স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একজন গরীব অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য অর্থ দান।

in hive-131369 •  2 years ago 

আসসালামু আলাইকুম, সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা ভালোই আছেন।

IMG_20230520_174639.jpg

"স্টিম ফর ট্রাডিশন" কমিউনিটির উদ্যোগে এই সপ্তাহে আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে একজন অসহায় গরিব ব্যক্তিকে তার চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়ে সাহায্য করে থাকি। আসলে আমাদের কমিউনিটির সদস্য @polash123 তার বাবা শারীরিক দিক থেকে অনেক অসুস্থ। তিনি অত্যন্ত গরীব। তারপরও তিনি কারো কাছে না পেতে পরিশ্রম করে সংসার চালানোর চেষ্টা করে গেছেন। তিনি বিগত ১ মাস থেকে খুবই অসুস্থ। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। ডাক্তার তাকে কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য দিয়ে ছিলেন। তার সকল পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট যাচাই-বাছাই করে ডাক্তার বলেছেন তার রক্ত শূন্যতা ও একটি কিডনির সমস্যা হয়েছে। এরপর ডাক্তার তাকে কিছু দিনের ওষুধ দিয়েছেন তা খাওয়ার জন্য। আর ওষুধ খাওয়া শেষ হলে ডাক্তার পূনরায় আবার তাকে চেক করে দেখবেন এবং তাকে ৫ ব্যাক রক্ত দেওয়ার জন্য বলেছেন। অতঃপর @polash123 আমাদের কাছে তার বাবার সমস্যার কথা তুলে ধরলে আমরা ২ জন মডারেটর পর্যবেক্ষণ করে তাদের জবানবন্দি নিয়ে ও সকল রিপোর্ট দেখে আমাদের চ্যারিটি ফাউন্ডেশন থেকে ৫০০০ টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করি।

IMG-20230522-WA0003.jpgIMG-20230522-WA0002.jpg

IMG_20230520_174616.jpg

যে সকল মডারেটর ও মেম্বার উপস্থিতিতে আমরা খাদ্য বিতরণ করতে আমরা সক্ষম হয়েছি তাদের নাম তালিকাভুক্ত করা হলোঃ

ক্রমিক সংখ্যামডারটরের নাম
০১@md-sajalislam(mod)
০২@rahul989 (mod)
০৩@polash123
০৪@ahanaf057
আসেন আমরা সকলে একত্রিত হয়ে একজন অসহায় গরিব মানুষের মুখে একবেলা হলে ও তাদের খাবার পৌছানোর ব্যবস্থা করি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@polash123 I wish your father a speedy recovery. I really appreciate the help this project is giving to the poor people. It is a great blessing to help that taking medicine helps a sick person. My thanks to all the moderators of the community including @toufiq777 for this charity work. ❤❤

আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুক। এই কামনাই করি৷

আল্লাহ তায়ালা @polash123 ভাইয়ের বাবাকে সুস্থতা দান করুন। আমাদের স্টিম ফর ট্রাডিশন কমিউনিটি তাদের চ্যারিটিকে ধন্যবাদ জানাই। তারা এত সুন্দর মহৎ কাজ করেছেন।

এই ধরনের উদ্যোগে আল্লাহ আপনাদের সকলের মনস্কামনা পূরণ করুক। আল্লাহতালার কাছে পলাশ ভাইয়ের বাবার সুস্থতা কামনা করি।

আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো লাগলো। এভাবে এগিয়ে যাক আমাদের কমিউনিটি, অসংখ্য ধন্যবাদ ভাই মহৎ একটা কাজ করার জন্য।

দোয়া করি তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হোন।আল্লাহ যেন তাকে সুস্থ ও সুন্দর জীবনে ফিরিয়ে আনে এই কামনাই করি।

আল্লাহ উনাকে দ্রুত সুস্থতা দান করুন এবং ধন্যবাদ প্রতিটি টিম মেম্বারকে এত মহৎ একটি কাজ করার জন্য।

আল্লাহতালার কাছে দোয়া করি পলাশ ভাইয়ের বাবাকে যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন। আর আমাদের কমিউনিটির পক্ষ থেকে এরকম ভাবে যেন মানুষকে আরো দান করা হয় তার জন্য বিশেষ অনুরোধ রইল আপনাদের প্রতি। খুব সুন্দর একটি উদ্যোগ। ধন্যবাদ আপনাদেরকে।

আমি পলাশ ভাইয়ের বাবার জন্য দ্রুত সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে দোয়া করতেছি। আল্লাহ যেন পলাশের বাবাকে দুরুত্ব সুস্থতা দান করে । অসুস্থ মানুষকে সাহায্য করা অনেক বড় একটি গুন। আশা করি আল্লাহ দান করার মাধ্যমে আপনাদের মনের সকল আশা পূরন করবে।

দোয়া করি আংকেল যেনো তারাতাড়ি সুস্থ হয়ে উঠেন।খুব ভালো একটা কাজ করেছেন ভাইয়া আপনারা।আল্লাহ আপনাদের ভালো করুক।দোয়া রইলো আপনাদের জন্য, অনেক দূর এগিয়ে জান।

এই ধরনের উদ্যোগ গ্রহণ করার আল্লাহ এই কমিউনিটি প্রত্যেকটি সদস্যের বিপদ আপদ থেকে রক্ষা করুক।আল্লাহ তাআলা পলাশ ভাইয়ের বাবা'কে দ্রুত সুস্থ করে দিক। আমিন।

আল্লাহ্ তায়ালা যেন @polash123 ভাইয়ের বাবাকে সুস্থতা দান করেন। আমরা সকলেই তার বাবার জন্য দোয়া করবো। বিশেষ করে স্টিম ফর ট্রেডিশন কমিউনিটি সকল মডরেটরদের আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। 💞

নিঃসন্দে এটি একটি মহৎ কাজ। আপনাদের এই কাজের প্রশংসা করতে বাধ্য হলাম। আমি আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি অসুস্থ মানুষটির জন্য। আপনাদের চেষ্টায় আল্লাহতালা ওনাকে সুস্থতা দান করুক।