মিট-আপ পর্ব ও গরিব দুঃখী মানুষের জন্য খাদ্য বিতরণ (পর্ব-০১)

in hive-131369 •  2 years ago  (edited)

আসসালামু আলাইকুম, স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির সকল সদস্যগন আপনারা কেমন আছেন? আশা করি সকলেই পরমকরুনাময় আল্লাহ্ তায়ালার অশেষ নিয়ামতে ভালোই আছেন।

IMG-20230311-WA0016.jpg

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির উদ্যোগে মডারেটর ও মেম্বারদের সাথে একের অপরের সুসম্পর্ক প্রতিষ্ঠা করার জন্য সবার সাথে সবার কথোপকথন ও শিক্ষার দানের জন্য মিট-আপের ব্যবস্থা করা হয়। আমরা সবাই মিলে উদ্যোগ নিয়েছি কমিউনিটি গ্রো করার লক্ষ্যে, মেম্বারদের পোস্ট কোয়ালিটি,সঠিক ভাবে ক্লাসের মাধ্যমে শিক্ষা দান ও সততা এবং নিষ্ঠার সাথে কিভাবে কাজের মাধ্যমে তাদের উন্নতি সাধন করা যায়। সেজন্য প্রতি মাসে ১ থেকে ২ বার মিট-আপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আগামীকালকে মিট-আপ করার জন্য সকলেই একত্রিত হওয়ার চেষ্টা করেছি। তবে দুঃখের বিষয় হলো কমিউনিটির ২৮ জন মেম্বারের মধ্যে মাত্র ১১ জন মডারেটর ও মেম্বারসহ উপস্থিত হতে সক্ষম হয়েছি। আমরা সকলে মিলে খাবারের আয়োজন করেছিলাম। দুপুর বেলা খাবার খাওয়ার পর আমরা কয়েকজন গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছি। খাওয়া শেষ করে বিশ্রাম করে আমরা মেম্বারদের নিয়ে প্রমোশন করার চেষ্টা করেছি। এরপর মেম্বারদের কোয়ালিটি সম্পন্ন পোস্ট করার জন্য ও কপিরাইট এবং প্লাগারিজম সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।

IMG-20230311-WA0020.jpg
IMG-20230311-WA0021.jpg
যারা উপস্থিত হয়েছিলেন মিট-আপ করতে:
ক্রমিক সংখ্যানামপদবি
০১@toufiq777মেম্বার
০২@rahul989মডারেটর
০৩@riyan1020মডারেটর
০৪@sohanurrahmanমডারেটর
০৫@shamimhossainমডারেটর
০৬@polash123মেম্বার
০৭@ahanaf057মেম্বার
০৮@as-arafat435মেম্বার
০৯@rahulkaziমেম্বার
১০@masud-ranaমেম্বার
১১@mainunaমেম্বার

এই মিট-আপ এর সকল খরচ @toufiq777 বহন করেছেন৷ পরবর্তী থেকে এই একাউন্ট থেকে সকল খরচ বহন করা হবে ইনশাআল্লাহ।

আমরা সকলে মন থেকে চাই সবাই পরের মিট-আপে একত্রিত হয়ে আমাদের এই মিট-আপ পর্ব টি আরো প্রাণবন্ত করে তোলার চেষ্টা করবে। সকলে সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুভ কামনা রইলো। প্রত্যেককে আমরা পরের তরে। এরকম একটি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উদ্যোগ গ্রহণকারীদের দীর্ঘায়ু কামনা করছি।

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটি সুন্দর একটি পদক্ষেপ গ্রহন করেছে। ইনশাআল্লাহ আমি পরের মিট-আপ পর্বে থাকার জন্য চেষ্টা করব।

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটি অনেক ভালো একটি পদক্ষেপ গ্রহন করেছে। মিট-আপ পর্ব ও গরিব দুঃখী মানুষের জন্য খাদ্য বিতরণ। প্রথম মিট-আপে যা বুঝতে পারলাম তা হলো মডারেটর ও মেম্বারদের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা ও শিক্ষার দানের জন্যই মিট-আপের ব্যবস্থা করা হয়। আমি চেষ্টা করব পরবর্তী মিট-আপেও উপস্থিত থাকার। এবার মোট ১১ জন মডারেটর ও মেম্বারসহ উপস্থিত হয়েছে আশা করি সামনে আরো বেশী হবে। আমাদের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের তাই আমরা সকালে কমিউনিটির স্বার্থে ভালো মানের কাজ করে যাব, ইনশাআল্লাহ। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটি অনেক ভালো কাজ করছে।

প্রসংশ্রনীয় উদ্যোগ, শুভ কামনা রইলো প্রিয় ষ্টীম বাসীর জন্য।

আপনারা অনেক সুন্দর একটা প্রোগ্রাম করেছেন। দেশ এবং সমাজের মানুষের সেবা করেছেন। আসলেই খাদ্য দান অনেক বড় একটা দান। আশা করি এরপরে আরো ভালো কিছু করবেন। অনেক সুন্দর হয়েছে আপনাদের পোস্টি।অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের মাঝে শেয়ার করার জন্য।

স্টিম ফর ট্রেডিশন কমিউনিটি পক্ষ থেকে অনেক ভাল একটি উদ্যোগ গ্রহন করেছেন সত্যি প্রশংসনীয়। কে বা কয়জন গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ায় তাদের মুখে একবেলা ভাত দেয়। শুভকামনা রইল ভাল থাকবেন সকলেই।

খুবই ভাল একটি পদক্ষেপ গ্রহণ করেছেন। এরকম উদ্যোগ নেওয়ার জন্য স্টীম ফর ট্রাডিশনের সকলকেই অসংখ্য ধন্যবাদ।