কন্টেস্ট - আপনার এলাকার একটি ভিন্নধর্মী নামধারী স্থান সম্পর্কে বিস্তারিত তুলে ধরুন

in hive-131369 •  2 years ago 

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

Picsart_23-07-19_13-22-12-997.jpg

ছবি সোর্স

আমাদের সকলেরই এলাকায় কিছু ভিন্নধর্মী নামের স্থান রয়েছে। যেমন, বাজার, রাস্তা, বাড়ি, স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির ইত্যাদি। এই স্থান গুলোর নাম কোন না কোন কারণে দেওয়া হয়েছে৷ সেটি কোন বিশেষ ব্যক্তির নাম, অথবা কোন ঐতিহাসিক ঘঠনার কারণে দেওয়া হয়ে থাকতে পারে৷ আপনাদের সেই স্থান সম্পর্কে লিখতে হবে৷ ঐ স্থানের নাম উল্লেখ করতে হবে৷ কেন ঐ স্থানের নাম 'ক' হলো সেটি লিখতে হবে৷

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মঃ
  • আপনার এলাকার একটি ভিন্নধর্মী স্থান সম্পর্কে লিখুন৷ স্থানটির নাম, কেন এই নাম দেওয়া হয়েছে, এর পিছনে কোন ঘঠনা আছে কিনা তা উল্লেখ করতে হবে।

  • কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট ইমেজ ব্যবহার গ্রহণযোগ্য হবে না।

  • বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।

  • পোস্ট অবশ্যই টুইটারে টুইট করতে হবে৷ ট্যাগ - $steem #steemit @steemit

  • পোস্ট এর লিংক শেয়ার করতে হবে৷

  • ৫ জন ব্যক্তিকে মেনশন করতে হবে৷ অবশ্যই অন্য কমিউনিটির একটিভ মেম্বার হতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টীম পরিমান
১ম পুরষ্কার১৫ স্টীম
২য় পুরষ্কার১০ স্টীম
৩য় পুরষ্কার৫ স্টীম
৪র্থ পুরষ্কার৩ স্টীম
৫ম পুরষ্কার২ স্টীম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

১৯-০৭-২০২৩ থেকে ২৬-০৭-২০২৩ তারিখ দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ২৬ জুলাই রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার অংশগ্রহণ
https://steemit.com/hive-131369/@pea07/29l4tv-or-by-pea07

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

দারুন একটি কনটেস্টেড আয়োজন করেছেন অংশগ্রহণ করার চেষ্টা করব অবশ্যই।

This contest has been included in the daily Active Contest List

Contest Alerts: Active Contest List on 19th July 2023 - Win 800+ STEEM

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।

অনেক সুন্দর একটা কন্টেনের আয়োজন করছেন।আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।এতো সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।

বাহ্ বেশ ইউনিক একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। প্রতিযোগিতা সকল নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।

খুবই সুন্দর একটি প্রতিযোগিতার বিষয়বস্তু। আসলেই আমাদের অনেকের এলাকাতে এরকম ভিন্নধর্মী কোন না কোন স্থান অবশ্যই রয়েছে। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সেই স্থানগুলো সম্পর্কে জানতে পারব এবং নিজেদের এলাকার ভিন্নধর্মী স্থান সম্পর্কে আপনাদের জানাতে পারব । ধন্যবাদ এমন ভিন্নধর্মী একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

খুবই চমৎকার একটি কন্টেস্ট। খুব তাড়াতাড়ি অংশগ্রহণ করার চেষ্টা করবো।

আমার অংশগ্রহণ -

https://steemit.com/hive-131369/@aslamarfin/24w9sx

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ

https://steemit.com/hive-131369/@mdparvaj/6zkyik