গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী ঝাঁকি জালsteemCreated with Sketch.

in hive-131369 •  2 years ago 

শুক্রবার
তারিখ - ১৪ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে "গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী ঝাঁকি জাল" নিয়ে পোস্ট করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক।

IMG-20230713-WA0014.jpg

গ্রামাঞ্চল বা নদী এলাকায় এই ধরনের ঝাঁকি জাল ব্যবহার করে নদীতে বা পুকুরে মাছ ধরা হয়ে থাকে। আর এই জাল আমাদের দেশের একটি ঐতিহ্য। কেননা এই ধরনের ঝাঁকি জাল অন্য কোথাও পাওয়া যায় না। শুধুমাত্র আমাদের দেশে কিছু কারিগরেরা এই ঝাঁকি জাল তৈরি করে থাকে। আর এই জাল বিভিন্ন সময় বিভিন্ন হাটে বিক্রি করা হয়। আর এই ঝাঁকি জাল বাজার থেকে ক্রেতা চাহিদা মতো বিভিন্ন ধরনের জাল ক্রয় করে থাকে। তবে এই ঝাঁকি জালের বিভিন্ন ধরনের রং বে রঙের জাল পাওয়া যায়। বিশেষ করে এই রঙিন জাল গুলো বিভিন্ন রঙের সুতা দিয়ে তৈরি করা হয়। যেমন : সাদা সুতা দিয়ে প্রথম থেকেই সাদা জাল তৈরি করা হয়। অপরদিকে কালো সুতা দিয়ে কালো জাল তৈরি করা হয়। এই বিভিন্ন ধরনের রং দিয়ে ভিন্ন ভিন্ন কালারের জাল তৈরি করা হয়।

IMG-20230713-WA0007.jpg

আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো একটি মেলা থেকে তোলা। সাধারণত এই মেলায় বিভিন্ন ধরনের জালের হাট বসেছে। এই হাটে দূর দুরান্ত থেকে মানুষজন জাল কেনার জন্য ঐতিহ্যবাহী আফতাব গঞ্জের মন্ডপ মেলাতে এসেছে। এই মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেটা আমি আপনাদের আগে অবগত করেছিলাম। এই জাল গুলো সাধারণত ক্রেতা মাছ ধরার কাজে ব্যবহারের জন্য ক্রয় করে থাকেন। আর ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার বিভিন্ন কৌশল আছে। সেই কৌশল গুলো সাধারণত যারা নদী বা পুকুরে মাছ ধরে শুধুমাত্র তারাই ভালো বোঝে।

IMG-20230713-WA0022.jpg
IMG-20230713-WA0019.jpgIMG-20230713-WA0018.jpg

আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটি কয়েকজন জাল বিক্রেতা তাদের তৈরি করা জাল গুলো মেলাতে বিক্রি করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। অবশ্য এই সময়টা দুপুরের সময় সেজন্য জাল ক্রয় করার জন্য ক্রেতা এখনো বাজারে উপস্থিত হয় নি। তবে আমরা তাদের সাথে কথা বলে জানতে পারলাম এই মেলাতে ভালো রকমের জাল বিক্রি হয়। এই বাজারে এত পরিমাণ চাহিদা থাকায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বিক্রেতা এসেছে তাদের তৈরি করা ঝাঁকি জাল গুলো বিক্রি করার জন্য। দেখে অবশ্য ভালই লাগলো যে এখনো আমাদের দেশে নদী, পুকুর, বিল, হাওড়ে এখানো মাছ ধরার জন্য এই ধরনের জাল ক্রয় করে থাকেন।

IMG-20230713-WA0009.jpg

এবার আমরা দেখতে পাচ্ছি যে একটা ছোট বাচ্চা এই মেলাতে অংশগ্রহণ করেছে। তার বাসায় তৈরি করা জালগুলো বিক্রি করার জন্য। তবে তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে জালের দাম গুলো সাধারণত লম্বা এবং ঘেরের উপরে দাম নির্ধারণ করা হয়। যে জাল যত বেশি লম্বা এবং ঘেরে বেশি সে জালের দাম বেশি। তবে জাল ৮০০ থেকে ১ হাজার টাকার ভিতরে বিক্রি করছে। এমনকি তাদের কাছে বিভিন্ন ধরনের দামি জাল ও কিনতে পাওয়া যায়।

IMG-20230713-WA0004.jpgIMG-20230713-WA0010.jpg

ক্রেতার দৃষ্টি আকর্ষণ করার জন্য বিক্রেতারা এইভাবে জাল গুলো সাজিয়ে রেখেছে যাতে করে খুব সহজে ক্রেতা জালটি দৃষ্টি আকর্ষণ করে জাল গুলো বিক্রি করা যায়।


ডিভাইসSamsung A52
ক্যামেরাG- Cam
লোকেশনআফতাবগঞ্জ , বাংলাদেশ।
ফটোগ্রাফার@shamimhossain

ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রামাঞ্চলের ঐতিহ্যবাহী ঝাঁকি জাল নিয়ে অনেক ভালো লিখেছেন ভাই। এই জাল দিয়ে আমি বেশ কয়েকবার মাছ ধরেছি । ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে ভাই। শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাই

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png

অনেক প্রাচীনকাল থেকে আমাদের দেশে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয়ে থাকে। বিশেষ করে নদী এবং খাল-বিলে মাছ ধরার জন্য সবথেকে বেশি ব্যবহার হয় এই ঝাঁকি জাল।ঝাঁকি জাল কি আপনি নিক্ষেপ করতে পারেন ভাই? আমি বেশ কয়েকবার এই জাল দিয়ে বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলাম। যে ঠ্যালা দিছে ভাই জালের তো ছবি তুলতে দেয় না ওরা।

না ভাই এই জাল দিয়ে আমি মাছ ধরতে পারি না। ধন্যবাদ

মাছ ধরার জন্য ঝাঁকি জাল এর গুরুত্ব অপরিসীম। আমি ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে পারি। আমাদের গ্রামের বাড়িতে ঝাঁকি জাল রয়েছে ।বাড়িতে গেলেই পুকুরে ঝাঁকি জাল দিয়ে মাছ মারা হয়। সুন্দর লিখছেন ভাই অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

গ্রামীণ সমাজে এই ঝাঁকি জালের ব্যবহার অনেক দেখা যায়। পুকুরে মাছ মারার ক্ষেত্রে এই ঝাঁকি জাল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আফতাব গঞ্জের মেলায় ঝাঁকি জালের ফটোগ্রাফি গুলো দারুন করেছেন ভাই।দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

জাল দিয়ে আমিও অনেক মাছ ধরেছি যা হিসাবের বাইরে।আমার বাড়িতে ২০ জাল ছিলো তা দিয়ে প্রতিদিন আমি মাছ ধরতাম। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ

ঝাঁকি জাল দিয়ে মাছ ধরার মজাই আলাদা রকম। আমাদের বাসায় ও ঝাঁকি জাল আছে। গ্রামের লোকেরা পুকুর ও বিলে মাছ ধরার কাজে ঝাঁকি জাল ব্যবহার করে থাকে।

ধন্যবাদ ভাই

সাদা এবং কালো রঙের ঝাকে জল আমি পূর্বেও অনেক দেখেছি কিন্তু আমি কমলা রঙের ঝাকি জল আগে কখনো দেখিনি। যাইহোক আপনি অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আমাদের মাঝে সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ আপি

আগে গ্রামের মানুষ অবসর সময়ে এই ঝাকি জাল বুনতো। তবে এখন আর আমাদের এই দিকে এই জালগুলো তেমন দেখা যায় না। আমি কোনোদিনও জাল নিয়ে মাছ ধরিনি। ঝাকি জাল নিয়ে সুন্দর একটি পোস্ট করেছেন।

ধন্যবাদ

ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে বেশ ভাল লাগে। ঝাঁকি জাল দিয়ে আমি প্রায় পুকুরে মাছ ধরি।ঝাঁকি জালের হাট-বাজারে কিনতে পাওয়া যায়। ঝাঁকি জালের দাম ২০০০ টাকা। ঝাঁকি জাল নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

ধন্যবাদ

গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী ঝাঁকি জাল নিয়ে সুন্দর একটা পোস্ট করেছেন ভাই।ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে খুব সুন্দর লাগে।আমি এখনো কিন্তু ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে শিখেনি।আপনি ঝাঁকি জাল নিয়ে অনেক সুন্দর আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ

ঝাঁকি জাল দিয়ে আমাদের পুকুরে আমার বাবা মাছ শিকার করে থাকে। ঝাঁকি জাল দিয়ে গ্রামের লোকেরা বিলে ও পুকুরে মাছ ধরে থাকে। ঝাকি জাল নিয়ে সুন্দর পোস্ট করেছেন ভাইয়া

ধন্যবাদ আপি

ঝাঁকি দিয়ে খুব সহজে মাছ ধরা যায়। তবে এক্ষেত্রে একটি বিশেষ কৌশল রয়েছে। আমাদের পুকুরেও ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয়। এগুলো মূলত প্রায় বাড়িতেই থাকে। ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ

Posted using SteemPro Mobile

ঝাঁকি জাল দিয়ে খুব সহজে মাছ ধরা যায়। আমাদের পুকুরেও ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা হয়। এই জালগুলো দিয়ে মাছ ধরার একটি বিশেষ কৌশল রয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি তুলে ধরার জন্য।

ঝাঁকি জালের ছবিগুলো সুন্দর তুলেছেন। এই জালগুলো মাছ ধরার জন্য বহুলভাবে ব্যবহৃত হয়। এই জালগুলোর দাম অনেক। চাচা দেখি গাছের নিচে বসে জাল বিক্রি করছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন।

ধন্যবাদ ভাই।

এই ধরনের জাল দিয়ে পুকুরে, নদীতে মাছ ধরা হয়। সুন্দর ছবি তুলেছেন আপনি।

ধন্যবাদ