DIY-[স্বচ্ছ কাচে পেইন্টিং ]

in hive-131369 •  2 years ago 

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?আশা করছি ভালো আছেন..আমিও আল্লাহর রহমতে ভালো আছি।


IMG-20230516-0004.jpg


প্রথমে কিছু কথা বলি সৃজনশীলতা(ক্রিয়েটিভিটি) নিয়ে।সৃজনশীলতা সম্পুর্ণ নিজের মধ্যে থাকে। আমরা সবাই ক্রিয়েটিভ কোনো না কোনো দিক দিয়ে।

নিজের দক্ষতা ও নিজের সৃজনশীলতা নিজের ভিতরে লুকিয়ে থাকা সকল রকম ক্রিয়েটিভিটি প্রকাশ করো সম্পূর্ণ নিজের মতো করে। স্টিমিটের ভিতরে steem for tradition এমন একটি কমিউনিটি যেখানে আপনি আপনার নিজের ভাষায় নিজের মনের ভাষায় নিজের মতো করে নিজেকে ও নিজের কাজকে প্রকাশ করতে পারেন। আমরা এখানে সবসময় দেখে আসছি ও নিজেও আমাদের নিজেদের প্রতিভা ও নিজের দক্ষতার প্রকাশ করছি শুরু থেকেই। সামনেও আরো ভালোভাবে নিজেকে তুলে ধরার চেষ্টা করবো

মানুষের ক্রিয়েটিভিটি একেক জনের একেক রকম হতে পারে। সকলের ক্রিয়েটিভিটি মোটেও এক রকম না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একেক জন একেকটা কাজে পারদর্শী। আর তাই একজন আরেকজনকে প্রয়োজন হয়। আমরা আমাদের এই কমিউনিটিতেই অনেক রকমের ক্রিয়েটিভ মানুষ দেখি যেমন কেউ সুন্দর গান গাইতে পারে আবার কেউ খুব সুন্দর কবিতা আবৃতি করতে পারে। কেউ সুন্দর রেসিপি তৈরি করতে পারে আবার কেউ সুন্দর ফটোগ্রাফি করতে পারে এভাবেই একেক জনের একেক রকমের ক্রিয়েটিভিটি আমরা দেখছি ও দেখে আসছি শুরু থেকে।সবই নিজের ইচ্ছের উপর নির্ভর করে।



দেখাবো কিভাবে আমি স্বচ্ছ কাচের গ্লাসে পেইন্ট করেছি..খুবই সহজ।যে উপকরণ গুলো প্রয়োজন :-

  • প্লেন একটা কাচের গ্লাস
  • ফেব্রিক কালার
  • তুলি
  • ফম

ধাপ:০১

IMG20230514202128.jpg

ধাপ:০২

IMG20230515005128.jpg

ধাপ:০৩

IMG20230515010204_BURST001.jpg

ধাপ:০৪

IMG20230515011310.jpg

ধাপ:০৫

IMG20230515012957.jpg

ধাপ:০৬

IMG20230515014018.jpg


সর্বশেষ ধাপে আমি গ্লাসটা শুখানোর পর একটা মানিপ্লান্ট গাছ লাগিয়ে দিয়েছি।এই কারণে সৌন্দর্য আরো বৃদ্ধি পেলো!


কেমন হয়েছে জানাবেন।ভালো থাকবেন সবাই! 💛

END

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ পেইন্টিং, আপনি সচ্চ কাচের গ্লাসে চমৎকার পেইন্টিং করে দেখেছেন আমাদেরকে। দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। প্রতিটি ধাপ অনেক সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া

স্বচ্ছ কাচে পেইন্টিং নিয়ে অনেক সুন্দর একটি ছবি পোস্ট করেছেন।বাহ্ চমৎকার হয়েছে আপু।সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু।

আপনাকেও ধন্যবাদ।

আপনি খুবই সুন্দর গ্লাস পেইন্টিং করেছেন। নোসিলা খাওয়ার পর সাদা কিছু প্লেইন গ্লাস আমার কাছে রয়ে গিয়েছে। কিছুদিন আগে আমি ফেব্রিক কালার কিনেছি। আমারও ইচ্ছে আছে এভাবে গ্লাস পেইন্ট করার। ধন্যবাদ আপনাকে এই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু।

আপনি ডাই নিয়ে অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি কিভাবে স্বচ্ছ গ্লাসে পেইন্টিং অংকন করে ফুটিয়ে তুলছেন তা যদি ধাপে ধাপে উল্লেখ করতেন তাহলে তা সহজেই বুঝা যেত। এছাড়াও আপনি ক্লাস করেন কারন মার্কডাউন না জানা থাকলে পোস্ট কখনও মনের মতো করে সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন না। ধন্যবাদ

@md-sajalislam.

20230511_105644__01.jpg

ঠিক আছে ভাইয়া।ধন্যবাদ!

আপি আপনার পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। আমারও পেইন্ট করার খুব শখ।আমার ব্যক্তিগতভাবে পেইন্টিংটি অনেক ভাল লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু!

স্বচ্ছ কাচে পেইন্টিং অনেক ভালো হয়েছে। লিখেছেন ও অনেক ভালো কিন্তু প্রত্যেকটি ধাপ আপনাকে পর্যায়ক্রমে তুলে ধরতে হবে। আগামীকাল বুধবার রাত ৮:৩০ মিনিট হ্যাংআউট এ উপস্থিত থাকবেন। সেখানে অনেক কিছু জানতে পারবেন। শুভকামনা রইল আপনার জন্য

ঠিকাছে ভাইয়া..ধন্যবাদ!

Feedback / Observation

ওয়াও! আপু আপনি অনেক সুন্দর ভাবে হ্যন্ড পেন্টিং করেছেন। অনেক সুন্দর হয়েছে। ধাপ গুলো সুন্দর দিয়েছেন। কিন্তু প্রতিটি ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করলে আরো সুন্দর লাগত। ধন্যবাদ

IMG-20230413-WA0003.jpg

নেক্সট টাইম থেকে ডিটেইলস দিবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া।

Loading...

আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে। এমন একটি আর্ট আমার কফি মগে করার অনেক ইচ্চাহ। আপনি ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে আর্ট করার বিষয় তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি আর্ট উপহার দেওয়ার জন্য।

বাহ্ দারুণ একটি পেইন্টিং। আপনার স্বচ্ছ কাঁচের তৈরি পেইন্টিংটি অনেক সুন্দর হয়েছে। পেইন্টিং তৈরির প্রতিটি ধাপ ও আপনি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।