাই ভালো। আপনারা বন্ধু-বান্ধবীদের খেলে সেখানে বসে আড্ডা দেওয়া যেতে পারে।

আমার পোস্টটি পড়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন। তবে আমার লেখার মধ্যে কোন প্রকার ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
ফোনের বিবরণঃ
ক্যামেরাOneplus
ধরণরংধনু পার্ক
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@riyan1020
অবস্থানপার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ।
ধন্যবাদান্তে,
@riyan1020.
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

এই রংধনু পার্কে অনেক আগেই গিয়েছিলাম। তবে রংধনু পার্কটি বেশ সুন্দর আর শৃঙ্খলা সম্পূর্ন ভাবেই চলে। কিন্তু অনেক দর্শনীয় এখানে ঘুরতে আসে। এই রংধনু পার্কে পিকনিক খাওয়ার মতো ভাল জায়গায়। আপনার পোস্ট পড়ে ভাল লাগল। শুভ কামনা রইল ধন্যবাদ।

সৈয়দপুর এর রংধনু পার্ক অনেক সুন্দর। কয়েকবার যাওয়া হয়েছে এই রংধনু পার্কে। ছোট নদীর উপর আগে কাঠের ব্রীজ ছিলো সেখান দিয়ে পার হয়ে রংধনু পার্কে যাওয়া লাগতো,তবে এখন লোহার ব্রিজ করছে। অনেক ধন্যবাদ ভাই

এই রংধনু পার্কে আমি অনেক আগেই গিয়েছিলাম। রংধনু পার্কটি বেশ সুন্দর আর সম্পূর্ন ভাবেই ভালো। যখন রংধনু পার্কের নির্মাণ কাজ শেষ হয়নি তখন আমি ঘুরতে গেছিলাম। কয়েকজন বন্ধু মিলে ঘুরে আসছি। পরবর্তীতে আর যাওয়া হয়নি। তবে এখন দেখছি অনেক সুন্দর নির্মাণ করেছে। একদিন যেতে হবে গিয়ে ঘুরে আসতে হবে। গেটের সাথে ঢোকার ব্রীজটি আগে কাঠের ছিল এখন দেখছি লোহার ব্রিজ হয়েছে। আপনি সৈয়দপুর রংধনু পার্ক নিয়ে অনেক ভালো লিখেছেন। পার্ক সম্পর্কে আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিল।

ধন্যবাদ।

সৈয়দপুর শহরে অন্য তম একটি বিনোদন কেন্দ্র রংধনু পার্ক। আমি ও কিছু দিন আগে বন্ধুদের সাথে গিয়েছিলাম। বেশ সুন্দর একটি জায়গা। রংধনু পার্ক নিয়ে ভালো উপস্থাপন করেছেন আপনি । ধন্যবাদ

ধন্যবাদ।

সৈয়দপুরের রংধনু পার্ক অনেক সুন্দর। সেখানে ছোট নদীর উপর আগে কাঠের ব্রীজ ছিলো সেখান দিয়ে পার হয়ে রংধনু পার্কে যাওয়া লাগতো,তবে এখন লোহার ব্রিজ করছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

ধন্যবাদ।

রংধনু পার্কের নাম অনেক শুনছি কিন্তু এখনো যাওয়া হয় নাই, আমরা যেতে চাইছিলাম ওখানে পিকনিক খাইতে,তবে যাওয়া হয়নি,আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাই, আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ।

ভাই ঘোরাঘুরি তো মনে হয় ভালোই করলেন।পার্কটি দেখেই মনে হচ্ছে অনেক সুন্দর। আপনার পোষ্টের মাধ্যমে পার্কটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। বিভিন্ন রাইড সম্পর্কে অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন।শুভকামনা রইল আপনার জন্য

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

রংধনু পার্ক নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এটি আমাদের বাসা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। অনেক সুন্দর একটি জায়গা।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে লিখেছেন ভাই। অসাধারণ হয়েছে পোস্টি।ধন্যবাদ।

ধন্যবাদ।

সৈয়দপুর রংধনু পার্ক নিয়ে ভালো উপস্থাপনা ভাই। আমি সৈয়দপুর এই পার্কে ঘুরতে গিয়েছিলাম। অনেক সুন্দর একটি পার্ক।