আসসালামু আলাইকুম!
আমি @shamimhossain, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।বেশ কিছুদিন আগে @steemitblog তাদের পোস্টে বার্ষিক স্টিমিট এওয়ার্ডস এর ঘোষণা দিয়েছে। আজ আমি @steemitblog এর Steemit Awards Nominations এর পোস্ট অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে আমার এই পোস্টের মাধ্যমে আমার দেখা সেরা ইউজারদের মনোনয়ন দিতে যাচ্ছি।
আমার মতে বেস্ট অথর হলেন @hafizullah ভাইয়া। তিনি আমার বাংলা ব্লগে তিনি অনেক উপদেশ মূলক পোস্ট করেন। তার পোস্ট দেখলে নতুন ইউজাররা অনেক কিছু শিখতে পারবেন। তিনি মার্কডাউন সহ বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করেছেন। @hafizullah ভাইয়া তিনি উপদেশ মূলক পোস্ট করেছেন যেটা নতুন ইউজার দের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার পোস্ট নিয়মিত দেখলে অনেক কিছু আমরা শিখতে পারব। তাই আমি বেস্ট অথর হিসাবে @hafizullah ভাইকে মনোনীত করলাম।
Best contributor হিসেবে আমি @rme দাদাকে মনোনীত করলাম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান রেখেছেন তিনি। শুধু কমিউনিটির সাফল্য নয়, তিনি গঠনমূলক কিছু পদক্ষেপের মাধ্যমে সম্প্রদায়ের মধ্যে স্টিমিটের প্রমোশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ এবং উৎসাহ মূলক কনটেস্ট দিয়ে থাকেন। তাই আমি best contributor হিসেবে আমি @rme দাদাকে মনোনীত করলাম।
Best community হিসেবে আমি Steem For Tradition কমিউনিটি কে মনোনীত করলাম। এই কমিউনিটি আমার সব থেকে প্রিয় কমিউনিটি। এই কমিউনিটিতে বিভিন্ন ধরনের ঐতিহ্য বাহী কনটেস্ট দেওয়া হয় এবং তাদের মধ্যে বিজয়ীদের মধ্যে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়ে থাকে। আর এই কমিউনিটিতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিস নিয়ে পোস্ট করা হয়। আশা করি, ভবিষ্যতে Steem For Tradition কমিউনিটি আরো উন্নতি করবে এবং স্টিমিটের অন্যতম সেরা কমিউনিটি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আমি স্টিমিট টিম কর্তৃক মনোনীত তিনটি বিভাগে আমার ভালো লাগা প্রার্থীদের মনোনীত করেছি। আশা করি এই তিনটি বিভাগে প্রত্যাশিতভাবে সেরা প্রার্থীরাই মনোনীত হবেন। সেই সাথে আমি যাদের মনোনীত করেছি তাদের জন্যও অনেক শুভকামনা রইলো। ধন্যবাদ সবাইকে।
খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit