গ্রাম বাংলার মহিষ পালন

in hive-131369 •  2 years ago 

স্টিম ফর ট্রেডিশনের সবাইকে আমার সালাম আসসালামু ওয়ালাইকুম। আমি @sadikhajannat আপনারা সবাই কেমন আছেন । আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষ সম্পর্কে। প্রাচীনকালে মহিষ কি কি উপকারে আসতো তার সম্পর্কে আজ আমি আপনাদের বলবো। তাহলে শুরু করা যাক প্রাচীনকালের মহিষের গুরুত্ কতটা ছিলো।

1678710706272.jpg

আজ আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম। আসার সময় দেখতে পাই একটি মাঠে অনেক গুলো মহিষ শুয়ে আছে। তাদের দেখা শোনা করার জন্য আবার মানুষ ও রয়েছে। তাদের জিজ্ঞেস করলাম আপনার কি এগুলো দেখা শোনা করেন তিনি বললেন হ্যা করি। তাদের প্রতি দিন সময় মত খাবার দেওয়া থেকে শুরু করে সব কাজ তারা করে থাকেন। মহিষের গায়ের রংকালো ধুসর বাদামী রঙের হয়।

1678710692972.jpg

তারা মহিষ থেকে দুধ পায় আবার সেই দুধ বাজারে বিক্রি করে। আবার সেই দুধ দিয়ে দই, মিষ্টি ইত্যাদি নানা রকম খাবার তৈরি হয়। মহিষের মাংস ও খেতে অনেক মজার এর মাংস নাকি অনের রোগের জন্য উপকার। কিন্তু আগের মতো এখন আর মহিষ দেখা যায় না । আগের দিনে গ্রামে গঞ্জে চার পাশে মহিষ দেখা যেতো কিন্তু এখন আর যায় না।

1678710699686.jpg

আগে দেখা যেতো মহিষ দিয়ে জমি চাষ করা হতো। এতে জমির উর্বরতা বারে।ফসল ভালো হয়। আবার মহিষের গাড়ি ও ছিলো যা দিয়ে মানুষ ঘোরাফেরা করতো। আগের দিনে দুরের পথ মানুষ মহিষের গাড়ি করে যেতো। আবার নানা রকম উৎসবে মহিষের গাড়ি দেখা যেতো। আগের দিনে মহিষের গুরুত্ব অনেক ছিলো। কিন্তু এখন আর সেরকম নেই। এখন জমি চাস করার জন্য নানা রকম মেশিন বের হয়েছে। আবরার চলাচলের জন্য ভ্যান, রিকশা, অটো,মোটর সাইকেন, বাই সাইকেল, বাস, ট্রেন, ইত্যাদি সব বের হয়েছে।

1678710685603.jpg

আগের দিনে মানুষ হাত দিয়ে মহিষের দুধ দুইতো কিন্তু এখন আর তা করতে হয় না। সেটা করার জন্য মেশিন ব্যবহার হয়। মহিষের হাড় , চামড়া, দাত, দিয়ে আবার নানা রকম জিনিসপত্র তৈরি করা হয়। মহিষের গোবর শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করি। এটি আবার গ্যাস হিসেবে উৎপন্ন করা হয়।

1678715270926.jpg

এখন সেভাবে মহিষ দেকা যায় না এগুলো সাধারণত চর বা নদী এলাকায় এগুলো দেখা যায় মহিষ নরম মাটিতে থাকতে পছন্দ করে। মহিষ কাদামাটি এবং পনিতে গড়াগড়ি করতে পছন্দ করে। আরামের জন্য পানি আর ছায়া যুক্ত জায়গায় থাকতে আরাম বোধ করে। মহিষ গড়ে ১৫ বছর বাচে। এবং ১৬ থেকে ১৭ টি বাচ্চা প্রদান করে থাকে।

1678710675083.jpg

আমি শুনেছি আমাদের বাড়িতে মহিষ ছিলো। আমার দাদর অনেক মহিষ ছিলো। কিন্তু এখন আর নেই। আমাদের দেশে মহিষের চাহিদা কম হলেও বিদেশে এর চাহিদা অনেক। সেখানে মহিষের চাহিদা খুব কারণ মহিষ পালন করা খুব ভালো। এর রোগ কম হয় এর দুধ অনেক এবং তার মাংস ও অনেক দামি তার হাড়,দাত,চামড়া ইত্যাদি নানা রকম জিনিসপত্র তৈরি করা হয়। তাই আমাদের দেশে এর গুরুত্ব কম হলেও বিদেশে এর গুরুত্ব অনেক। আগের দিনে মহিষের গুরুত্ব অনেক ছিলো। এখন আর নেই।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রাম-বাংলার মহিষ পালন পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আগে গ্রামে মহিষ পালন করা হতো। এখন আর আগের মতো মহিষ দেখা পাওয়া যায় না। ছবি গুলো ফ্রেশ রাখার চেষ্টা করেন। তবে আমার সন্দেহ হচ্ছে ছবিগুলো কপি করা।

না ভাইয়া এগুলো ফোনে তোলা কপি করা না। আমি এখনো কোনো ছবি কপি করি নাই আর করবো ও না। চেষ্টা করবো সব সময় যেনো ফোনের তোলা পিক আপলোড দিতে বা আরো ফ্রেশ করতে পারি। ধন্যবাদ আপনাকে

Loading...

আগেকার সময়ে বা প্রাচীনকাল এই মহিষ গাড়ি কিংবা গরুর গাড়ির প্রচলন থাকায় এই মহিষ দেখা যেত। তবে এই মহিষ প্রায় দেখা যেত প্রতিটি গ্রামগঞ্জে। আপনার পোস্ট পড়ে ভাল লাগল আপু। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন।

ধন্যবাদ

আমি যমুনা নদীর বিভিন্ন চরে এরকম মহিষ পালন করতে দেখেছি। এগুলোকে বাথান বলা হয়। সেখানকার পরিবেশ সত্যিই অনেক সুন্দর না গেলে কেউ বুঝতে পারবে না। অনেক ভালো লিখেছেন আপু,নিয়মিত ক্লাস করে পোস্ট কোয়ালিটি উন্নতি করুন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ

ভেড়া আমাদের গ্রামে অঞ্চলে আগে অনেক দেখা যেত। কিন্তু সময় ও যুগ পরিবর্তনের সাথে সাথে ভেড়া এখন প্রায় বিলুপ্তর পথে। আগের মতো ভেড়া আর দেখা পাওয়া যায় না। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।

আমি তো মহিষের কথা বলেছি আপু

মহিষ এখন গ্রাম বাংলাই দেখা যায় না। আগের মানুষ এই মহিষে করে অনেক কাজ করতো কিন্তু এখন আধুনিকতার ছোঁয়ায় সব কিছু হারিয়ে গেছে। আপনার পোস্টের মহিষের ছবি গুলো দেখে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা পোস্ট করার জন্য।

ধন্যবাদ

আপনার পোস্ট কোয়ালিটি খুব একটা ভাল না তবে আপনাকে মার্কডাউন সম্পর্কে জানতে হবে। আপনার তোলা ছবিগুলো লম্বালম্বিভাবে তোলা যাবে না। তাতে পোস্ট কোয়ালিটি ভাল দেখায় না। আপনার তোলা ছবিগুলো কার কাছে থেকে নেয়া মনে হচ্ছে।

গ্রাম বাংলার মহিষ এটা একটা সৌন্দর্য, তবে এখন মহিষ দেখাই যায় না, আপনি মহিষ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট করছেন আপু, মহিষ এর দুধ এবং মাংস দুইটাই পুষ্টিকর খাবার, অনেক তথ্য শেয়ার করেছেন অনেক সুন্দর আপনাকে।

ধন্যবাদ

মহিষ পালন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।তবে গ্রাম অঞ্চলে তেমন একটা দেখা যায় না। আগে গ্রামের মানুষ মহিষ পালন করত। সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনার এই পোস্ট এর ছবি গুলো সত্যিই সন্দেহজনক। আপনি কোথা থেকে এই ছবি গুলো সংগ্রহ করেছেন৷ আপনি ছবি গুলো লোকেশন এ্যাড করুন৷ এবং এই ছবি গুলো যদি আপনার না হয়৷ তাহলে রেফারেন্স দিন৷