স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে অসহায় গরিব দুঃখী মানুষের মুখে খাদ্য বিতরণ।

in hive-131369 •  2 years ago 

আসসালামু আলাইকুম, সুপ্রিয় ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা ভালোই আছেন।

GridArt_20230226_231321719.jpg

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে বিগত ৩-৪ মাস আগে একটা চ্যারিটি একাউন্ট খোলা হয়। এই চ্যারিটি একাউন্ট খোলার মুল কারন হচ্ছে গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের মুখে একবেলা খাবার পৌঁছানো। আমাদের উদ্দেশ্য অসহায় মানুষকে খাবার দেওয়া। আমাদের যতটুকু সাধ্য আমরা আমাদের পক্ষ থেকে তাদের খাবার যোগানোর চেষ্টা করছি। আমাদের মাধ্যমে যদি কোন অসহায় মানুষ খাবার পেয়ে খুশি হয় সেটাই আমাদের কমিউনিটির সার্থকতা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি মানুষের মুখে হাসি ফুটানোর। আমরা গতকালকে আমাদের উপজেলার কিছু গরিব অসহায় মানুষের কাছে খাদ্য বিতরণ করেছি। তবে একটা দুঃখের বিষয় হলো আমরা বিগত ২ মাস থেকে কারনবশত খাদ্য বিতরণ করতে পারি নি। তবে এখন থেকে আমরা প্রতি সপ্তাহে আমাদের সাধ্যমত অসহায় মানুষের কাছে খাদ্য বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করব।

20230225_173331~2.jpg

20230225_173541~2.jpg

20230225_173906~2.jpg

20230225_174214~2.jpg

20230225_174302~2.jpg

20230225_174133~2.jpg

20230225_174117~2.jpg

আমাদের কমিউনিটির মডারেটরের সাহায্যে আমরা চ্যারিটির খাদ্য বিতরণ করতে সক্ষম হয়েছি। যেসব মডারেটরের মাধ্যমে আমরা খাদ্য বিতরণ করেছি তাদের নাম তালিকাভুক্ত করা হলোঃ

ক্রমিক সংখ্যামডারটরের নাম
০১@toufiq777
০২@rahul989
০৩@shamimhossain
০৪@sohanurrahman
০৫@riyan1020

আমরা আমাদের কমিউনিটির পক্ষ থেকে চ্যারিটি একাউন্টের মাধ্যমে অসহায় মানুষদের পাশে থেকে তাদের খাবারের যোগানের চেষ্টা চালিয়ে যাব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আলহামদুলিল্লাহ, অনেক মহৎ উদ্যোগ। খুবই ভালো লাগলো, এভাবেই এগিয়ে যেতে হবে। সব সময় দোয়া ও শুভ কামনা রইলো।

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটি অনেক ভালো কাজ করছে প্রংশনীয় কাজ। চালিয়ে যান ভালোবাসা চিরন্তন থাকবে। আসলে আমাদের সমাজে অনেক অবহেলিত মানুষ আছে যারা ভালো সুযোগ সুবিধা পায় না। আপনারা তাদের নিয়ে কাজ করছেন। অনেক ভালো লাগলো। মন ছুয়ে গেল।

আলহামদুলিল্লাহ নিশ্চয়ই এটি একটি প্রশংসা কাজ। খাদ্যদান সবথেকে বড় একটি দান এর মাধ্যমে একজনের খুদা নিবেরন করা হয় হয়। দোয়া রইল অনেক এগিয়ে জাবেন ভাইয়া।

স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি কে অনেক ধন্যবাদ জানাই। তার এভাবে অসহায় গরীব মানুষের পাসে দারিয়েছে। আপনাদের জন্য দোয়া রইলো, আপনারা যেনো সব সময় এভাবে অসহায় গরীব মানুষের পাসে দাড়াতে পারেন, আল্লাহ যেনো আপনাদের সেই তৌফিক দান করেন, আমিন।

খুবই অসাধারণ একটা উদ্দ্যগ গ্রহন করেছেন। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উদ্ধগতির জন্য গরীব অসহায় মানুষেরা প্রয়োজনীয় খবারের যোগান দিতে পারছে না। এমত অবস্থায় আপনাদের অসহায় মানুষের পাশে দাড়ানোর মনোভাব মানবিকতার পরিচায়ক। আমি মন থেকে দোয়া করি আপনাদের সকলের আল্লাহ তায়ালা ভালো জায়গায় পৌঁছে দিক যাতে এভাবেই গরীব অসহায় মানুষের পাশে থাকতে পারেন।

সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে তাদের মুখে খাবার দিতে পারি। আর আপনার সকলেই আমাদের পাশে থাকলে হয়তো আমরা ভালভাবেই এগিয়ে যাব।

মহান আল্লাহ তা'আলা আপনাদের এই মহৎ উদ্যকটিকে কবুল করে নিক। নিঃসন্দেহে এটা অনেক ভালো একটি পরিকল্পনা। আপনাদের এই মহৎ কাজে আমাদের সাধারণ সদস্যদের কোন ছোট্ট সহযোগিতা লাগলেও জানাবেন ভাই অবশ্যই পাশে দাঁড়াবো। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুবই ভালো উদ্যোগ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে অসহায় গরিব দুঃখী মানুষের মুখে খাদ্য বিতরণ কর্মসূচি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উদ্ধগতির জন্য গরীব অসহায় মানুষেরা প্রয়োজনীয় খবারের যোগান দিতে পারছে না। আশাকরি এই খাদ্য বিতরণ কর্মসূচি চলমান থাকবে।