ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান

in hive-131369 •  2 years ago  (edited)
আসালামু আলাইকুন
ঐতিহ্যমূলক পোস্ট
🤗Hello Bloggers 🤗
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান

IMG_20230201_153530.jpg

আমি গতকালকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে যাই। তবে আমি ছোট্ট থেকেই বইয়ের পাতায় পড়ে আসতেছি যে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চ ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ৭ ই মার্চের ভাষণ দেন। যেটি ঐতিহাসিক ভাষন হিসেবে আক্ষায়িত হয়।তবে আজকে আমি এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে পেরে ভলোই লাগছে।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যার পূর্বের নাম ছিল রেসকোর্স ময়দান ১৯৭১ সালে ৭ই মার্চ ১০ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাঠে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। তিনি তার ভাষণের শেষে বলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তার এই সতেরো মিনিটের জ্বালাময় ভাষণে সারাদেশের মানুষ উজ্জীবিত হয়ে। যার যা রয়েছে তাই নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63MsWhS9Vov1gwHqju2PWX8vFTcfd25U3vJBgZK2DLLjjYtkJyDVDoNQ6wvgwA...AANmLSykm7k8Do3BXxDGrQPPMQURQjppGcpL3o1xZyoYhLLXH3ZUEZ4UwdPJTmLS2xxKnhTpuh773JFvJiPGyVMZ56FfQMGuL9vPXvVZ4h7DfxBiPAuYxwpMWn.png

IMG20230131164655.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv19TikiGXvzQEB3fwkrC9bMm6og3uZDnoJHTzPTzN67DMS2F53bDVJGjR7q3fjW4neGE9iWHjb86R6TZvfFp2wMAbVXqBofMYRB5Qr.jpeg

তবে এই সোহরাওয়ার্দী উদ্যানে এই রয়েছে বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর যেটি মাটির নিচে অবস্থিত। তবে প্রাপ্তবয়স্ক এবং বাচ্চাদের জন্য টিকিট কেটে এখানে ঢুকতে হয় প্রাপ্তবয়স্কদের ২০ টাকা এবং ৭ বছরের নিচের বাচ্চাদের জন্য দশ টাকা করে টিকিট। তবে সেদিন আমরা গিয়েছিলাম পাঁচটার সময় তাই আমরা স্বাধীনতা জাদুঘরের তে পারিনি। তবে পরবর্তী সময়ে গেলে অবশ্যই ঢুকার চেষ্টা করবে এবং পাঁচটার আগেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করার চেষ্টা করব।

HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63MsWhS9Vov1gwHqju2PWX8vFTcfd25U3vJBgZK2DLLjjYtkJyDVDoNQ6wvgwA...AANmLSykm7k8Do3BXxDGrQPPMQURQjppGcpL3o1xZyoYhLLXH3ZUEZ4UwdPJTmLS2xxKnhTpuh773JFvJiPGyVMZ56FfQMGuL9vPXvVZ4h7DfxBiPAuYxwpMWn.png

IMG20230131164151.jpg

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv19TikiGXvzQEB3fwkrC9bMm6og3uZDnoJHTzPTzN67DMS2F53bDVJGjR7q3fjW4neGE9iWHjb86R6TZvfFp2wMAbVXqBofMYRB5Qr.jpeg

তবে বিকাল বেলা এই সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে এবং সাধারণ মানুষ সবাই এসে তাদের অবসর সময় কাটায় এবং পরিবারের সঙ্গে বসে আড্ডা দেয়।তবে ঢাকা শহরে অবসর সময় কাটানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যান সহ পাশেই রমনা পার্কে অবস্থিত এবং আরো যেসব পার্ক রয়েছে সেগুলো কানায় কানায় ভরে ওঠে বিকালবেলাতে। ছুটির দিনগুলোতেও বিশেষ করে শুক্রবার খুবই লোকজনে পরিপূর্ণ হয়ে যায় এই পার্ক গুলো।

সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখি সেখানে একুশে বইমেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী একুশে ফেব্রুয়ারি তা উদ্বোধন হবে। তবে বই মেলাটি এখনো শুরু হয়নি।পরিশেষে বলা যায় যে বাংলাদেশ প্রতিষ্ঠায় এই মাঠের ভূমিকা অপরিসীম। সেদিন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাঠে ৭ই মার্চের ঐতিহাসিক সেই ভাষণটি না দিতেন তাহলে হয়তো বাংলাদেশ প্রতিষ্ঠায় হতো না।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png




♨️আমার পরিচয়♨️
20211224_151319-01 (1).jpeg
আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার নাম মোঃ শিহাব শারার। আমার স্টিমেট ইউজার নেম @shihab24। আমি দিনাজপুর জেলার, দিনাজপুর সদর থানার একজন বাসিন্দা। বর্তমানে আমি পড়ালেখা করি। আমি দিনাজপুর গভমেন্ট সিটি কলেজ এ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি।

Black & White Minimalist Business Logo.png


You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্ট পরে আমি অনেক কিছু যানতে পারলাম,আপনার পোস্টের ছবি গুলো অসাধারণ হয়েছে, ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট উপস্থাপন করার জন্য

💝💥 ধন্যবাদ ভাই💥💝

সোহরাওয়ার্দী উদ্যান কে ঘিরে বাংলাদেশের অনেক ঐতিহ্য রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ঘিরে এই জায়গাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছবিগুলো সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

💝💥 ধন্যবাদ ভাই💥💝

সোহরাওয়ার্দী উদ্যান এ অনেক আগে গিয়েছিলাম। অনেক সুন্দর জায়গাটি। সুন্দর লিখেছেন ভাই। ধন্যবাদ

💝💥 ধন্যবাদ ভাই💥💝

সোহরাওয়ার্দী উদ্যান আমি দেখেনি। তবে অনেক ইচ্ছা আছে সোহরাওয়ার্দী উদ্যান দেখার। অসাধারণ হয়েছে পোস্টি। ধন্যবাদ।

💝💥 ধন্যবাদ ভাই💥💝

সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য নিয়ে ঘেরা।এই উদ্যান এ বাংলাদেশের সর্বোচ্চ নেতারা বক্তব্য রাখেন। আমার এখানে যাওয়া হয় নি আশা করি সময় পেলে যাব,ধন্যবাদ।

💝💥 ধন্যবাদ ভাই💥💝

আপনার পোষ্টটি যথেষ্ট সুন্দর হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান একটি ইতিহাস জরিত জায়গা। কয়দিন পর বই মেলা বসবে ঘুরে আসতে পারেন।

💝💥 ধন্যবাদ আপু💥💝
CategoryYes ✅ / No ❌
Club StatusClub100 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300 Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Regards
shamimhossain (Moderator)

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যেখানে ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ হয়। এই সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কে অনেক অজানা তথ্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাই

💝💥 ধন্যবাদ ভাই💥💝

এখনে আমি কয়েকবার গিয়েছি ভাই। দেখার মতন এবং অনেক ঐতিহাসিক একটি জায়গা। বিশেষ দিবস ছাড়া এইসব ঐতিহাসিক জায়গা আমরা তেমন একটা স্মরণ করি না। শুভকামনা রইল ভাই আপনার জন্য

💝💥 ধন্যবাদ ভাই💥💝

আমি সোহরাওয়ার্দী উদ্যানে অনেকবার গিয়েছি। আমার অনেক ভালো লাগে। এই যে বিশাল বড় একটা টাওয়ারের মতো তৈরি করা হয়েছে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে থেকে ভাষণ দিয়েছিলেন। ধন্যবাদ ভাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

💝💥 ধন্যবাদ ভাই💥💝

Welcome bro

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চ লক্ষাধিক মানুষের সামনে ভাষণ দেন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান আমি কখনও যাইনি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

ঢাকায় যাওয়ার পর অনেক ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন করেছেন এবং আমাদের সাথেও শেয়ার করেছেন। ঢাকায় অনেক ঐতিহ্যবাহী স্থান আছে। আশা করি আপনি সেগুলোও ভ্রমণ করবেন এবং আমাদের সাথে আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করবেন।

চেষ্টা করতেছি সবকিছু ঘুরে ঘুরে দেখানোর। 🤭