"প্রসঙ্গঃ ঘুরাঘুরি"
আশা করি আপনারা সবাই ভাল আছেন । আপনাদের দোয়ায় আল্লাহতালার রহমতে আমিও ভালো আছি। দিনটি ঠিক মনে নেই। তবে যখন আমার ফোন হারিয়ে গেছিল তখন কুমিল্লা ছিলাম আমি। তখন গেছিলাম কুমিল্লা ধর্মসাগর উদ্যান শিশু পার্ক। সেখানে গিয়ে অবশেষে খুজে পেলাম মটু পাতলু ও চিংগাম স্যারকে। তাহলে শুনুন বন্ধুরা সেই পার্কে যাওয়ার অনুভূতিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। কাজ শেষে বিকেলের দিকে সবাই মিলে চলে গেলাম কুমিল্লা ধর্মসাগর উদ্যান পার্কের উদ্দেশ্যে। হেটে এটাই সেখানে চলে গেলাম কারণ আমাদের থাকার জায়গা থেকে অল্প একটু দূরত্বে সেই জায়গাটা। এখানে গিয়ে প্রথম গেটে ঢুকতেই দেখলাম আইসক্রিম গান লাগাই দিয়ে আইসক্রিম বিক্রি করতেছে । এরপর কিছু সামনেই যেতে দেখলাম শুধু জোড়া জোড়া পাখি বসে আছে। তখন আমাদেরও কিছু ইচ্ছা জাগলো তাই আমরা ছেলেরা মিলেই জোড়া জোড়া হয়ে বসলাম।কিছু সময় সেখানে শয়তানি করেই আমরা সামনের দিকে এগোতে থাকলাম। সামনে যেতেই দেখলাম চড়ার মত অনেক কিছুই তৈরি করে রেখেছে সেই পার্কে। সেগুলোর মধ্যেই দেখলাম মটু পাতলু ও চিংগাম স্যার কে বানিয়ে রেখেছে। সেগুলো দেখেই আর দেরি না করে ছবি তুলতে লাগলাম।
|
|
|
|
|
ধীরে সবার সাথে ছবি তুলতে থাকলাম। এরপর সেখানে সবাই মিলে একটু মজা মাস্তি করতে থাকলাম। তারপর সবাই চারদিকে আবার ঘুরতে থাকলাম।
অবশেষে সেখানেই সন্ধ্যা হয়ে গেল। তাই দেরি না করে আমরা সবাই মিলিয়ে সেখানে কিছুটা নাস্তা করলাম। নাস্তা শেষে আমাদের থাকার জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু সময় হাঁটার পর সেই আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম।
আশা করি আমার কাটানো সময়টুকু আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা কামনা করে আজকের মনে এখানে শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
মোটু পাতলু সবারই পছন্দের একটি কার্টুন।সব বাচ্চারাই এই কার্টুনটি দেখতে খুবই পছন্দ করে। তবে আমার কেনজানি ভাল লাগে না।এক্সট্রা ড্রামাটিক লাগে।পার্কটিতে নিশ্চয়ই অনেক ভাল সময় কাটিয়েছেন। মোটু পাতলুর থেকে চিংগাম স্যারকে বেশি ভাল লাগছে।ছবিগুলো দারুণ তুলেছেন। পার্কটিতে বেশ কয়েকটি রাইড রয়েছে। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/neha3332221/status/1696486316337455614?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মটু পাতলু আমার পছন্দের কার্টুন। কুমিল্লা ধর্মসাগর উদ্যান শিশু পার্কে সুন্দর সময় কাটিয়েছেন। এরকম শিশু পার্ক গুলো আমার অনেক প্রিয়। এক এক করে প্রিয় কাটুনের সবার ভাস্কর গুলো দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দেখি বেশ ভালই ঘুরাঘুরি করেন। ছোটদের জনপ্রিয় কার্টুন সিরিজ মটু পাতলু। আমিও সময় পেলে মটু পাতলা দেখি। আপনার সাথে মটু পাতলুর বেশ ভালো মানিয়েছে ভাই। এমন পার্ক গুলোতে তুলনামূলক অনেক মানুষের সমাগম দেখতে পাওয়া যায়। এর আগে আমি ধর্ম সাগর পার্কের কথা অনেক শুনেছি। কখনো আমার ধর্ম সাগর পার্কে যাওয়া হয়নি। ছবি গুলো সুন্দর তুলেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কার্টুনের মধ্যে মটু পাতলু কার্টুন আমার খুবই প্রিয়। যদিও বড় হয়েছি এরপরেও কাটুন দেখতে এখনো অনেক ভালো লাগে। আপনি মটু পাতলু কার্টুনের সবগুলো ক্যারেক্টারের ভাস্কর গুলোর সঙ্গে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে বাচ্চাদের অনেক জনপ্রিয় একটি কার্টুন। কুমিল্লা গেলে এই ধর্মসাগর উদ্যান শিশু পার্ক দেখার ইচ্ছে রয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মটু পাতলু বাচ্চাদের অনেক প্রিয় একটি কার্টুন। বাচ্চারা মটু পাতলু দেখার জন্য অনেক আগ্রহ প্রকাশ করে। এটি একটি বিনোদন মূলক কার্টুন। বাচ্চাদেরকে নিয়ে যখন একটু টিভি দেখতে বসি তখন তারা এই মটু পাতলু নিয়েই ব্যস্ত থাকে । আমার একটি ভাগিনা আছে যে মটু পাতলু ছাড়া কিছুই বুঝেনা। তাকে যদি সময় দেয়া হয় টিভি দেখার জন্য সে রিমোট হাতে নিয়েই প্রথমেই মটু পাতলু চ্যানেলে ক্লিক করবে। বাচ্চাদের অনেকটাই মটু পাতলু পছন্দ বলে অনেক শিশু পার্ক এ দেখা যায় মটু পাতলু কার্টুন গুলো দিয়ে নানারকম খেলনা পুতুল বানিয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সংক্ষিপ্ত ভাবে সব কিছু তুলে ধরেছেন তবে উপস্থাপনা সুন্দর হয়েছে। কুমিল্লা ধর্মসাগর উদ্যান পার্ক এ মটু,পাতলু,চিংগাম এর সাথে দেখা করার অনুভুতি আমাদের সাথে শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ।আমি কুমিল্লা গিয়েছি বেশ কয়বার,তবে এ পার্কে যাওয়া হয়নি।এবার কুমিল্লা গেলে আমি আপনার মতো ধর্মসাগর উদ্যান পার্কে যাবো।ছবি গুলো সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মটু পাতলু আমার একটি পছন্দের কার্টুন। প্রায় সব বাচ্চারাই মটু পাতলু কার্টুনটির সাথে পরিচিত। এজন্য বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য মটু পাতলু এদের মুর্তি বসানো হয়েছে। খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। খুব সুন্দরভাবে আলোচনা করছেন ফটোগ্রাফি গুলোও অনেক সুন্দর হয়েছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমানে মটু পাতলু একটি জনপ্রিয় কার্টুন শো। ছোট বড় প্রায় সব বয়সের মানুষ এ কার্টুন শো টি দেখেন। আমিও এর ব্যতিক্রম নই। আমি আমার ভাইয়ের সাথে বসে ল্যাপটপে ও টিভিতে মাঝে মাঝেই মটু পাতলু দেখি। মটু পাতলু এর বন্ধুত্বই তাদের এই কার্টুন শোটিকে আরো জনপ্রিয় করে তুলেছে। অনেক সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কমিউনিটির নিয়ম মেনে চলেন। পোস্ট কোয়ালিটির উন্নতি করতে হবে। আগামীকাল হ্যাংআউটে উপস্থিত থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুমিল্লা গিয়ে ভালোই ঘুরাঘুরি হয়েছে দেখছি। মটু পাতলু ছোট বাচ্চাদের আবেগ। ছোটবেলায় আমিও অনেক কার্টুন দেখতাম। ধর্মসাগর উদ্যান পার্কে গিয়ে নিশ্চয়ই অনেক মজা করেছেন। সেখানে প্রবেশ মূল্য কতো ছিলো...??? আর পার্কে গিয়ে কতোগুলো মেয়ে দেখলেন...???
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্টের মান বৃদ্ধিতে মার্কডাউন ব্যবহার করুন।। আপনার পোস্টের মান কোন উন্নত নয়। এই ধরনের পোস্ট গ্রহনযোগ্য না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit