বৃষ্টিমুখর দিনে হাটের চিত্র

in hive-131369 •  last year 
20230826_180935.jpg

আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির আগমনে গরমের তাণ্ডব থেকে মুক্তি মিলেছে। তবে সারাদিন বৃষ্টি হলেও আবার বিরক্ত লাগে। কারণ বৃষ্টিতে বাইরে বের হওয়ার উপায় থাকে না। সারা দিন বৃষ্টি হলেও বিকেলের দিকে বৃষ্টি থেমেছিল। তাই ভাবলাম একটু পুরাতন বাজার হাট থেকে ঘুরে আসি। যাওয়ার আগে ভাবছিলাম বৃষ্টির কারণে আজকে পুরাতন বাজার হাট তেমন জমজমাট হবে না। কিন্তু হাটে যাওয়ার পর দেখলাম ভিন্ন চিত্র।

20230826_180953.jpg

এই বৃষ্টিস্নাত দিনেও হাটে দোকানপাটের কোন অভাব নেই এবং হাটে অনেক লোকজন বাজার করার জন্য ভিড় জমিয়েছেন। হাটে যেতে প্রথমেই চোখে পড়েছিল রাস্তার পাশের আখের দোকানগুলো। এখন আখের মৌসুম, তাই হাটে বেশ ভাল পরিমাণে আখ পাওয়া যাচ্ছিল। আখগুলো দেখতেও চমৎকার ছিল। এরপর দেখলাম একটি ছোট নার্সারি। চাচা রাস্তার পাশেই বিভিন্ন চারার দোকান দিয়ে বসেছিলেন। দোকানটি দেখতে বেশ সুন্দর লাগছিল।

20230826_181020.jpg

হাটের অন্যতম আকর্ষণ হল বিভিন্ন ধরণের সবজির দোকান। হাটে সবজির দোকানগুলোতে সব থেকে বেশি ভিড় লক্ষ্য করা যায়। হাটে অনেকগুলো সবজির দোকান থাকে। যার কারণে অনেকে দামাদামি করে কিছুটা কম দামে সবজি কিনতে পারেন। অনেকে সবজি কেনার জন্য হাটের দিনের জন্য অপেক্ষা করেন কারণ হাটের দিন টাটকা সবজি পাওয়া যায়। তাই বৃষ্টি উপেক্ষা করেও অনেকে হাটে এসেছেন সবজি কেনার জন্য।

20230826_181335.jpg20230826_181320.jpg
20230826_181333.jpg20230826_181242.jpg
20230826_181304.jpg

সবজির দোকানগুলো বাঙালিদের চিরাচরিত হাটের প্রতিচ্ছবি। রাস্তার পাশে দোকানীরা টাটকা সবজি সুন্দর কর সাজিয়ে বসেন। অন্যান্য দেশে এরকম হাট খুব একটা দেখা যায় না। সবজির দোকানগুলোর মাঝখান দিয়ে আমরা যখন হাটের অপর প্রান্তে গেলাম তখন দেখা মিলল কিছু ফলের দোকান। যদিও পুরাতন বাজার হাটে তেমন ফলমূলের দোকান চোখে পড়ে না। তবে আজকে বেশ কিছু ফলের দোকান দেখেছিলাম।

20230826_181737.jpg20230826_181735.jpg
20230826_181733.jpg20230826_181726.jpg
20230826_181721.jpg

সারা দিন বৃষ্টি হলেও বিকেলবেলা পুরোপুরিভাবে বৃষ্টি থেমে গিয়েছিল। আর বৃষ্টি থেমে যাওয়া মানে হাট আরো প্রাণ সঞ্চার হওয়া। তাই আজকে হাটে গিয়ে লোকজনের উপস্থিতি এবং পণ্য কেনাবেচা স্বাভাবিক মনে হয়েছে। বিকেলে বৃষ্টি হলে হাটে এত মানুষের উপস্থিতি চোখে পড়ত না।

ডিভাইসস্যামসাং এস২১ আল্ট্রা
লোকেশনMW65+66X Parbatipur
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Feedback / Observation

বৃষ্টি মুখর দিনে হাটের দৃশ্য নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। বৃষ্টির দিনে হাট করা অনেক অসুবিধা। ক্রেতাদের উপস্থিতি কম হয়ে থাকে আমাদের গ্রামের হাটগুলোতে।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

বৃষ্টি হলে বাহিরের আবহাওয়া অনেক সুন্দর থাকে তাই বৃষ্টি শেষ হলে যাওয়ার ইচ্চে করে ভাই। বৃষ্টি হলেও হাটের অবস্থা দেখে মনে হচ্ছে বেশ জাকজমক হয়ে উঠেছে হাট৷ এখন প্রায় প্রতিটি হাটেই আখ বিক্রি করতে দেখতে পাওয়া যায় ভাই। এর আগে পুরাতন হাটে এমন গাছ নিয়ে বসে থাকা দেখা যায়নি এখন বৃষ্টির সময় তাই হয়ত গাছ বিক্রি করেতেছে। হাটে সবসময় বেশি ভিড় থাকে সবজির দোকান গুলোতে। ছবি গুলো সুন্দর হয়েছে ভাই।

ধন্যবাদ ভাই

বৃষ্টিমুখর দিনে হাটের অসাধারণ চিত্র ফুটিয়ে তুলেছেন ভাই। গ্রামীণ হাটবাজারে অনেক টাটকা সবজি পাওয়া যায়। এখন আখের সিজন চলছে, তাই প্রায় সব বাজারে আখ পাওয়া যায়। বৃষ্টির দিনে আমার বাহিরে যেতে ইচ্ছে হয় না। আপনি পুরাতন বাজার নিয়ে দারুণ উপস্থাপন করছেন। বৃষ্টির দিনের অনূভুতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

বৃষ্টি হলেই যেন চারদিকে সবুজ ভরে যায়।এর মধ্যে হাট বাজার হলো অন্যতম। এই সময় হাটবাজারে টাটকা শাকসবজি পাওয়া যায় প্রায় প্রতিটি বাজারেই এখন আঁখ পাওয়া যাচ্ছে ।পুরাতন বাজারের হাটের সম্পর্কে দারুন লিখেছেন আপনি। আমিও কালকে হাটে গিয়েছিলাম আমাদের সেখানেও এই একই রূপ।খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ

একটু বৃষ্টি হলেই হাটের চিত্র পুরোপুরি পাল্টে যায় আমাদের এইদিকে। হালকা ঝিরঝির করে পানি পড়লে সব লোক হাত থেকে উঠাও। শুধুমাত্র গুটি কয়েক দোকান খোলা থাকে আর দশটা এগারোটার মধ্যেই হাটের সব দোকান বন্ধ হয়ে যায়। পুরাতন বাজার আশপাশের মধ্যে সবচেয়ে বড় একটা হাট। বিশেষ করে শনিবার ও মঙ্গলবার অনেক বড় করে হাট বসে সেখানে। আমি অনেক কয়েকবার সেখানে গিয়েছিলাম। এই হাটে সবকিছু পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ

বৃষ্টির দিনেও আপনাদের এই পুরাতন বাজারে অনেক দোকান বসেছে । হ্যাঁ আপনি ঠিক বলেছেন ,হাটের দিনগুলোতেই সতেজ ও টাটকা সবজি গুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। বাহ ,আপনাদের বাজারের তো অনেক ফলের দোকান। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। বৃষ্টি মুখর এই দিনে আপনি আপনাদের পুরাতন বাজারের হাট নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ আপু

পুরাতন বাজারের হাট অনেক বড় একটি হাট। আপনার মত আমারও সারাদিন বৃষ্টি হলে ভালো লাগে না। খুবই বিরক্তিকর লাগে। পুরাতন বাজারের হাটের চিত্রগুলো আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। হাটের মূল আকর্ষণ থাকে সবজির দোকান। মাছের বাজারেও কিন্তু খুব ভালো ভিড় হয়।চাচার গাছের দোকানটি খুব ভালো লাগলো। আপনি অনেক সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন। পাশাপাশি আপনার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু

আপনি দারুণ ফটোগ্রাফি করেছেন। অবশ্য হাটের দিনে সব কিছু টাটকা পাওয়া যায়।

ধন্যবাদ ভাই