আধুনিক যুগে জমি চাষাবাদে পাওয়ার-টলির ব্যবহার।

in hive-131369 •  last year  (edited)

শনিবার ,
তারিখ -২৯ জুলাই ২০২৩

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন। আশা করি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তায়ালার রহমতে ভালোই আছি। স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিতে আজ আমি আধুনিক যুগের জমি চাষাবাদে পাওয়ার-টলির ব্যবহার নিয়ে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।

IMG_20230724_094154.jpg
পাওয়ার-টিলারের কিছু ছবি ধারণ
আধুনিক যুগে জমি চাষাবাদের জন্য পাওয়ার-টলির ব্যবহারঃ

বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আর এদেশের ৮০ ভাগ মানুষই কৃষির উপর নির্ভরশীল। কৃষকেরা সারা বছর বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে। আর কোনো ফসল ফলানোর প্রথম কাজ হলো জমি চাষ। একটা সময় ছিল যখন হালচাষের একমাত্র মাধ্যম ছিল গরু কিংবা মহিষের হাল।সে সময় সচ্ছল কৃষক পরিবারগুলোর প্রতিটি বাড়িতেই দেখা যেত গরু ও মহিষের হাল। সকালবেলা কৃষক কাঁধে লাঙ্গল, দড়ি ও দুটি গরু কিংবা মহিষ নিয়ে মাঠে যাওয়ার দৃশ্যটি ছিল সবারই চিরচেনা।আমিও ছোট বেলায় গরুর হাল দিয়ে জমি চাষ করতে দেখেছি। দাদির কাছে গল্পে শুনেছি আমাদের ও নাকি গরুর হাল ছিল।

IMG_20230724_094244.jpg

IMG_20230724_094217.jpg

কিন্তু কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় এখন মানুষ গরু কিংবা মহিষের হালের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে আধুনিক যন্ত্র পাওয়ার টিলার ও ট্রাক্টর। আমি আজ আপনাদের সাথে পাওয়ার টিলার নিয়ে আলোচনা করছি।দেশে বর্তমানে জমি চাষে পাওয়ার টিলার ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। এর সাহায্য জমি খুব অল্প সময়েই চাষ করা যায় । এই টিলারের নিচে একটি লোহার ফাল থাকে যেটির সাহায্যেই জমি চাষ হয়ে থাকে। দিন কিংবা রাত যেকোনো সময়েই পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা যায়। এতে শ্রম ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে। বিঘার পর বিঘা জমি খুব অল্প সময়েই চাষ করা হয় পাওয়ার টিলার দিয়ে। পাওয়ার টিলার দিয়ে জমি চাষের জন্য প্রয়োজন হয় ডিজেলের।

IMG_20230724_094254.jpg

পাওয়ার টিলার কৃষি কাজকে অনেক সহজ করেছে। এর ফলে কৃষকে আর আগের মতো হাড় ভাঙ্গা পরিশ্রম করে জমি চাষ করতে হয় না।পাওয়ার টিলারের সাহায্য কৃষক অল্প সময়েই জমি চাষ করে তাদের পছন্দ মতো ফসল উৎপাদন করছে।

IMG_20230724_094142.jpg

আপনারা ছবিতে যে পাওয়ার টিলারটি দেখতে পাচ্ছেন এটি আমাদেরই পাওয়ার টিলার।এটির সাহায্য আমরা প্রতিবছরেরই জমি চাষ করে থাকি।তবে এবছর পুরনো পাওয়ার টিলারটি বিক্রি করে আব্বু এই নতুন পাওয়ার টিলারটি ক্রয় করেছেন। এবং আপনারা ছবিতে যে চাচাকে দেখতে পাচ্ছেন উনি বেশ কয়েকবছর ধরেই আমাদের পাওয়ার টিলার চালিয়ে আসছেন।এই পাওয়ার টিলারটি দিয়ে আমরা নিজের জমি চাষের পাশাপাশি অন্যের জমিও চাষ করে থাকি।

IMG_20230724_094251.jpg

আমার লেখা পোস্ট পড়ার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ ও ভালো থাকবেন।

মোবাইলের তথ্য সংরক্ষণঃ
মোবাইলTecno 9t spark
ক্যামেরা৩৮ মেগাপিক্সেল
পোস্টের ধরণজমি চাষে পাওয়ার-টিলার
লোকেশনচিরিরবন্দর, গুড়িয়া পাড়া।
3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness

ধন্যবাদ,
@siza

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আধুনিক যুগে আমরা আরো ভিন্ন ভিন্ন জিনিস দেখতে পাবো।পাওয়ার টলি আগের যুগে ছিল না।আগের মানুষ গরুর হাল দিয়ে জমি চাষ করতো।আপনি পাওয়ার টলি নিয়ে সুন্দর বিস্তারিত আলোচনা করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া

পাওয়ার টিলার নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন আপু। আগে জমি চাষাবাদ এর প্রধান বাহন ছিল গরুর হাল তারপরে পাওয়ার টিলার। পাওয়ার টিলার সেই সময় প্রচুর পরিমাণে সাড়া তুলেছিল। কালের বিবর্তনে এখন এই পাওয়ার টিলার হারিয়ে যাচ্ছে এখন ইঞ্জিন চালিত ট্রাক্টর দিয়ে নিমিষেই চাষাবাদ করতেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্টে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে ও ধন্যবাদ ভাইয়া

জমি চাষ করার জন্য উত্তম এবং সহজ একটি প্রক্রিয়া হচ্ছে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা। আগের যুগের মানুষ লাঙ্গল দিয়ে জমি চাষ করতো, তবে সেটা অনেক কষ্টসাধ্য ছিলো, গরু দিয়ে লাঙ্গল এর মাধ্যমে চাষ করতে কৃষকের অনেক সময় লাগতো। আধুনিক যুগে পাওয়ার টিলারের মাধ্যমে সহজেই জমি চাষ করা হয়। সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আপু। ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া

৯০ দশকের পর থেকে পাওয়ার টিলারের ব্যবহার চালু হয়েছে। আজ থেকে ১৮-২০ আগে আমাদের পাওয়ার টিলার ছিল। সর্বপ্রথম আমাদের গ্রামে আমাদের পাওয়ার টিলার ছিল। এই টিলার দিয়ে জমি চাষ করা হয়।

ধন্যবাদ ভাইয়া

পাওয়ার টিলার নিয়ে আপনি অনেক সুন্দর উপস্থাপনা করেছেন। এই পাওয়ার টিলার গুলো বেশ কয়েক যুগ ধরে চলে আসছে। আগে জমি চাষের জন্য গরুর হাল ব্যবহার করা হতো। আমাদের বাসায়ও আগে গরুর হাল ছিল। এখন সবাই পাওয়ার টিলার বা বড় হাঙ্গর দিয়ে জমি চাষ করে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

পাওয়ার টিলার এর ব্যবহার কৃষিকাজ অনেক আগে থেকেই হয়ে আসছে। আমাদের এদিকেও জমি চাষের জন্য পাওয়ার টিলার ব্যবহার করা হয়। পাওয়ার টিলার নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে।

আপনাকে ও ধন্যবাদ আপু

আগে লাঙ্গল দিয়ে জমি চাষ করা হতো।তবে বর্তমানে এরকম পাওয়ার টিলার বড় টিলার দিয়ে জমি চাষ করা হয়।এতে জমিতে তাড়াতাড়ি চাষ করা যায় তবে কৃষকদের অনেক সুবিধা হয়েছে। এতে সময় অনেক কম লাগে ।দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া

  ·  last year (edited)

বর্তমানে কৃষি কাজকে আরো সহজ করে দিয়েছে এই পাওয়ার টিলার।খুব অল্প সময়ে প্রচুর পরিমাণ জমি চাষ করা যায় এই পাওয়ার টিলার দিয়ে। অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। শুভকামনা রইল।
নিচের কোডটি ঠিক করে নেন

ধন্যবাদ,
@siza
</div

জি ভাইয়া। ধন্যবাদ

  ·  last year (edited)

জমিতে ফসল লাগানোর পূর্বে জমি তৈরি করার জন্য এটির ব্যবহার আমাদের গ্রামেও দেখা যায়। বেশ কিছু বছর আগে শুধুমাত্র এগুলো দিয়েই জমি প্রস্তুত করা হতো কিন্তু বর্তমানে বড় বড় পাওয়ার টিলারের সাহায্যে করা হয়। এগুলো অত্যন্ত মন্থর গতিতে এক স্থান থেকে আন্য স্থানে নিয়ে যেতে হয় এবং খুবই আওয়াজ থাকে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু

কৃষি প্রধান বাংলাদেশে দেশ। আমাদের দেশে কৃষি খাতের উন্নতির জন্য প্রতিনিয়ত বিভিন্ন আধুনিক উপকরণ যুক্ত হচ্ছে। হাল দিয়ে জমি চাষ যেমন অনেক সময় বহুল ছিলো কিন্তু পাওয়ার টিলার আসার পরেই আমাদের জমি চাষ অনেক সহজ হয়ে গিয়েছে। সুন্দর লিখেছেন আপু।

ধন্যবাদ ভাইয়া

আমাদের মহিষের হাল ছিলো আপু, আবার সেই মহিষ দিয়ে জমি থেকে ফসল ঘরে তুলতো, আমি মহিষের গাড়ি করে জমিতে যাইতাম, কতো সুন্দর শৈশব ছিলো, আর আপনার পোস্টি পরে খুবই ভালো লাগলো আপু মনি, জমি চাষ নিয়ে অনেক সুন্দর আলোচনা করেছেন, শুভকামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া

পাওয়া টিলার নিয়ে খুবই চমৎকার একটা পোস্ট করেছেন আপু। আগে মানুষ জমি চাষ করার জন্য গরু বা মহিষের হাল ব্যবহার করতো, তারপর আসলো পাওয়ার টিলার আর এখন ট্রাক্টর। তবে এখনো পাওয়ার টিলার এর ব্যবহার তেমন কমে নি। আপনাদের নিজেদের পাওয়ার টিলার দিয়ে নিজেদের জমি চাষ করেন এটা অনেক ভালো। কেননা এতে খরচ কমে যায় ও জমি ভালোভাবে চাষও করা যায়।

বর্তমান সময়ে এই ধরনের মেশিন দিয়ে জমিতে হাল চাষ করা হয়। প্রাচীন কালে গরু, মহিষ দিয়ে হাল চাষ করা হতো। অবশ্য বর্তমান সময় বিজ্ঞান ও প্রযুক্তির সময়। তাই কৃষি ক্ষেত্রে বিভিন্ন বিপ্লব নিয়ে এসেছে। দারুণ ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ

Loading...