আসসালামু আলাইকুম
স্ট্রিম ফর ট্র্যাডিশন কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকে আমি আপনাদের সামনে বাজারের কিছু দৃশ্য নিয়ে আলোচনা করব।
আমি এবং আমার এক বড় ভাই আমরা দুজনে হাঁটতে হাঁটতে বাজারে যাই।বাজারে যাওয়াটা আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু বাড়িতে ভালো না লাগায় আমরা বাজারে গেছিলাম সময় কাটানোর জন্য।বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা হোটেলে নাস্তা করার জন্য ঢুকি।তখন আমি লক্ষ্য করলাম হোটেল থেকে কিছুটা দূরে একটা সবজির বাজার দেখা যাচ্ছে।তো আমরা নাস্তা শেষ করে সেই সবজির বাজারে যাই।সেখানে সারিবদ্ধভাবে অনেক সবজির দোকান বসেছে।দেখে মনে হচ্ছিল যেন সবজির মেলা বসেছে।আমি সেগুলো বেশ উপভোগ করেছি এবং কিছু ছবিও তুলেছি।আপনাদের সামনে তুলে ধরব বলে।
আমাদের এই সবজির বাজারটি বেশ বিখ্যাত। সপ্তাহে দুই দিন(শনিবার ও বুধবার )বসে এই বাজার। প্রায় সাত আট টা গ্রামের মানুষ এই সবজির বাজারে বাজার করে। এই দুইদিন বাজারে প্রচুর লোকের সমাগম হয়।বাজারের কানায় কানায় মানুষ দিয়ে ভরপুর হয়ে যায়।
আমাদের এই সবজি বাজারে সব ধরনের সবজি পাওয়া যায়।এগুলো তারা বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে কিনে এনে এই বাজারে বিক্রি করে।যেমনঃফুলকপি,বাঁধাকপি,আলু,পটল,বেগুন,টমেটো, মুলা ইত্যাদি ইত্যাদি সবজি পাওয়া যায়।এমনকি এই বাজারে সব মসল্লা জাতীয় দ্রব্য পাওয়া যায়।এখানে প্রায় সবাই খুচরা ব্যবসায়ী।দুই এক জন পাইকারি ব্যবসায়ীও আছে।এখানে খুব অল্প দামে সবজি পাওয়া যায়। ব্যবসায়ী রা তাদের সবজি বিক্রি করে অনেক লাভবান হয়।তাদের লাভের টাকা দিয়ে তারা সংসার চালায়।তারা তাদের অল্প টাকা দিয়েই এই ব্যবসা পরিচালনা করে।
আমাদের এই বাজারে সাখ খুব বিখ্যাত। খুব অল্প দামে পাওয়া যায়। তারা তাদের নিজের জমিতে আবাদ করা শাক বাজারে এনে বিক্রি করে।তারা বাজারে শাক বিক্রি করার আগে জমি থেকে সাখ তুলে এনে বাজারে এসে বিক্রি করে।এজন্য সাখগুলো অনেক সতেজ থাকে। আর খেতেও অনেক সুস্বাদু হয়।গ্রামের শাকসবজি গুলো অনেক সতেজ থাকার কারণে এগুলো খেতে অনেক সুস্বাদু হয়।
আশা করি আমার এই পোস্টটি আপনাদের সকলকে অনেক ভালো লাগবে।আপনারাও হয়তো গ্রামের বাজার থেকে শাকসবজি কিনে খেয়েছেন।সেগুলো খেতে কেমন সুস্বাদু এটা হয়তো আমার থেকে আপনারাই ভালো বলতে পারবেন।আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে চলাফেরা করতে পারি এবং ভালো থাকতে পারি।আপনারাও অনেক ভালো থাকবেন এবং নিজের যত্ন নিবেন।
Regard's @sadmansakib9
গ্রাম বাংলার হাট বাজার গুলো দেখতে অনেক সুন্দর লাগে। একসাথে অনেকগুলো দোকান পাশাপাশি থাকে। আর গ্রামের হাটে সবকিছু টাটকা শাকসবজি পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ার জন্য 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম বাংলার ঐতিহ্য হচ্ছে হাটবাজার।হাটবাজার সম্পর্কে আপনি বেশ সুন্দর বর্ননা দিয়েছেন আর ছবিগুলো ভাল হয়েছে। আপনার জন্য শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ 🥰
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit