🌟 স্কুলের বন্ধুদের সাথে ইফতার পার্টি আয়োজন 🥰

in hive-131369 •  2 years ago 
আসালামু আলাইকুম
🌟 ইফতার পার্টি 🌟
🤗Hello Bloggers 🤗

🌟 ইফতার পার্টি 🌟

IMG_20230402_204646.jpg

আসসালামু আলাইকুম।সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মাসে ইফতারি নিয়ে সবাই মোটামুটি আগে থেকেই প্রিপারেশন নেয়। তাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আমার স্কুলের কিছু বন্ধুদের সঙ্গে ইফতার করার মুহূর্তঃ

দীর্ঘদিন যাবত আমি ঢাকায় অবস্থান করছি এবং ঢাকার ফার্মগেট এলাকায় থাকি এবং এখান থেকে আমি ভার্সিটির এডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। তবে ঢাকার এই তিন মাসে আমরা বেশ কিছু নতুন অভিজ্ঞতা এবং বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে এসে তাদের সাথে উঠাবসা করেছি। তবে আজকে আমি আমার সেই স্কুলের বন্ধুদের সঙ্গে ঢাকায় ইফতার পার্টিতে।

20211217_092618.jpg

যেহেতু আমার বন্ধুরা কম বেশি সবাই ঢাকাতে ভার্সিটির এডমিশন এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতির জন্য এসেছে। তাই তাদের সাথে দীর্ঘদিন তেমন একটা যোগাযোগ না থাকায়। তাদের সাথে খুব একটা বেশি সাক্ষাৎ হয় না। তবে একদিন সবাই মিলে আমরা ডিসিশন নেই। যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটি ইফতার পার্টিতে জয়েন হব।

তো সেই সুবাদে ঢাকার ফার্মগেট এলাকায় আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটি হোটেলে ঢুকি এবং সেখানে গিয়ে ইফতারের আয়োজন করি। তবে ইফতারের আগে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দেই এবং গল্পস্বল্প করি। স্কুলের সেই ছোটবেলার বন্ধুদেরকে অচেনা এক শহরে একত্রিত হয়ে বেশ ভালোই লাগছিল। তাদের সাথে গল্প আলাপ করতেও বেশ আনন্দিত হচ্ছিলাম। কারণ নতুন নতুন অভিজ্ঞতা এবং নতুন শহরের মাঝে এই সব ছোটবেলার বন্ধুদেরকে দেখে সত্যিই খুব ভালো লাগছিল।

20211217_093259.jpg

20211217_093304.jpg

আমরা হোটেলে ঢুকে এই প্রথম এই ইফতারের জন্য সবাই মিলে খিচুড়ির অর্ডার দেই। তবে খিচুড়ি খাওয়াটা ইফতারের জন্য আমি মোটেও সন্তুষ্ট নয় কারণ সারাদিন না খেয়ে ইফতারিতে হালকা জাতীয় কিছু খেয়ে পরে ভারী খাবার খাওয়া উচিত। তবে যাই হোক সবাই মিলে আমরা ইফতারিতে খিচুড়ি খাওয়ার পরিকল্পনা করে অর্ডার দেই। এরপর আমাদেরকে খিচুড়ি দেওয়া হলে ইফতার পর্যন্ত আমরা অপেক্ষা করি।

এরপর মাগরিবের আজান দিলে আমরা ইফতারি শুরু করি। তবে সবাই মিলে ইফতারিতে একত্রিত হয়ে ইফতার করাটাকে আমার বেশ ভালো লাগছিল। কারণ সব বন্ধু মিলে আমরা বেশ কয়েক মাস পর আবার একত্রিত হলাম। তবে সবথেকে মজার ব্যাপার হলো যে সবাই আমরা একই জায়গায় থাকি কিন্তু কেউ কারো সঙ্গে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। কারণ এর জন্য আমরা সবাই মিলে বেশ ভালোই পরিশ্রম করতেছি।

ধন্যবাদ সকলকে আমার পোস্টটি পড়ার জন্য। আশা করি সকলেরই ভাল লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পোস্টটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো পোস্ট।

ধন্যবাদ সবাইকে।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png




♨️আমার পরিচয়♨️
20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার স্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  2 years ago (edited)

আজকে দিয়ে মনে হয় ১০টি রোজা অতিবাহিত হলো একদিন শুধু বাহিরে ইফতারি করছি। তাছাড়া সব বাসায় করছি।ইফতারি পার্টি বন্ধুদের সাথে দিলে অন্যরকম লাগে। সব বন্ধু মিলে সকলেই একত্রে হয়ে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক সুন্দর একটি জায়গায় আপনি ইফতার পার্টিতে গিয়েছেন। আশা করি বন্ধুদের সাথে আপনার ইফতার পার্টি টি অনেক ভালো কেটেছে। আপনার পোষ্টের মাধ্যমে আমরা নতুন নতুন জায়গা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নতুন নতুন জায়গায় অনুষ্ঠান বাঁ ঘুরার মাধ্যমে আমাদের তথ্য প্রদান করে থাকেন।

রমজান মাস রহমত-বরকত এর মাস। রমজান মাসে বন্ধুদের সাথে ইফতার করার মজাই আলাদা। সুন্দর সময় পার করছেন ভাই। বন্ধুদের সাথে ইফতার করার মুহূর্তগুলো সত্যি ফ্রেম বন্দি করার মত। রমজান মাসের ওসিলায় সকল বন্ধুরা ভালো থাকুক। শুভ কামনা রইলো ভাই।

ইফতারের সময় খিচুড়ি খাবারটি আমার বেশ ভালোই লাগে। আপনি আপনার বন্ধুদের সাথে ইফতার করে নিশ্চয় অনেক আনন্দ পেয়েছেন।আমাদের সকলের উচিত মাঝে মাঝে কিছু সময় আমাদের বন্ধুদের সাথে কাটানোর জন্য। ধন্যবাদ আপনাকে এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

বন্ধুদের সাথে ইফতার পার্টি করার মজাই আলাদা। সেই অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক বছর হল আমার বন্ধুদের সাথে ইফতার পার্টি করা হয় না। অনেক মিস করি তাদের। আপনার পোস্ট দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ভালো লিখেছেন শুভকামনা রইল

স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে দেখা হওয়া তাদের সঙ্গে ইফতার পার্টি করা আসলে অনেক মজাদার ও অনেক আনন্দের। যা আপনার পোষ্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আপনি। আশা করি আমাদেরও একদিন ইফতার পার্টি দিবেন এরকম।খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

স্কুল জীবনের বন্ধুদের সাথে ইফতার করার মজাই আলাদা। কিন্তু আমরা সেই মজা গুলি এখন আর করতে পারছি না। কারণ আমাদের বন্ধু বান্ধব সব আলাদা হয়ে গেছে। কেউ পুলিশ কেউ আর্মি কেউ বিজিবি কেউবা ইউনিভার্সিটিতে পড়ে সবাই আর একসঙ্গে আগের মত সময় কাটাতে পারি না। আপনার এবং আপনার বন্ধুদের আগামী দিনের শুভকামনা রইল। আল্লাহতালা আপনাদের সকলের রোজা এবং ইফতারিতে বরকত দান করুক।

Loading...

অনেক সুন্দরভাবে পোস্টটি সাজিয়েছেন ভাইয়া। বন্ধুদের সাথে ইফতারের এত সুন্দর একটি আয়োজন করার মজাই আলাদা। ছবিগুলো অনেক সুন্দর তুলেছেন। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।

বন্ধুদের সাথে দেখা করার মজাই আলাদা। বিশেষ করে অনেক দিন পর দেখা হলে।আমিও এখন এডমিশন পরীক্ষার কারনে বন্ধুদের সময় দিতে পারি না। ভাবছি ঈদের পর সবার সাথে দেখা করব।আপনি অনেক সুন্দরভাবে লিখেছেন ভাইয়া।আপনার পোস্টটি পড়ে ভাল লাগল।ধন্যবাদ।

ইফতার পার্টি নিয়ে অসাধারণ লেখছেন আপনি, তবে আপনার পোস্ট পরে খুব ভালো লাগলো ভাই, পুরনো বন্ধুদের সাথে ইফতার করা অনেক মজা।আমিও মাঝে মাঝে বন্ধুদের সাথে ইফতার করি।পুরনো বন্ধুদের সাথে ইফতার করা অন্য একটা ফিলিক্স কাজ করে।তাদের সাথে ইফতার করলে অনেক পুরনো দিনের কথা মনে পরে যায়, বন্ধুদের সাথে কতো না হাসা হাসি করছি,আপনি অনেক সুন্দর লেখছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটা পোস্ট করার জন্য।

আপনার এই পোস্টটি পড়ে গতবছর কলেজে করা ইফতার পাটির দিনটির কথা মনে পড়ে গেল। ঐ দিন বন্ধুরা সবাই মিলে একসাথে ইফতার করে অনেক মজা করেছিলাম। আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে বন্ধুূদের সাথে ইফতার পাটির দিনটি ভালোই কেটেছে। আপনার এবং আপনার বন্ধুদের আগামী দিনের শুভকামনা রইল।