সিলেট শহরের কিছু খাবার এবং সৌখিন কিছু জিনিসপত্র

in hive-131369 •  2 years ago 
আসালামু আলাইকুম
ঐতিহ্যমূলক পোস্ট
🤗Hello Bloggers 🤗

🌟 সিলেট শহর🌟

IMG_20230324_233112.jpg

আসসালামু আলাইকুম ও আদাব। সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন ধরে আমি সিলেটের বিভিন্ন জিনিস সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি এবং আমার পোস্টের মাধ্যমে সুস্পষ্টভাবে সুন্দর সুন্দর স্থানের বর্ণনা দিয়েছে। তবে আজকে আমি সেই স্থানগুলো নয় বরং স্থানগুলোর কিছু খাওয়ার এবং দোকানের সামগ্রীগুলো নিয়ে বর্ণনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পোস্ট শুরু করা যাক।

চায়ের দেশ বলা হয় শ্রীমঙ্গল এবং শ্রীমঙ্গল পার হলেই পেয়ে যাব সেই রূপ বৈচিত্রের অনন্য এক জেলা সিলেট। যেটিকে বাংলাদেশের লন্ডন শহর বলা হয়। সিলেট শহরে বেশ কয়েকটি ভ্রমণের জায়গা রয়েছে। প্রথমটি হলে জাফলং এবং দ্বিতীয় টি হল ভোলাগঞ্জ সাদা পাথর। কিছুদিন আগে আমি যে জায়গাটাতে গিয়েছিলাম সেটি হল ভোলাগঞ্জ সাদা পাথর। তবে সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমি আমার গত কয়েকটি পোস্টে শেয়ার করেছি। তবে জাফলং সিলেট শহর থেকে প্রায় ৬০ থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। তাই সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে পরবর্তী কোনো এক সময় সেই জায়গায় যাওয়ার ইচ্ছা আছে।

IMG20230310132046.jpg

IMG20230310132039.jpg

সিলেট শহরে বেশ ভালো একটা সময় কাটিয়েছে এবং পুরো শহর একটু একটু করে ঘুরে বিভিন্ন জিনিস সম্পর্কে জেনেছি এবং দেখেছি তবে এরাই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। সব মিলিয়ে সিলেট শহরটি আমার খুবই ভালো লেগেছে এবং এমন প্রিয় মানুষদের জন্য এটি একটি সব থেকে সুন্দর এবং চমৎকার একটি জায়গা।

সিলেট শহরে সব থেকে বেশি যে জিনিসটি আমাকে ভালো লেগেছে সেটি হল সেখানকার সংস্কৃতি এবং ঐতিহ্য। সিলেট অধিবাসী বেশিরভাগ মানুষই মাজার কেন্দ্রিক। সবাই মোটামুটি মাজারকে বিশ্বাস করে তাদের রবের কাছে তাদের চাওয়া পাওয়া গুলো চেয়ে থাকেন। তবে আমি দেখেছি সিলেট শহরের প্রত্যেকটি জায়গায় একটি হলেও মাজার স্থাপন করা হয়েছে।

IMG20230310135419.jpgIMG20230310135357.jpg
IMG20230310135356.jpg

সিলেট শহরের আরো একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর জিনিস সেটি হল টিলা সিলেট শহরটি ছোট বড় বিভিন্ন ধরনের টিলার উপর নির্মিত। তবে একটা কথা ঠিক যে এই টিলা গুলো কেটেই এই সিলেট শহর গঠিত হয়েছে। রাস্তার আশেপাশে বড় বড় পাহাড়ের মত টিলা এবং সেগুলোর উপরে চায়ের বাগান সত্যি বলতে এক অপরূপ দৃশ্যের দেখা মিলে এই সিলেট শহরে।

তবে আরেকটা জিনিস সেটি হলো এখানকার খাবার দাবার এবং দোকানের বিভিন্ন ধরনের সামগ্রী ভ্রমণের আশা মানুষদের জন্য বিভিন্ন ধরনের কসমেটিক জিনিসপত্র এসব দোকানে পাওয়া যায়। জিনিসগুলো দেখতে যেমন সুন্দর তেমনই সেগুলোর চাহিদা। প্রতিদিন প্রায় হাজারো মানুষের সব জিনিসপত্র তাদের সৌখিন জীবনের সাথে যুক্ত করে নিচ্ছে।

ধন্যবাদ সবাইকে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png




♨️আমার পরিচয়♨️
20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার স্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এরকম ভাজাপোড়া খাবার দেখলেই তো ভাই খেতে ইচ্ছে করে। সৌখিন জিনিসপত্র গুলো দেখেও অনেক ভালো লাগলো। আপনার পোষ্টের মাধ্যমে সিলেট সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম যেহেতু সেখানে যাওয়ার সুযোগ এখনো আমার হয়ে ওঠেনি। অনেক ভালো লিখেছেন ভাই শুভকামনা রইল

ধন্যবাদ ভাই

Loading...

আপনি সিলেট শহর নিয়ে খুব আলোচনা করছেন ভাই। তবে সিলেট এখনো যাওয়া হয় নাই। সিলেটে হযরত শাহজালাল এর মাজার রয়েছে। আপনি এই কথাও বলেছেন যে সিলেটে সব জায়গায় মাজার রয়েছে। মাজারে মধ্যে অনেক খারাপ মাজার আছে। খারাপ মাজার থেকে সিলেট বাসীকে আল্লাহ হেফাজত করুক। আমিন।তবে আপনার ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

সিলেট শহরের সৌখিন জিনিসপত্র নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।সিলেট শহর চা এর জন্য বিখ্যাত। তবে সিলেট শহর আমার কখনো যাওয়া হয়নি। সিলেট শহর নিয়ে অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

সিলেট বিভাগ সম্পর্কে আপনি অনেক সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। সিলেটে সংস্কৃতি ও ঐতিহ্য একটু অন্যরকম। আপনার তোলা ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। সেই সাথে ছবি অনুযায়ী লিখার বর্ণনাগুলো অনেক ভালো লেগেছে। আপনার পোস্টগুলো বরাবরই অনেক ভালো হয়ে থাকে। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাইয়া ❤️

ধন্যবাদ ভাই

সিলেট সম্পর্কে ও এসব জিনিসপাতি সম্পর্কে খুব সুন্দর লিখেছেন আপনি।সৌখিন এসব জিনিসপাতিগুলোর নাম অবশ্য আমি জানি না তেমন তবে দেখে খুব ভালই লাগতেছে আপনার ফটোগ্রাফিতে। সিলেট শহর আসলে বাহারি রকম জিনিসের মিলনমেলা বলা চলে খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন খাবারের।ছবিগুলো ভালোই হয়েছে ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই

চায়ের শহর সিলেট শহর। কখনো সিলেট যাওয়া হয় নাই, অপরুপ সৌন্দর্য উপভোগ করার জন্য হলেও সিলেট যাওয়া দরকার। পাহাড়ি রাস্তা। উঁচু নিচু টিলা সেই টিলাতে চা বাগান এ এক অপূর্ব সৌন্দর্য। আপনি সিলেট শহরের অনেক তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। হরেক রকমের ঝিনুকের মালা যা মন কেড়ে নিলো। সিংগাড়া গুলো লোভনীয় ছিলো। অসাধারণ লিখছেন ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই

সিলেট শহরের চা অত্যন্ত সুস্বাদু। আমার জীবনের সবচেয়ে সুস্বাদু চা আমি সিলেট শহরেই পান করেছি। সিলেট শহরের ভাজাপোড়া অবশ্য আমার কখনো খাওয়া হয়ে ওঠেনি। তবে আশাকরি এগুলো অত্যন্ত সুস্বাদু হওয়ার কথা। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সবার সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

সিলেট শহর নিয়ে আপনি অনেক সুন্দর একটি কন্টেন্ট তৈরি করেছেন।সিলেট শহরের অনেক প্রচলিত ও ঐতিহ্যবাহী বিষয়বস্তু আপনি উপস্থাপন করেছেন। এই অঞ্চলটি পাহাড় দিয়ে বেষ্টীত থাকার কারণে এখানে প্রচুর চা পাতা উৎপাদিত হয়।সিলেটের চা এর স্বাদই আলাদা। আমার খালাতো ভাই সিলেটে থাকতো তখন সে চাপাতা এনেছিল।তখনই দেখেছি।আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন সিলেট শহর নিয়ে। আপনি পোস্টটি সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। এতো সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
  ·  2 years ago (edited)

ধন্যবাদ আপু

আপনি সিলেট শহরের খাবার ও কিছু সৌখিন জিনিস গুলো নিয়ে অসাধারণ লেখছেন ভাই, আমি কিন্তু ভাই ভাজা পোড়া জিনিস খেতে খুব ভালো বাসি, আর কম বেশি সবাই ভাজা পোড়া খাবার গুলো খাই, আপনি অনেক সুন্দর ভাবে ছবি গুলো তুলছেন ভাই, আমি বাজারে গেলে কম বেশি সবার আগে ভাজা পোড়া জিনিস খাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য

ধন্যবাদ ভাই

সিলেটি নিয়ে আপনি অনেক সুন্দর তথ্য উপস্থাপন করেছেন সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়ে থাকে। সিলেটের সৌন্দর্য অনেক বেশি। সিলেট বিভাগে অনেক পাহাড় রয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ছবি তুলেছেন ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাই

সিলেট শহরে আমার কখনো যাওয়া হয়নি। আপনি আপনার পোস্টের মাধ্যমে সিলেটের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে শেয়ার করেছেন। আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনার তোলা ছবিগুলো অসাধারণ হয়েছে।

ধন্যবাদ,
@siza

ধন্যবাদ আপু