,,সবার প্রিয় পার্বতীপুর আদর্শ কলেজ ভ্রমণ,,

in hive-131369 •  last year 

আসলাম আলাইকুম
আমি @shahin05

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রথমে জানাই Steem for tradition এর সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমাদের সবার প্রিয় কলেজ "পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ"। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক :
" পার্রতীপুর আদর্শ ডিগ্রি কলেজ"

আমাদের সবার প্রিয় পার্বতীপুর বাজার এ কয়েকটি কলেজ আছে। সেগুলোর মধ্যে ১৯৮৪ সালে অবস্থিত পার্বতীপুর আর্দশ কলেজ। সেটা আমার জানা মতে পার্বতীপুর কলেজগুলোর মধ্যে একটি সেরা কলেজ। এখন সেখানে ইন্টার এর পরীক্ষা চলতেছে। সকালবেলা চাচাতো বোনকে সেখানে নিয়ে আসছিলাম সাথে কিছু সময় কলেজটা পরিদর্শন করে আসছি। প্রথমে গেট এ ডুবতেও অনেক ভালো লাগলো। তবে পরীক্ষা চলাকালীন সময়ে কাউকে ডুবতে দেয় না। কিন্তু সেখানে আমার চাচা ইতিহাস এর একজন শিক্ষক। তার সাথে দেখা করার কথা বলে আমি সেখানে ডুবে পড়ি।

received_1228643814421778.jpeg

তবে গেট দিয়ে অনেক জন এ কাধে ব্যাগ নিয়ে ঘুরাঘুরি করতেছে। হয়তো তারা ব্যাগ নিয়ে এ পরীক্ষা দিতে আসছে। ভিতরে যাওয়ার পর সোজা অফিস এ চলে গেলাম। সেখানে চাচার সাথে মত বিনিময় করার পর একটু বাইরে আসলাম। তবে কলেজ এ ভিতরে বটগাছ এর নিচে অনেক সুন্দর ভাবে একটা জায়গা করে দিয়েছে। যেটা তে একটু আরাম করার জন্য উপযোগী।

তবে সেখানে অনেকজন থাকার কারণে সেখানে সময় কাটাতে পারলাম না। তবে তার পাশে এ শহীদ মিনার বানানো হয়েছে।

received_1463470737733567.jpeg

শহীদ মিনার এর সিঁড়িতে বসেও অনেকজন আড্ডা দেয়। সেগুলো চারপাশে ঘুরাঘুরি করলাম। তবে সেখানের মাঠ, বসার জায়গা সবমিলিয়ে অনেক সুন্দর ছিল। মাঠের অন্য পাশে কিছু রুম আছে। যেগুলো কোনো কাজ এ লাগায় না। অযাথা অনেকগুলো রুম পড়ে আছে। কলেজের বিল্ডিং দুই পাশে দুটো ইন্টার এর জন্য আর অন্য পাশে বিজ্ঞান বা অন্য বিভাগের।

কলেজ ক্যাম্পাস অফিস কক্ষের চারদিকে অনেক সুন্দর ভাবে ফুল লাগানো আছে যেগুলো ঘেরা দেওয়া। তবে ঘেরার মধ্যে ও অনেক মেয়ে সেগুলোর ভিতরে ডুবে ফুল নিজেদের করে নেয়। আর মেয়েরা সবসময় ফুলকে বেশি পছন্দ করে। সেখানে চারদিকটা দেখার পর তাদের পরীক্ষার সময় হয়ে গেছে। তাই সবাই রুমের মধ্যে চলে গেলো। আর সেখানে আমাকে থাকতে দিলো না তাই আমিও কলেজ থেকে বের হয়ে চলে আসলাম।


SamsungA03s
ফটোগ্রাফার@shahin05
লোকেশনপার্বতীপুর


আশা করি আমার কাটানো পার্বতীপুর আদর্শ কলেজ এ সময়টুকু আপনাদের সবার ভালো লাগবে। তাই সবার সুস্থতা দান করে আজকের মনে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের এক সময়ে সুন্দর মূহুর্ত পার করে আসছি।আমি ও পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজে পড়াশোনা করেছি। আজ থেকে প্রায় ৬ থেকে ৭ বছর আগে পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ এমন উন্নতি ছিল না।কিন্তু বর্তমানে এই কলেজ অনেক উন্নতি হয়েছে। পড়াশোনা ভাল হয় এই কলেজে। আদর্শ ডিগ্রী কলেজ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

ধন্যবাদ ভাইয়া।

পার্বতীপুরের মধ্যে সবচেয়ে ভালো কলেজ হলো আদর্শ কলেজ। লেখাপড়ার মান, সৌন্দর্য সব দিক দিয়েই অন্যান্য কলেজগুলোর তুলনায় এগিয়ে এই কলেজ। এই কলেজের নিয়ম-কানুন অনেক কড়া। আদর্শ কলেজ ভ্রমণ নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন। ফটোগ্রাফিগুলোও যথেষ্ট ভালো ছিলো।

ধন্যবাদ

পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ নিয়ে চমৎকার একটি পোস্ট লিখেছেন ভাই। পার্বতীপুর উপজেলায় অনেক কয়েকটি সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে তারমধ্যে এই পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ। পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজটি মুলত হলদিবাড়ি রোডে। আমি এই কলেজের ভিতরে প্রবেশ করিনি। কিন্তু বাহির থেকে অনেকবার গেছিলাম হলদিবাড়ি।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

পার্বতীপুর আদর্শ কলেজ একটি ভালো মানের কলেজ।এই কলেজে অনেক ছাত্র ছাত্রী পড়াশোনা করে। এই কলেজের ক্যাম্পাসটি বেশ সুন্দর। এখানকার পরিবেশ বেশ চমৎকার। আপনি ছবি গুলো বেশ চমৎকার তুলেছেন। এই কলেজটি নতুন বাজার থেকে হলদিবাড়ি যাওয়ার রাস্তায় অবস্থিত। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটা বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া

পার্বাতীপুর আদর্শ কলেজ বর্তমানে পার্বাতীপুর উপজেলার জনপ্রিয় একটি কলেজে। এখানে অনেক ছাত্রছাত্রীদের ভিড় দেখতে পাওয়া যায়। কলেজের শহীদ থেকে শুরু করে মাঠ অনেক বেশি সুন্দর। কলেজের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিয়েছে সারিসারি থাকা দেবদারু গাছ গুলো। অনেক সুন্দর ছবি তুলেছেন ভাই।

ধন্যবাদ

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Ai Content - free

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজের চারপাশের বেশ কিছু ফটোগ্রাফিও আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে চারপাশের পরিবেশটি সবুজে আচ্ছাদিত। আপনার চাচা এই কলেজের ইতিহাস বিভাগের একজন শিক্ষক। সেই সূত্রে হয়তো আপনাকে ঢুকতে দিয়েছিল, না হলে পরীক্ষার সময় সচরাচর কাউকে ঢুকতে দেওয়া হয় না। আপনার পোষ্টের মাধ্যমে কলেজটির বেশ কিছু অংশ দেখা হলো এবং বেশ কিছু তথ্য জানা হলো। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ,,

পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ নিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছেন ভাই, আমি এই পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ দেখতে গিয়েছিলাম। এই কলেজের মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। তবে শুনেছি এই কলেজের পড়াশোনার মান অনেক ভালো। এখান থেকে অনেক ছাত্র-ছাত্রী পড়াশোনা করে জীবনের উন্নত শিওরে পৌঁছেছে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ফটোগ্রাফি দারুন হয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ

পার্বতীপুর আর্দশ ডিগ্রি কলেজ নিয়ে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন।বাংলাদেশের প্রত্যেক স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে শহীদ মিনার রয়েছে।সে শহীদ মিনারে প্রত্যেক ছাত্রছাত্রীর স্মৃতি রয়েছে বলে আমি মনে করি।আমি পার্বতীপুর আর্দশ ডিগ্রি কলেজের নাম শুনেছি তবে যাওয়া হয়নি কখনো।কলেজের মাঠ এবং বিল্ডিংয়ের বিভাগ গুলো নিয়ে এবং ফুল নিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ