"প্রসঙ্গ : রেসেপি"
আশা করি আপনারা সবাই ভাল আছেন । আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আবারো আমাদের সবার প্রিয় কমিউনিটিতে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি পোস্ট। তাহলে বন্ধুরা আর বেশি দেরি না করে আমার তৈরি করা সেই পিঠা রেসিপিটি দেখে নেয়া যাক
রেসিপিটি তৈরি করার জন্য যা যা প্রয়োজন |
---|
১. চালের আটা।
২. মসলা।
৩. হলুদ।
৪. লবণ।
৫. তেল।
৬. বট।
🌮🌮 ধাপ নং- ০১ 🌮🌮 |
---|
প্রথমে আমরা কিছু পরিমাণ বট নিয়ে নিব।
🌮🌮 ধাপ নং- ০২ 🌮🌮 |
---|
বট গুলো ভাজার জন্য একটি কড়াই নিয়ে নিবো। এরপর সেখানে কিছু পরিমাণ তেল দিয়ে সেগুলো ভাজতে থাকবো|
🌮🌮 ধাপ নং- ০৩ 🌮🌮 |
---|
যখন দেখবো বট পরিপূর্ণভাবে ভাজা হয়ে গেছে। তখন আমরা কড়াই থেকে আলাদা একটি পাত্রে রেখে দিব।
🌮🌮 ধাপ নং- ০৪ 🌮🌮 |
---|
পিঠা তৈরি করার জন্য পরিমাণমতো কিছু চালের আটা নিয়ে নিব।
🌮🌮 ধাপ নং- ০৫ 🌮🌮 |
---|
এখন আমরা একটি পাত্রে পরিমাপ মত পানি নিয়ে নিব। সেগুলো পানিতে হলুদ লবণ মসলা দিয়ে দিব এবং পাত্রটি তাপ দেওয়ার জন্য চুলের মধ্যে বসাই দিব।
🌮🌮 ধাপ নং- ০৬ 🌮🌮 |
---|
একটু পর যখন পাত্রে পানি গরম হয়ে আসবে তখন আমরা চালের আটা সেখানে দিয়ে হালকাভাবে নেড়ে নেব।
🌮🌮 ধাপ নং- ০৭ 🌮🌮 |
---|
এখন সেই আটাগুলো দিয়ে আমরা পিঠা বানাবো।
🌮🌮 ধাপ নং- ০৮ 🌮🌮 |
---|
বড় পিঠার অংশটিকে আমরা ছোট্ট একটি গোল অংশ নিয়ে ছোট্ট ছোট্ট করে গোল করে নিব।
🌮🌮 ধাপ নং- ০৯ 🌮🌮 |
---|
ছোট গোল অংশটির উপর আমরা কিছু পরিমাণ বট দিয়ে দিব।
🌮🌮 ধাপ নং- ১০ 🌮🌮 |
---|
হাত দিয়ে আমরা ধীরে ধীরে মোরাতে থাকবো ।
🌮🌮 ধাপ নং- ১১ 🌮🌮 |
---|
অবশেষে আমাদের চিত্রের মত হয়ে যাবে।
🌮🌮 ধাপ নং- ১২ 🌮🌮 |
---|
এখন আমরা সেগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে ছেড়ে দিব।
🌮🌮 ধাপ নং- ১৩ 🌮🌮 |
---|
অবশেষে আমাদের পিঠা ভাজা সম্পূর্ণ হয়ে গেলে আমরা পরিষ্কার একটি পাত্রে নিয়ে নিব।
Realme | C31 |
---|---|
ফটোগ্রাফার | @shahin05 |
লোকেশন | W3W |
❤️ সবাইকে ধন্যবাদ ❤️ |
---|
বাহ্ অসাধারণ একটা রেসিপি পোস্ট উপস্থাপন করেছেন।বট দিয়ে আমি কোনোদিন পিঠা খাইনি।আপনি দারুণ ভাবে ধাপ গুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বট দিয়ে সুন্দর ও মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।আপনার রেসিপি দেখে জিবে জল চোলে আসল। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে সেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এইদিকে সাধারণত নারিকেল বা গরুর মাংস দিয়ে এই পিঠা খেয়ে থাকে। এই পিঠাকে সাধারণত সংসার পিঠা বলা হয়। বট দিয়ে সুন্দর ও মজাদার পিঠা তৈরি ধাপ দেখে বাসায় সহজে বানানো যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বট দিয়ে খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে ৷ বিস্তারিত আলোচনা করেছেন কিভাবে এই পিঠা তৈরি করা হয়েছে ৷ দারুন ফটোগ্রাফি করেছেন আপনি ৷ চেষ্টা করবেন ৩০০ শব্দের বেশি লেখার জন্য ৷ ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বট খেতে আমার অনেক ভালো লাগে। বট দিয়ে তৈরি পিঠা খেতে অনেক সুস্বাদু ও মজাদার। বট দিয়ে তৈরি পিঠা রেসিপির ধাপগুলো সাজিয়ে গুছিয়ে লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ চমৎকার রেসিপি, বট দিয়ে এতো সুন্দর পিঠা বানানো যায়। তা আমার জানা ছিলো না। মনে হয় এই বট পিঠা অনেক সুস্বাদু হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বট দিয়ে অনেক মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন।রেসিপি তৈরির সবগুলো ধাপ অসাধারণ ভাবে তুলে ধরেছেন।আপনার এই রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে। কমিউনিটির নিয়ম মেনে কাজ করেন।শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বট দিয়ে সুন্দর ও মজাদার পিঠার রেসিপি দেখে জিভে পানি চলে আসছে ভাই। বট দিয়ে মজাদার পিঠা কখনোই খাওয়া হয়নি। প্রতিটি ধাপ আপনি বেশ সুন্দর করে উপস্থাপন করেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বট দিয়ে সুন্দর একটি রেসিপি শেয়ার করছেন। তবে আমাদের বাসায় আমরাা নারিকেল দিয়ে এসব পিঠা বানিয়ে থাকি।ধন্যবাদ ভাইয়া পিঠার সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই পিঠা আমি কখনো খাই নি তবে গরুর মাংসের পুলি, গরুর কলিজা দিয়ে পুলি, নারকেল পুলি খেয়েছি। গরুর ভূড়ি দিয়ে যে এই রেসিপি তৈরি করা যায় তা জানা ছিল না।এটি আমার কাছে সম্পূর্ণ নতুন একটি রেসিপি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বট দিয়ে কখনো খাই নি।তবে মাংস বা সবজি দিয়ে বাড়িতে সব সময় রান্না করতো।ভালো পোস্ট করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটার নাম পুলি পিঠা। কেউ নারকেল দিয়ে বানায়, কেউ সবজি, কেউ বট কেউওবা মাংস। খুবই চমৎকারভাবে বট দিয়ে পুলি পিঠা বানানোর রেসিপিটি দেখিয়েছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ অনেক মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করেছেন আপনি। আমার ও প্রিয় একটি খাবার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বট দিয়ে বানানো সামুচা পিঠা অনেক বেশি মজাদার। আপনি বট দিয়ে পিঠা বানানোর রেসিপি অনেক সুন্দর ভাবে দেখিয়ে দিয়েছেন। আপনি ভালো পিঠা বানাতে পারেন বুজা জাইতেছে। এমন সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit