ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন

in hive-131369 •  2 years ago 

মঙ্গলবার
তারিখ - ১৪ মার্চ ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন নিয়ে পোস্ট করতে যাচ্ছি। কিছু দিন আগে স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি একটি কনটেস্ট এর আয়োজন করেছেন। আর আমার এই কনটেস্ট টি অনেক ভালো লেগেছে সেই জন্য আমি এই ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন নিয়ে এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে যাচ্ছি।

Picsart_23-03-14_08-23-39-985.jpg
বিভিন্ন ধরনের মিষ্টান্ন

বন্ধুরা আমরা সকলে মিষ্টি খেতে অনেক পছন্দ করি। আর বিশেষ করে মিষ্টি আমার অনেক পছন্দের একটি খাবার। আর এই মিষ্টির দোকান টি আমাদের শহর পার্বতীপুরে অবস্থিত। আর এই দোকানের নাম শাহ হোটেল। অনেক দূর দূরন্ত থেকে আমাদের শহরে আসে শুধু মাত্র এই হোটেল এর মিষ্টি এবং খাবার খাওয়ার জন্য।

20230313_175125.jpg

আর এই হোটেল টি পার্বতীপুর শহরের মাঝামাঝি অবস্থিত সেই জন্য সব সময় ভিড় লেগে থাকে। আর এখানে মিষ্টির বিভিন্ন আইটেম পাওয়া যায় তো চলুন আপনাদের দেখানো যাক।

20230313_174909.jpg

সব মিষ্টি গুলো এমন একটি সেলফে সাজানো রয়েছে যাতে করে কাস্টমার এসে খুব সহজেই তাদের পছন্দের মিষ্টি নির্বাচন করে ক্রয় করতে পারে। আর এই কৃতিত্ব যায় শাহ হোটেল এর মালিক পক্ষ কে। কেননা তাদের এই সুন্দর বুদ্ধির জন্য তাদের ব্যবসা অনেক এগিয়ে গেছে। আর এই সেলফ এর সামনের অংশে কাচ দেওয়া। কেননা মিষ্টির ভিতরে মাছি কিংবা ধুলা বালি যেনো না পড়ে।

20230313_174949.jpg
কেক সুইট

আমার পছন্দের মিষ্টির মধ্যে কেক সুইট অন্যতম। আর এই কেক সুইট মিষ্টির প্রতি কেজি ৩২০ টাকা করে। যার স্টিম মূল প্রায় ১৫ স্টিম। এই মিষ্টি খেতে অনেক সুস্বাদু।


20230313_174857.jpg
চকলেট চমচম

এই মিষ্টি সবার নজর কাড়ে। দেখতে অনেক সুন্দর এবং লোভনীয়। বিশেষ করে সবাই এই মিষ্টি কম বেশি পছন্দ করে। আর এই মিষ্টি দাম ৪০০ টাকা যার স্টিম মূল্য ১৯ স্টিম প্রায়।


20230313_174929.jpg
ক্ষীর চমচম

ক্ষীর চমচম অনেক জনপ্রিয় একটি মিষ্টি। আর সবাই কম বেশি এই মিষ্টি পছন্দ করে। তবে এই মিষ্টি একটু লম্বা আকৃতির। আর এই মিষ্টির প্রতি কেজি ৩৪০ টাকা যার স্টিম মূল্য ১৬ স্টিম প্রায়।


20230313_174938.jpg
বেবি সুইট

এই মিষ্টি গুলো দেখতে অনেকটা ছোট এবং এই মিষ্টি গুলো বাচ্চাদের অনেক পছন্দের। তবে বিশেষ কিছু মানুষ আছে তারা বড় হওয়া শর্তেও এই বেবি সুইট পছন্দ করে। আর এই মিষ্টি কেজি প্রতি ৩৮০ টাকা যার স্টিম মূল্য ১৮ স্টিম প্রায়।


20230313_174924.jpg20230313_174814.jpg

ক্রিম জাম ও সাই টোস্ট মিষ্টির চাহিদাও রয়েছে অনেক। আর এই মিষ্টির দাম ও একই। প্রতি কেজি ৩৬০ টাকা করে ধরা হয়। আর স্টিম হিসাব করলে দেখা যায় প্রায় ১৭ স্টিম এর মতো খরচ হবে।


20230313_174837.jpg20230313_174933.jpg

ইলিশ পেটি ও লাল মোহন মিষ্টি দেখতে সুন্দর লাগে। দেখতে সুন্দর হলে খেতেও মজা লাগবে। ইলিশ পেটি মিষ্টির দাম ৪৮০ টাকা ও লাল মোহন মিষ্টির মূল্য ৩৪০ টাকা করে।


20230313_174944.jpg20230313_175011.jpg

তবে শাহ হোটেলে দই অনেক সুস্বাদু। এবং দই দুইটি ভাগ আছে সাদা দই এবং লাল দই। প্রতিটি দই এর পাত্রে ১ কেজির একটু বেশি দই থাকে। যার বাজার মূল্য ২৫০ টাকা করে।

মিষ্টির নামপরিমাণটাকার মূল্যস্টিম মূল্য
কেক সুইট১ কেজি৩২০ টাকা১৫ স্টিম (প্রায়)
চকলেট চমচম১ কেজি৪০০ টাকা১৯ স্টিম (প্রায়)
ক্ষীর চমচম১ কেজি৩৪০ টাকা১৬ স্টিম (প্রায়)
বেবি সুইট১ কেজি৩৮০ টাকা১৮ স্টিম (প্রায়)
ক্রিম জাম১ কেজি৩৬০ টাকা১৭ স্টিম (প্রায়)
সাই টোস্ট১ কেজি৩৬০ টাকা১৭ স্টিম (প্রায়)
ইলিশ পেটি১ কেজি৪৮০ টাকা২২ স্টিম (প্রায়)
লাল মোহন১ কেজি৩৪০ টাকা১৬ স্টিম (প্রায়)
সাদা দই১ কেজি২৫০ টাকা১২ স্টিম (প্রায়)
লাল দই১ কেজি২৫০ টাকা১২ স্টিম (প্রায়)
লোকেশনপার্বতীপুর, দিনাজপুর।
ডিভাইসSamsung A52

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

মিষ্টি আমার অনেক পছন্দের খাবার। তবে সব মিষ্টির মধ্যে চকলেট চমচম আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাই। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই।

মিষ্টি নিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন আপনি। প্রতিটি মিষ্টির ছবি খুব সুন্দর ভাবে দাম সহ আপনি উপস্থাপন করেছেন । এছাড়াও এই কমিউনিটিতে যুক্ত হওয়ার পর শাহ হোটেল নিয়ে বিভিন্ন পোস্ট দেখার পর এই হোটেলটি আমার পরিচিত মনে হয় এখন (হাহা)। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপি আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি বেশ চমৎকার একটি ফুড রিভিউ করেছেন।শাহ্ হোটেল এর মিষ্টি বেশ জনপ্রিয় খাবার। এখান কার সবগুলো মিষ্টি অনেক সুস্বাদু খেতে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ দাদা।

বাহ্ আপনি অনেক সুন্দর উপস্থাপন করছেন ভাই। মিষ্টি আমার অনেক পছন্দের। মাঝে মাঝেই মিষ্টি খাওয়া হয়। একবার শাহ্ হোটেল এর মিষ্টি কিনে আনছিলাম। অনেক সুস্বাদু। আবারো গেলে আনবো। অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি। অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

মিস্টি গুলো দেখে খাওয়া ইচ্ছে করতেছে ভাই আপনি অনেক সুন্দর ভাবে ছবি গুলো তুলছেন, শাহ্ হোটেল কম বেশি সবাই চিনে আমি যদি কখনো পার্বতীপুর যায় তখন প্রায় আমি শাহ হোটেলে নাস্তা করি। তবে শাহ্ হোটেলের মিস্টি গুলো নাকি অনেক সুন্দর হয়।আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি অনেক গুলো মিস্টির ছবি ও দাম আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই।

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি ফুড রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। পার্বতীপুর শাহ্ হোটেলের নাম সবাই এক নামে চেনে। শাহ্ হোটেলের নাম শুনলেই প্রথমে যে খাবারগুলো নাম মাথায় আসে সেগুলো হলো মিষ্টি, দই এবং চা।শহরে গেলে আমরা প্রায়ই সেখানে যাই।সেখানকার পরিবেশ আমার খুব ভালো লাগে। আপনি আপনার পোস্টটি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। মিষ্টির সাথে মিষ্টির দাম ও স্টিমমূল্য উপস্থাপন করেছেন যেটা আমার খুব ভালো লেগেছে। মিষ্টি ছাড়া বাঙালির কোনো অনুষ্ঠান চিন্তা করা যায় না। সুন্দর এ পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপি।

ঐতিহ্যবাহী মিষ্টান্ন নিয়ে সুন্দর একটি উপস্থাপন ভাই। ছবিগুলো অসাধারণ হয়েছে। আর একা একা মিষ্টি খেলে হবে 😁 দাওয়াত দেন।

চলে আসেন মিষ্টি খেতে।

ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন

পার্বতীপুরের শাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে অনেক আগে থেকেই নাম করা। আরাফাত ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আপনি ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন নিয়ে করেছেন খুবই ভালো হয়েছে। আমার ছেলে বেবি সুইটস ও রসমালাই খেতে খুব পছন্দ করে। তাই মাঝে মাঝে ওখান থেকে আমি বাবুর জন্যই মিষ্টি গুলো নিয়ে আসি। শুধু বাবুর নাম বললে ভুল হবে। আমিও মিষ্টি অনেক পছন্দ করি বিশেষ করে চকলেট জাম, ক্রিম রোল, ইলিশ পেটিসহ আরো অন্যান্য আরো মিষ্টি আমার ভালো লাগে। আমি জানি না আপনি কেক সুইট কেমন পছন্দ করেন আমি দুবার কিনে বাদ দিয়েছি আর কিনবো না। কারন এই মিষ্টি এতই মিষ্টি ভাই কি বলবো এক বার খেলে আর রুচি থাকে না। ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন নিয়ে একটি সুন্দর পোস্ট করেছেন। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।

ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন নিয়ে আপনি সুন্দর একটি পোস্ট করেছেন

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য করার জন্য। ❤️❤️

পার্বতীপুর শহরে মিষ্টি এবং দই এর প্রভাব হলো পার্বতীপর শাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট। এখানে অনেক সুন্দর মিষ্টি এবং দই পাওয়া যায়, অনেক সুস্বাদু হয়। আপানকে ধন্যবাদ অনেক সুন্দর একটা পোস্ট করার জন্য।

ধন্যবাদ ভাই