সকলের প্রিয় খাবার চিকেন ফ্রাই এর রেসিপিsteemCreated with Sketch.

in hive-131369 •  last year 

বৃহস্পতিবার
তারিখ - ৩১ আগস্ট ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে "সকলের প্রিয় খাবার চিকেন ফ্রাই এর রেসিপি " শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

20230829_200809.jpg
চিকেন ফ্রাই
উপকরণ
উপাদানপরিমাণ
মুরগির মাংসপরিমাণ মতো
সয়াসস১ চা চামচ
টমেটো সস১ চা চামচ
আদা বাটাপরিমাণ মতো
রসুন বাটাপরিমাণ মতো
লবনপরিমাণ মতো
গোলমরিচ গুঁড়াপরিমাণ মতো
শুকনা মরিচ গুড়াপরিমাণ মতো
গুধপরিমাণ মতো
ভিনেগার১ চা চামচ
কর্ণ ফ্লোয়ারপরিমাণ মতো
ডিম১ টি
সয়াবিন তৈলপরিমাণ মতো

20230829_144932.jpg
ধাপঃ ০১

চিকেন ফ্রাই করতে হলে সবার প্রথমে আমাদের মুরগির মাংস সংগ্রহ করতে হবে। তারপর পরিষ্কার পানি দিয়ে মুরগির মাংস গুলো ধুয়ে নিতে হবে।


20230829_145818~2.jpg
ধাপঃ ০২

এবার আমরা সব গুলো মসলা একত্রে একটি পাত্রে রেখে দিব। যাতে করে রান্না করার সময় আমাদের সুবিধা হয়।


20230829_145953~2.jpg
ধাপঃ ০৩

এই ধাপে আমরা ১ চা চামচ সয়াসস নিয়ে নিব।


20230829_150124~2.jpg
ধাপঃ ০৪

এবার আমরা ১ চা চামচ টমেটো সস নিব। আর এই সস গুলে দেওয়ার ফলে খাবারের স্বাদ অনেক টাই পরিবর্তন হয়ে যাবে।


20230829_150618~2.jpg
ধাপঃ ০৫

এবার সব গুলো উপকরণ একত্রে মিশিয়ে নিতে হবে তারপর আমাদের রেডি করা চিকেন এর পিচ গুলো ভালো করে নাড়াচাড়া করে ৩০ মিনিট এর জন্য রেখে দিতে হবে।


20230829_174309~2.jpg
ধাপঃ ০৬

এই ধাপে আমাদের পরিমাণ মতো দুধ সংগ্রহ করতে হবে। এবং একটি পাত্রের মধ্যে রেখে দিতে হবে।


20230829_174554~2.jpg
ধাপঃ ০৭

আগে থেকে রাখা দুধের ভিতরে ১ চা চামচ ভিনেগার মিশিয়ে নিতে হবে।


20230829_180807~2.jpg
ধাপঃ ০৮

এবার একটি ডিম নিয়ে দুধের মধ্যে ভালো করে ফাটিয়ে মিশিয়ে নিতে হবে। আর তখন এই দুধ দেখতে হলুদ এর মতো মনে হবে।


20230829_182223~2.jpg20230829_181836~2.jpg
ধাপঃ ০৯

এবার ১ কাপ ময়দা এবং ১/২ কাপ কর্ণ ফ্লোয়ার নিতে হবে।

20230829_182627~2.jpg20230829_182738~2.jpg
ধাপঃ ১০

এই আমরা পরিমাণ মতো লবন এবং মরিচের গুঁড়ো নিবো। তারপর এই সকল উপকরণ একত্রে মিশিয়ে নিবো।


20230829_184049~2.jpg
ধাপঃ ১১

আগে থেকে রেডি করে রাখা চিকেন এর টুকরা গুলো ভালো করে এই ময়দার ভিতরে নাড়াচাড়া করতে হবে। যাতে করে চিকেন এর গায়ে এই ময়দা গুলো ভালোভাবে লেগে থাকে।


20230829_184059~2.jpg
ধাপঃ ১২

এবার আমাদের হালকা পানির ভিতরে দিয়ে পুনরায় ময়দা মাখাতে হবে।


20230829_184220~2.jpg20230829_185212~2.jpg
ধাপঃ ১৩

চিকেন এর গায়ে ময়দা মাখানো শেষ হলে আমরা সব গুলো একত্রে একটি প্লেটের উপরে রেখে দিব।


20230829_194717~2.jpg
ধাপঃ ১৪

এবার আমরা একটি ইলেকট্রনিক চুলার উপরে একটি পাত্র দিয়ে কিছু সময় অপেক্ষা করব তারপর পাত্র টি গরম হলে আমরা তেল দিয়ে দিব। তেল গরম হলে আমাদের তৈরি করা চিকেন গুলো ফ্রাই করা শুরু করব। অবশ্যই খেয়াল রাখতে হবে চুলা টি মিডিয়াম আচে রাখতে হবে। তারপর কিছু সময় ভাজার পরে আমরা এই চিকেন গুলো একটি পাত্রে নামিয়ে নিব।


20230829_200746.jpg
ধাপঃ ১৫

আমাদের চিকেন ফ্রাই সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার আমাদের টেস্ট করার পালা। অবশ্য খেতে অনেক সুস্বাদু হয়েছিল।


ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আমাদের দেশে কিছু ফাস্টফুড খাবারের ভেতর চিকেন ফ্রাই হলো অন্যতম।খেতে বেশ সুস্বাদু হওয়ার কারণে অনেকের কাছে এটি প্রিয়। বিশেষ করে যারা ভোজন রসিক মানুষ। তবে এরকম রেসিপি বাড়ির থেকে রেস্টুরেন্টেই সব থেকে বানানো হয় বেশি। আমি অবশ্য কোনদিন চেষ্টা করিনি বানানোর তবে এবার অবশ্যই চেষ্টা করব।খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে শুভকামনা রইল আপনার জন্য। আমাদেরকেও মাঝে মাঝে দাওয়াত দিয়েন।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ

আমাদের দেশে চিকেন ফ্রাই অন্যতম একটি জনপ্রিয় ফাস্টফুড। চিকেন ফ্রাই গুলো সচরাচর বড় বড় হোটেল বা রেস্তোরাঁয় পাওয়া যায়। আপনি অসাধারণ একটা রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। তবে রেসিপিটি তৈরি করার জন্য বেশ কিছু উপকরণের প্রয়োজন পড়েছে যেগুলো গ্রামের বাজার গুলোতে সব সময় পাওয়া যায় না। তবে আমার কাছে আপনার রেসিপি পোস্টটা অসাধারণ লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ

বাসায় কখনো চিকেনফ্রাই করে খাওয়া হয়নি। বেশির ভাগ সময়েই বাহিরে খেয়েছি ভাইয়া। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর চাবে চিকেনফ্রাই করার রেসিপি দেখিয়ে দিয়েছেন যা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে। আপনি এতো সুন্দর রান্না করতে পারেন আগে আমার জানা ছিলো না ভাই।তবে আপনি আমাদের খাওয়ার দাওয়াতও দিতে পারেন খেয়ে আপনার বিয়ের জন্য দোয়া করে আসলাম।

ধন্যবাদ

ঠিকই বলেছেন সকলের প্রিয় খাবার চিকেন ফ্রাই।এ খাবারের জনপ্রিয়তা অনেক বেশি।যারা খাদ্য রসিক তাদের সকলেই এ খাবারের রেসিপি জানে বলে আমি মনে করি।আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে রেসিপিটি উপস্থাপনা করেছেন।তবে "গুধ পরিমান মতো" লিখেছেন,আমার মনে হয় সেটা দুধ হবে।সংশোধন করে নিলে,যারা চিকেন ফ্রাই এর রেসিপি জানেনা তাদের জন্য অনেক উপকার হতো।আমিও বাসায় প্রায় বানাই।রেস্টুরেন্টে তো প্রায়ই খাওয়া হয়।আপনার ফটোগ্রাফি সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

চিকেন ফ্রাই কমবেশী সবাই পছন্দ করে। KFC এর চিকেন ফ্রাই সারা বিশ্বব্যাপী বিখ্যাত। তবে বাইরের এইসব চিকেন ফ্রাই সাস্থ্যসম্মত হয় না। এগুলো শরীরের জন্য ক্ষতিকর হয়। আপনি খুবই সুন্দরভাবে এটি বাড়িতে তৈরি করেছেন এবং ধাপে ধাপে এই রেসিপিটি দেখিয়েছেন। খাবারটা দেখেই লোভনীয় মনে হচ্ছে।

ধন্যবাদ ভাই