চাঁদ ও কিউট পান্ডার চিত্র অঙ্কন

in hive-131369 •  2 years ago 

সোমবার
তারিখ - ০৬ মার্চ ২০২৩

আসসালামু আলাইকুম

প্রিয় স্টিমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে সুস্থ আছি। আজকে আমি স্টিম ফর ট্র্যাডিশন কমিউনিটি তে আজকে আমি চাঁদ ও একটি পান্ডার চিত্র অঙ্কন করতে যাচ্ছি আশা করি সবাইকে ভালো লাগবে।

Picsart_23-03-06_16-55-44-974.jpg

চাঁদ আমাদের পরিচিত একটি গ্রহ। আমরা সবাই চাঁদ কে চিনি। আর আজকে আমার তৈরি করা চিত্রের সাথে চাঁদের ভূমিকা রয়েছে। আর পান্ডা আমরা সবাই কম বেশি দেখেছি। সেটা ফোন বা টিভিতে। যে ভাবেই হোক আমরা এই দুটো জিনিসের সাথে পরিচিত। আর আজকে আমি এই চাঁদ ও পান্ডার সংমিশ্রণে একটি চিত্র অঙ্কন করেছি নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো।


উপকরণ
  • একটি A4 সাইজের আর্ট পেপার
  • একটি স্কেল
  • একটি রাবার
  • একটি কম্পাস
  • একটি 4B পেন্সিল
  • কালো ও লাল রঙ
  • একটি কালো রঙের মার্কার

20230211_194836~2.jpg
ধাপঃ ০১

  • প্রথমে আমাদের চিত্র টি অঙ্কন করতে হলে আমাদের একটি A4 সাইজের আর্ট পেপার নিতে হবে। তারপর একটি পেন্সিল নিতে হবে। যদি আপনার বাসায় 4B পেন্সিল না থাকে তাহলে আপনি নরমাল যে কোনও ধরনের পেন্সিল ব্যবহার করতে পারবেন। তারপর একটি কম্পাস এর সাহায্য নিয়ে একটি বৃত্তের আকৃতি দিতে হবে। কিন্তু বৃত্তটি সম্পূর্ণ করা যাবে না।

20230211_195556~2.jpg
ধাপঃ ০২

  • এবার আমরা অসম্পূর্ণ বৃত্ত টির উপরের অংশে পান্ডার কানের জন্য গোল আকৃতি তৈরি করব। এবং নিচের অংশে পার পাতার জন্য গোল আকৃতির একটি সেপ তৈরি করব এবং এগুলো একটি কম্পাস এর সাহায্য নিয়ে করতে হবে।

20230211_201149~2.jpg
ধাপঃ ০৩

  • এবার আমরা পান্ডার চোখ আর আকৃতি দিব। এবং নিচের দিকে পা এর মধ্যে খানের দিকে একটি লাভের হার্ট সেপ আকৃতি দিব।

20230211_202129~2.jpg
ধাপঃ ০৪

  • এবার আমরা আমাদের তৈরি করা পান্ডার ছবিতে নাক ও চোখ অঙ্কন করে নিব। আর নাকের জায়গায় আমরা একটি লাভ আকৃতির দিয়ে দিব।

20230211_204317~2.jpg
ধাপঃ ০৫

  • এই ধাপে আমরা পান্ডার পাশে একটি চাঁদ অঙ্কন করব। এবং চাঁদের নিচের দিকে পান্ডার উপরের অংশে একটি হার্ট সেপ দিয়ে দিব।

20230211_205657~2.jpg
ধাপঃ ০৬

  • এই ধাপে আমাদের চিত্র অঙ্কন সম্পূর্ণ রূপে শেষ হয়ে গেছে এবার আমাদের চিত্র টিকে রঙ করতে হবে।

আর সবার প্রথমে আমরা একটি পেন্সিল এর সাথে নিয়ে চাঁদ টিকে রঙ করব।


20230211_210850~2.jpg
ধাপঃ ০৭

  • এবার আমরা একটি কালো মার্কার দিয়ে পান্ডার চোখ, নাক, কান ও পায়ের অংশ গুলো রঙ করে নিব।

20230211_211856~2.jpg
ধাপঃ ০৮

  • এই ধাপে আমরা পান্ডার উপরের হার্ট সেপ এবং নিচে যে ভালোবাসার প্রতিক হার্ট সেপ রয়েছে সেগুলো একত্রে লাল রঙ করে নিব।

আমাদের চিত্র সম্পূর্ণ রূপে অঙ্কন করা হয়ে গেছে। এবং চাঁদ ও পান্ডার একত্রে দৃশ্য টি দেখতে অনেক সুন্দর লাগছে।


ধন্যবাদ।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ব্লাক এন্ড হোয়াইট পান্ডা উইথ রেড হার্ট। আপনি অনেক সুন্দর করে ছবিটি একেছেন। চাঁদে পান্ডা ঝুলছে বা বসে আরাম করছে। কনসেপ্টটিও বেশ চমৎকার। ধন্যবাদ আপনাকে ছবিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপি।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার পোস্টের জন্য আমার দিক থেকে আমার উপকার হয়েছে। কারন আমার ছেলে ইদানিং আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এই ছড়াটি আমার ছেলে মুখস্থ করেছে, আর আমার ছেলে পান্ডা খুবই ভালোবাসে। আপনার পোস্টটি পড়ার সময় আমার ছেলে বলছে বাবা এইযে পান্ডা। আর সে অনেক খুশি হয়েছে। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

ভাই আপনি আসলে অনেক সুন্দর আর্ট করতে পারেন আপনার আর্ট দেখে আমি মুগ্ধ হলাম ভাই আপনি এতো সুন্দর করে ধাপ গুলো উপস্থাপন করেছেন, সব থেকে আপনার আর্ট করা কিউট পান্ডার টা আমাকে খুব ভালো লাগছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই

CategoryYes ✅ / No ❌
Club Status
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

বাহ্ আপনি তো প্রফেশনাল আর্টিস্ট হয়ে গেলেন, পান্ডার ছবিতো সেই আর্ট করছেন, দেখে খুবই ভালো লাগলো এবং প্রতিটি ধাপ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন অনেক ধন্যবাদ ভাই

ধন্যবাদ ভাই।

আপনার আর্টি অনেক সুন্দর একটা। আমিও ছবি আর্ট করতে ভালোবাসি। সময় পেলে আমিও ছবি অংকন করি।

ধন্যবাদ

চাঁদ ও কিউট পান্ডার চিত্র অঙ্কন দেখে ভাল লাগল আর প্রতিটি ধাপ আপনি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই।আপনি অনেক সুন্দর আর্ট পারেন। শুভ কামনা রইলো ভাল থাকবেন।

ধন্যবাদ ভাই

ভাই এত সুন্দর মায়াবী আর্ট কিভাবে করেন আপনি। আপনার প্রতিভা দেখে মাঝে মাঝে আমি মুগ্ধ হয়ে যাই।নতুন ব্যবহারকারীরা এই পোস্ট দেখে অনেক কিছু শিখতে পারবে।অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই শুভকামনা রইল আপনার জন্য

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য করার জন্য।

ভাই আপনি তো অনেক সুন্দর ছবি অংকন করতে পারেন। আপনার অংকনটি অসাধারণ হয়েছে। আপনি যে এতো সুন্দর ছবি আঁকতে পারেন আমার জানা ছিল না। ধন্যবাদ ভাই সুন্দর একটি ছবি পোস্ট করার জন্য।

ধন্যবাদ

আপনি তো অনেক সুন্দর করে ছবি অংকন করতে পারেন। কি সুন্দর করে ধাপে ধাপে অংকন করেছেন। এতো সুন্দর ছবি অংকন দেখে আমি মুগ্ধ হলাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ

আপনার পান্ডা চিত্রটি খুব সুন্দর হয়েছে দেখে খুব ভালো লাগতেছে।বড় বরের মতোই আপনার চিত্রগুলো খুব ভালো হয়।ভাই শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

আপনি অসাধারণ অংকন করেছেন ভাইয়া। আপনার এত সুন্দর অংকন প্রতিভা দেখে আমি যথারীতি অবাক। আপনি এত সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি ধাপ সহ অংকনটি আমাদের সাথে শেয়ার করেছেন তা সত্যিই অসাধারণ। আশা করি আপনি সামনে আরো সুন্দর সুন্দর চিত্র একে আমাদের মাঝে উপস্থাপন করবেন ।আপনাকে ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য করার জন্য ধন্যবাদ আপি।