সোমবার ,
তারিখ -১৪ আগষ্ট ২০২৩
আসসালামু আলাইকুম,
প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন। আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে আজ মাটির তৈরি সরা নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।
শৈশবকাল আসলেই অনেক আনন্দময় একটি সময়।এই শৈশবকালে আমাদের অনেক স্মৃতি রয়েছে যেগুলো কখনো ভোলার নয়। শৈশবের হাসি 😀,কান্না সবকিছুতেই আমাদের স্মৃতি লুকিয়ে আছে।ছোটবেলায় আমার একটি খাবার অভ্যাস ছিল। যদি কোনো খাবারের দোকান গ্রামে আসত তাহলে আমি ঐ খাবার ওয়ালার পিছন পিছন ঘুরতাম।আর যতখন না যেত খেতেই থাকতাম।একবার খাবার কিনে দেওয়ার পর খাবার শেষ হয়ে গেলে আমি আবার আম্মুর কাছে গিয়ে খাবার নেওয়ার জন্য বায়না করতাম। এইভাবে একজন দোকানদারের কাছেই পাঁচ -ছয় বার খাবার কিনে খেতাম।আর এর জন্য যে শুধু আম্মুর কাছে বকুনি খেয়েছি তা কিন্তু নয় মারও খেয়েছি অনেকবার। কিন্তু শৈশবের এই দিনগুলো এখন শুধুই স্মৃতি। এরকমই একটি স্মৃতি হলো গ্রামের আইসক্রিম ওয়ালার কাছে আইসক্রিম কিনে খাওয়া ও এর দোকানের পিছনে ছুটা।
আমরা ছোটবেলায় এইরকম আইসক্রিম ওয়ালার কাছে আইসক্রিম কিনে খাইনি এমন লোক খুব কমেই মিলবে।সেসময় নারিকেল ও দুধের আইসক্রিম পাওয়া যেত। খাটো ও লম্বাকৃতির একধরনের আইসক্রিম সেসময় পাওয়া যেত।১ টাকায় আমরা নারিকেলের আইসক্রিম কিনে খেতাম। দুধের তৈরি আইসক্রিম ৫ টাকা করে নিত। ছোটবেলায় চাল দিয়ে আইসক্রিম কিনে খেয়েছি। আমার একটুতেই ঠান্ডা লেগে যেত আর গলার ব্যাথা শুরু হতো।তাই আম্মু আমাকে আইসক্রিম খাওয়ার জন্য টাকা দিতে চাইতো না।এইজন্য আমি পলিথিনের মধ্যে লুকিয়ে চাল নিয়ে গিয়ে আইসক্রিম খেতাম।আম্নুর কাছে অনেকবার ধরা ও পড়েছি।আইসক্রিম ওয়ালার আইসক্রিম শেষ হয়ে গেলে ওনার কাছ থেকে বরফ নিয়ে সেগুলো দিয়ে অনেক খেলেছি।
এখন গ্রামের এসব আইসক্রিম ওয়ালার কাছে নারিকেল ও দুধ ছাড়াও দই, আম,লিচু ইত্যাদি বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় ।এসব আইসক্রিমে উপরে বিভিন্ন কালারের রং দিয়ে আর্কষনীয় করে তোলে। এরা একটি বাক্সে করে আইসক্রিম বিক্রি করে থাকেন।আগে ঘন্টার টিং টিং শব্দে মানুষ আইসক্রিম ওয়ালা এসেছে বুঝতে পারলেও এখন অনেকেই ঘন্টার পরিবর্তে মাইক দিয়েও প্রচারণা করে থাকে।
গরমের সময় এসব আইসক্রিম ওয়ালাকে গ্রামে ঘুরে আইসক্রিম বিক্রি করতে দেখা যায়। আমাদের গ্রামে প্রতিদিন দুই থেকে তিনটি আইসক্রিমের দোকান আসে। তবে কয়েকদিন আগে প্রচন্ড রোদ আর গরমের কারনে আমাদের গ্রামে আমি তিনটির ও বেশি আইসক্রিমের দোকান আসতে দেখেছি।গ্রামের এসব আইসক্রিমের দোকান থেকে আমি নারিকেলের আইসক্রিমেই বেশি কিনে খাই কারণ নারিকেলের আইসক্রিম আমার অনেক পছন্দের। তবে নারিকেলর আইসক্রিমে কেন জানি আর আগের মতো স্বাদ খুঁজে পাই না
আমার লেখা পোস্ট পড়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।
মোবাইল | Tecno 9t spark |
---|---|
ক্যামেরা | ৩৮ মেগাপিক্সেল |
পোস্টের ধরণ | শৈশবে আইসক্রিম খাওয়ার অনুভূতি। |
লোকেশন | চিরিরবন্দর, গুড়িয়া পাড়া। |
ধন্যবাদ,
@siza
https://twitter.com/siza37854890783/status/1691058228325650432?t=Hg04tZjM_nnytVCP22egow&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রামের আইসক্রিম বিক্রেতার কাছ থেকে, অনেক আইসক্রিম কিনেছি, ধান দিয়ে এবং সুপারি দিয়ে আইসক্রিম কিনে খেতাম, তখন আইসক্রিম ১টাকা করে দাম ছিলো, আপনার পোস্ট এর মাধ্যমে সেই স্মৃতি মনে পড়ে গেলো। অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর একটা স্মৃতি নিয়ে পোস্ট উপস্থাপন করেছেন আপু।আমরা কম বেশি সবাই এইরকম ছোট বেলায় আইসক্রিম খেতাম।আগে ১ টাকা শুরু করে ৫ টাকা পর্যন্ত আইসক্রিম ছিল। বর্তমান এখন সব গুলোর দাম বেশি।তবে আগের দিনের মত এখনকার আইসক্রিম হয় না। এখন সব আইসক্রিমে রং ব্যবহার করে। আপনি আপনার সুন্দরময় স্মৃতি ও অনুভূতি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবে আমি যে আইসক্রিমওয়ালার কাছ থেকে নিয়মিত আইসক্রিম খেতাম তিনি টিনের তৈরি একটি বাক্স কাঁধে বহন করে আইসক্রিম নিয়ে আসতেন আমাদের গ্রামে। আপনি যে আইসক্রিমওয়ালার ছবি আমাদের সাথে শেয়ার করেছেন আমি গ্রামে গেলে এখনো তাদের কাছ থেকে আইসক্রিম কিনে খাই। যদিও আইসক্রিমের মান তেমন একটা ভালো থাকে না কিন্তু সেই আইসক্রিম খেয়ে শৈশবে ফিরে যাওয়া যায়। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ছোটবেলার একটি স্মৃতি মনে করিয়ে দিলেন আপু। আগে যখন গ্রামে আইসক্রিমওয়ালা ঢুকতো পিছনে পিছনে ছোট বাচ্চারা সবাই দৌড়াইতাম। সবচেয়ে মজার ব্যাপার হল আইসক্রিম খাওয়ার থেকে আইসক্রিম ওয়ালার কাছ থেকে বরফ নেয়ার সিরিয়াল বেশি ছিল। এখনো গ্রামের অলিতে-গলিতে এরকম আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করে বেড়ায়। আমাদের শৈশবের মতো এখনকার বাচ্চারা আর এদের পিছনে দৌড়ায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবের স্মৃতি গুলো অনেক মজাদার হয়ে থাকে।আগে যখন আইসক্রিম ওয়ালা আসতো তখন আমি তাদের কাছ থেকে বরফ নিয়ে খেতাম। তখন কেন জানি সবাই এই বরফ নিতো। অনেক ভালো লিখেছেন আর ছবি গুলো ও সুন্দর হয়েছে।।শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাকা না দিলে চাল দিয়ে আইসক্রিম কিনে আমিও খাইতাম। বাক্সের শব্দে বাড়ি থেকে বাহির হয়ে জাইতাম। কিন্তু আপনি একজন দোকান ওয়ালার কাছে ৫-৬ বার করে খেলে তো ঠান্ডা লাগারেই কথা। নারিকেলের আইসক্রিম আমারও অনেক প্রিয় ছিলো। এখন আর নারিকেল তারা দেয় না সেই জন্য আগের স্বাদ খুজে পাওয়া যায় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শৈশবের স্মৃতিগুলো সবারই যেনো একইরকম। আমিও শৈশবে একটা দোকান থেকে কয়েকবার খাবার নিয়ে খেয়েছি। এর জন্য প্রতিনিয়ত বকা খাইতাম সাথে মারও ফ্রি ছিলো। আপনার শৈশবের অনেক সুন্দর একটি স্মৃতি আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এসব সুন্দর সুন্দর পোস্ট দেখলেই মনে হয় শৈশবে ফিরে যাই। কেমন আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম খাওয়ার অনেক স্মৃতি পড়ে রয়েছে। তবে এখন আর এমন আইসক্রিমের দোকান দেখা যায় না। কারণ গ্রাম অঞ্চলে যে ফ্রিজ ওয়ালা দোকানগুলো রয়েছে সেখানেই তারা আইসক্রিম বিক্রি করে। তাই শৈশবের আইসক্রিমওয়ালাদের খামার দেখা যায় না। আপনি অনেক সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। পুরো শৈশবের কথাগুলো মনে করিয়ে দিলেন। ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম আইসক্রিম ছোটবেলায় অনেক খেয়েছি। আমি সর্বনিম্ন এক টাকা দামের আইসক্রিম খেয়েছি। আর এখন পাঁচ টাকার কমে কোন আইসক্রিমই পাওয়া যায় না। আগে এক টাকা দুই টাকা দামের আইসক্রিম গ্রামে গ্রামে ঘুরে অনেক লোক বিক্রি করতো। এখন আর তাদের তেমন একটা দেখা যায় না। আপনার এই পোস্টের মাধ্যমে শৈশবের স্মৃতিময় দিনগুলোর কথা মনে পড়ে গেল আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় এরকম আইসক্রিম ওয়ালার সাথে কতইনা যে আইসক্রিম নিয়ে খেয়েছি যা বলে বোঝানোর মতো না। এবং আগে তো ছিল দুই টাকা তিন টাকা এবং এক টাকা কি দামের আইসক্রিম কিন্তু এখন তো আর ও সব নেই এখন 5 টাকা 10 টাকা ২০ টাকা এরকম আরো বেশি বেশি দামের আইসক্রিম। শৈশবের স্মৃতির অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি আপনার অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit