ভিটামিন সমৃদ্ধ কিন্তু টক জাতীয় একটি ফল আমড়া।

in hive-131369 •  last year  (edited)
আসালামু আলাইকুম
আশা করি ,মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সবাই অনেক ভাল আছেন।আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আমি @rumana12 আজকে আলোচনা করব আমাদের চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের সামনে অবস্থান করে একজন আমড়া বিক্রেতা এবং ওনার ছোট্ট সেই দোকান নিয়ে।আশা করি আপনাদের সকলকে আমার পোস্টটি ভালো লাগবে।চলুন তবে দেরি না করে শুরু করা যাক।

1000001887.jpg



আমাদের দেশে বিভিন্ন ধরনের ফলমূল পাওয়া যায়। আর ফলমূল খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কম। টক জাতীয় ফলগুলো আমার কাছে বেশি প্রিয়। আমি আজকে এমন একটি টক জাতীয় ফল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমড়া আমাদের সকলের পরিচিত একটি ফল। এটি একটি টক জাতীয় ফল। যদিও এখন শুধু টক নয় ,মিষ্টি আমড়াও পাওয়া যায়।এখন বাজারে বিক্রি হয় এমন বেশিরভাগ আমড়া গুলো মিষ্টি আমড়া।


1000001885.jpg


অনেকদিন পর চিরিরবন্দর রেলওয়ে স্টেশন দিয়ে চিররবন্দর উপজেলায় গেলাম। স্টেশনে এই আমড়া দোকান দেখেই দাঁড়িয়ে পড়লাম । প্রথমে শুধু দোকানটাই ছিল। বিক্রেতাকে দেখতে পাচ্ছিলাম না দোকানের আশেপাশে কোথাও। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থায় বিক্রেতা আমাকে দেখে চলে আসলেন। ওনাকে আমড়ার দাম জিজ্ঞেস করলে তিনি বললেন, কোনটা ১০ টাকা এবং কোনটা ৫ টাকা। ৫ টাকা দিয়ে একটা আমড়া কিনে নিলাম। আমার কেনা আমড়ার উপরে কিছু লবণ ঝাল তিনি ছিটিয়ে দিলেন।


1000001855.jpg


বিক্রেতা কে জিজ্ঞেস করলাম- উনি কতদিন থেকে এখানে দোকান করেন? তিনি উত্তরে বললেন, তার সেই দোকান স্থায়ী না। তিনি গত এক সপ্তাহ থেকে এখানে অবস্থান করছেন। এর আগেও তিনি বেশ কয়েকবার এখানে দোকান দিয়েছিলেন আবার অন্য জায়গায় দোকান নিয়ে গেছিলেন। এভাবে অস্থায়ীভাবে তিনি বিভিন্ন জায়গায় তার সেই আমড়া দোকান বসান। তিনি বেশ কয়েক বছর ধরে এই ফলটি বিভিন্ন জায়গায় বিক্রি করেন। ওনার দোকানে কিছু আমড়া তিনি ছুলে রেখেছিলেন এবং কিছু আমড়া এমনি ছিল।


1000001854.jpg


আমড়া আমাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে। আমার নানু বাড়িতে একটা আমড়া গাছ আছে। গাছটিতে বছরের বারোমাস আমড়া ধরে। নানু বাড়িতে গেলেই সবাই মিলে একসাথে বসে আড্ডা দিতে দিতে এই আমড়া ফল লবণ, ঝাল, মশলা ও তেল দিয়ে মেখে প্রায়ই খাওয়া হয়। এভাবে আমড়া মেখে খেতে আমার অনেক ভালো লাগে।


1000001857.jpg

1000001856.jpg


আমড়া একটি ভিটামিনসমৃদ্ধ খাবার। আমড়া চাষে বিষের বা অন্যান্য রাসায়নিক সার কিংবা কীটনাশক এর তেমন ব্যবহার নেই বললেই চলে। তাই এটা আমাদের শরীরের তেমন কোন ক্ষতি করে না। প্রতি 100 গ্রাম আমড়া ফল থেকে আমরা ২০ গ্রাম ভিটামিন সি পেয়ে থাকি। এটি একটি আয়রন সমৃদ্ধ খাবার। এটি ওজন কমাতে সাহায্য করে। এবং রক্তস্বল্পতা দূর করতেও আমড়া খুব উপকারী।


1000001858.jpg


আশা করি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে ।ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমড়া ফলটি আপনাদের কেমন লাগে তা অবশ্যই জানাবেন।




ধন্যবাদ সবাইকে ।



1000000844.png


1000000848.jpg

আসসালামু আলাইকুম, আমার নাম রুমানা পারভীন। আমার steemit আইডি নাম @rumana12 আমার বাসা দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায়।আমি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এ কম্পিউটার ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আমি ভ্রমণ করতে এবং নতুন কিছু শিখতে খুব পছন্দ করি। অবসর সময় গান শুনতে আমার অনেক ভালো লাগে। আমি steemit এ কাজ উপভোগ করি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমড়া খেতে পছন্দ করি না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যদিও খেতে একটু টক তথাপি খেতে অনেক মজা লাগে। আমি ঢাকা থেকে বাড়ি আসার সময় গাড়িতে আমড়া দেখলেই অবশ্যই কিনে খাব। তাছাড়া ভিটামিন সি আমাদের শরীরের জন্য অনেক উপকারী।

ধন্যবাদ আপনাকে।

আমড়া অনেক জনপ্রিয় একটি খাবার, আমড়া একটু খানি টোক হলেও খেতে খুবই সুস্বাদু এবং মজাদার একটি ফল, আমড়া আমার একান্ত প্রিয় একটি খাবার, আমড়া সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন, ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য আপু।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

চিরিরবন্দর রেলওয়ে স্টেশনের এই আমড়ার দোকানদারের কাছ থেকে প্রায়ই আমড়া খাওয়া হয়। আমড়া খেতে বেশ ভালোই লাগে। দারুন লিখেছেন আপনি ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে দেখে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আমড়া একটি টক জাতীয় ফল। আমড়া ফলে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে। আমড়া আমার অনেক পছন্দের একটি ফল। যা খেতে অনেক সুস্বাদু ও মজাদার।

ধন্যবাদ আপনাকে।

আমড়া নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। বাস এবং ট্রেন জার্নি করার সময় আমড়া বেশি খাওয়া হয় আমার। আমড়া ফলের উপকারিতাগুলো অনেক সুন্দর ভাবে আপনি তুলে ধরেছেন। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।শুভকামনা রইল আপনার জন্য

আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

টক মিষ্টি আমড়া ভিটামিন জাতীয় ফল। মেয়েদের এই ফল অনেক পছন্দের। আমাদের বাড়িতে আমড়া গাছ রয়েছে। আমড়ার আচার খেতে অবশ্যই অনেক সুস্বাদু লাগে। আপনি অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

আমড়া টক হলেও আমার অনেক পছন্দের একটি ফল, আমড়াতে অনেক পরিমাণ ভিটামিন সি রয়েছে, আপনি আমড়া সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন, পোস্টি পরে খুবই ভালো লাগলো, আপনার ফটোগ্রাফি গুলোও চমৎকার ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার কভার ফটোটি দেখে আমার আমড়া খেতে ইচ্ছে করছে। বাস এবং রেল স্টেশনে এরকম আমড়া বিক্রেতা দেখা যায় অনেক। সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা আমরা পাইকারি দরে কিনে একটি একটি করে বিক্রি করে থাকেন। বিক্রি করার পূর্বে এরা আমড়া থ গোলাপ ফুলের মত করে কেটে চার দিক থেকে লবণ মাখিয়ে দেন। যারা দীর্ঘ সময় ভ্রমণ করে আসেন তাদের কাছে এটি খেতে অনেক বেশি সুস্বাদু লাগে। অনেক ধন্যবাদ এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

আমড়া খেতে আমার খুবই ভাল লাগে।এতে প্রচুর ভিটামিন সি রয়েছে। ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই উপকারী। এমন দোকান বিভিন্ন বাজারে বসে বা স্কুল কলেজের সামনে বসে।আমি প্রায়ই আমড়া কিনে খাই।এবার আমাদের বাড়ির গাছেও আমড়া ধরেছে।চিরিরবন্দরে আমার কখনও আমড়া খাওয়া হয় নি। সুন্দর একটি কন্টেন্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনার আমড়ার ছবি গুলো দেখে আমার জিভে জল চলে আসলো। আমড়া মাখা আমার ভিষণ পছন্দের। এই আমড়া মাখার দোকান গুলো ট্রেনেই বেশি দেখা যায়।আমি কুষ্টিয়া যাওয়ার সময় ট্রেনে এক আমড়া ওয়ালার কাছ থেকে আমড়া মাখা খেয়েছিলাম।ঐ আমড়ার স্বাদ যেন এখনো আমার মুখে লেগে আছে।ধন্যবাদ আপু সুন্দর এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বাহ্ অসাধারণ একটা পোস্ট উপস্থাপন করেছেন।আপনার তোলা আমড়ার ছবি দেখে আমার জিভে জল চলে আসতেছে।আমড়া কম বেশি সবাই পছন্দ করে।এটা টক জাতীয় ফল হলেও এটার চাহিদা অনেক।আপনি আমড়া এবং বিক্রেতা নিয়ে সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার আমড়ার পোস্ট দেখে এখন আমরা আমড়া খেতে মন চাচ্ছে। আমরা গুলো দেখে খুব লোভনীয় মনে হচ্ছে। পুষ্টির সমৃদ্ধ আমড়া নিয়ে খুব সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আমড়া ওয়ালাকে কে ভাইরাল করে দিলেন উনি কি জানে ☺️? আমড়া ভিটামিন সি জাতীয় একটি ফল। তবে পাকা আমড়া থেকে ভিটামিন-এ এবং ভিটামিন সি পাওয়া যায়। আমড়া আমাদের ভিটামিন সি ঘার্টি পুরন করে থাকে। আমাদের এলাকায় ছোট আমড়া দিলেও ১০ টাকা নেয়।

আমড়া একটি টক জাতীয় ফল। এতে প্রচুর পরিমানে ভিটামিন - সি আছে যেটা আমাদের শরীরের জন্য উপকারী। বাইরে গিয়ে ঝালমুড়ি বা পচা বাসি খাবার না খেয়ে আমরা এগুলো খেতে পারি। সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু।

This fruit very delicious.